![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ মরে নাতো যেনো কীটপতঙ্গ মরে
রক্ত ঝরে নাতো যেনো ঝর্ণাধারা ঝরে
আকাশ কালো করে যেনো বৃষ্টি-বাদল নামে
কোথায় বৃষ্টি অশ্রু নামে সাগর হলো জমে।
কেউ কখনো মৃত্যু এমন দেখেছে কি আগে?
এসব দেখে তোমার মনে আঘাত কিছু লাগে?
তোমার হৃদয় কোমল নাকি শুকনো মরুর ধূ ধূ?
তোমারও মন কাঁদে নাকি দেখেই চলে শুধু?
চনমনিয়ে ওঠে নাকি তোমার বুকের বামে?
তবু যদি নাইবা জাগে তোমার মনের কলি
তোমার সে মন সুস্থ আছে কেমন করে বলি?
তবু যদি কন্ঠ তোমার কলম তোমার তবু
মজলুমানের পক্ষে কথা নাইবা বলে কভু
কেমনে তোমায় মানুষ বলি তোমার কাজে-কামে?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: কৃতজ্ঞতা জানাই ছান্দিক জবাবের জন্যে। বিশেষত প্রথম মন্তব্যকারী হিসেবে।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:২৪
শাহিন বিন রফিক বলেছেন:
পাঞ্জেরী রাত পোহাবার আর কত দেরী?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৪
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ....শুধু খেয়ালের ভুলে দড়িয়া অথৈ ভ্রান্তি নিয়াছি তুলে। (আমাদেরই ভুলে হয়তো) কেনো জানি ভোর'টা বারংবার প্রলম্বিত হয়। ধন্যবাদ শাহিন বিন রফিক ভাই প্রাণের কবি'র কথা মনে করিয়ে দেয়ার জন্য। শুভকামনা।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩১
অভিশপ্ত জাহাজী বলেছেন: মজলুম মরলে কার কি আসে যায়। দেশে তো ধনীর সংখ্যাই হুহু করে বাড়ছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৩৭
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: যথার্থ বলেছেন অভিশপ্ত জাহাজী আল্লাহ যেনো মজলুমের সহায় হন। শুভেচ্ছা নিবেন।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:৫৪
ল বলেছেন: মানুষ নামের মানুষগুলো কি নিষ্ঠুর পেশাদার রক্ত পিপাসু
জাগরণের কবিতা, ভালোলাগা
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: হুমমম..। কৃতজ্ঞতা মূল্যায়নের জন্যে। শুভেচ্ছা নিবেন ভাই।
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: এছাড়াও লাইক প্রদানকারী স্রাঞ্জি সে ভাইকেও শুভেচ্ছা জানাই।
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৪৫
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ সুন্দর লাগলো। স্যরি! সুন্দর মানে বলতে চেয়েছি, জাগরণ হৃদয়ে ঘা দিয়ে গেল। ++
আমাদের শুভ বুদ্ধির উদয়,হোক, পঙ্কিলতার অবসান ঘটুক কামনা করি।
নিরন্তর শুভকামনা আপনাকে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩০
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: এই সেই পদাতিক চৌধুরী! আপনার প্রজন্ম কবিতাটি পড়েছিলাম সমালোচনা একপাশে রাখলাম, কবিতার বিষয়বস্ত আর সাজানো ছিলো অসাধারণ। আর আমার কবিতার মূল্যায়ণ যে ভাষায় করেছেন তা্ও অন্যরকম ছিলো। প্রশংসার প্রশংসা করার ভাষা নেই। ভালো থাকুন।
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৫৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: রাজীব নুর
দৃষ্টি বহুদূর
তোমায় আমি চিনি
যতদূর জানি
মনন মধুর।।
আপনার প্রশংসা মূল্যায়ন যোগ্য। প্রীতি ও শুভেচ্ছা।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৩
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: প্রীতি ও ভালোবাসা নিবেন শ্রদ্ধেয় সনেট কবি।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৫
বাকপ্রবাস বলেছেন: জাগুক মানুষ তবে
তবেই মানুষ হবে।
-
কবিতা ভাল লেগেছে