![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাদের ডাকিনি তবু ওরা আসে আমার অনিচ্ছায়। তাদের তাড়াতে চাই -
তবু এরা আমার বশ্যতা মানে না কোনভাবে ।
একে একে আচানক হুমরি খেয়ে এসে পড়ে অগোছালো অনভিপ্রেত ওরা
কেড়ে নেয় আমার একেকটা মুহূর্ত আর রাতের ক্লান্তি বিদারী ঘুম
আর অসাঢ় করে দেয় স্মৃতি ও কল্পনাশক্তি।
সারাদিনের ব্যস্ততার দেয়ালের ওপাশে ওরা জমে ছিলো দল বেঁধে,
এখন আমার নিস্তব্ধতার ফুসরতে জাপটে ধরেছে আমার কল্পনার পৃথিবী।
তারা কেউ সুন্দর, অসুন্দর আর লজ্জাদায়ক কেউবা।
কেউ দুশ্চিন্তা আর আশঙ্কা, কেউবা স্বপ্ন সুনীল। তাদের অনেক রং।
তুমি হয়তো বলবে যাদের দেখোনা তাদের রঙ পেলে কোথায়?
তোমরা যেমন বিপদ শোক আর ভালোবাসার রঙ পেয়েছো হয়তো সেভাবেই।
এ সবই কল্পনা যা মানুষ মনের আয়নায় দেখে।
তারা এক সময় বিকল করে দেয় আমার মস্তিষ্ক।
এরি মাঝে কখন ডুবে যাই ঘুমে সে সময়ের হিসেব আমার খাতায় থাকে না।
তারপর পাখির ডাক কিবা আযানের ধ্বনি কানের ভেতর অনুরণ তোলে,
উদ্ভাসিত হয় নতুন এক ভোর।
গত রাতের ভাবনারা বিক্ষিপ্ত রঙ ছড়িয়ে ছিটিয়ে রাখে মনের ক্যানভাস জুড়ে।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ধন্যবাদ বস
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: মোটামোটি।