![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহুর্তের জন্যে ভুলে যাও আমি আছি
অর্থাৎ আমার অস্তিত্ব ভুলে যাও
অথবা তুমি তোমার সব কোলাহল ভুলে যাও
অথবা আরো (ভালো হয়) থেমে যাও চিরকালের জন্যে।
তোমার সন্তানদের আঘাতে জর্জরিত আমি হাসতে ভুলে গেছি
অর্থাৎ আমি এখন রুক্ষ মরুর বালুরাশি
অথবা চৈত্রের মাঠে এক ঝলক শুষ্ক হাসি
অথবা তার চেয়ে রুক্ষতা আর শুষ্কতায় আহত।
তোমার দেহের এক অঙ্গ গিলে খায় যেনো অপর অঙ্গ
রক্ত আর জীবনের ক্ষুধা নিয়ত হারায় অনুষঙ্গ।
তোমার সন্তানদের প্রাণ ঝরে
খুন ঝরে
এক সমুদ্র রক্ত খেয়ে লালে লালে লাল হয়ে যাও
সর্বসহা তুমি তোমার সব যাতনা তবু সয়ে যাও।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনাকেও শুভকামনা চৌধুরী সাহেব
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩০
মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনার নাম শুনলে আমার দেশ 'র সম্পাদকের কথা মনে পড়ে।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৪
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সরলভাবে মনের কথা বলতেই ভালোবাসি। শুভেচ্ছা নিবেন ভাই।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২
রাকু হাসান বলেছেন: কবিতায় কবির দুঃখ! অভিমান । প্রথম দ্বিতীয় ও শেষ দুই লাইন চমৎকার
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪১
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: কবির দু:খের অংশীদার হওয়াতে দু:খ কিছুটা হলেও লাঘব হয়েছে। ভালোলাগা শেয়ার করার জন্যে কৃতজ্ঞতা। ভালো থাকুন। শুভকামনা নিরন্তর।
৫| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪০
নজসু বলেছেন: দিনকে দিন লালে লালে রঞ্জিত হচ্ছে বাংলার মাটি।
রক্তের এতো তৃষ্ণা মিটছে না কেন?
আশায় আছি সুদিনের।
০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সুদিন আসবে ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো হয়েছে।
শুভকামনা রইল।