![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সাথে
কেউ না এলে একাই চলি
আমার জ্ঞানে
ঠিক মনে হয় সেটাই বলি
শুধরে দেয়ার থাকলে কেহ
শুধরে দাও
তোমার কথার সমর্থনে
যুক্তি দাও।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: সাধুবাদ আরোগ্য সাধুবাদ।
২| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় খাইরুল ভাই,
বড্ড ছোট হয়ে গেছে। আর একটু বড় করতে পারতেন ।
শুভকামনা জানবেন।।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: পারতে পারি
ভাবতে নারি
ভাবনার সময় কই?
সংসার নিয়ে
ব্যস্ত রয়ে
মরুভূম হয়ে রই।
অশেষ প্রীতি ও ভালোবাসা নিবেন ভাই আমার।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৫ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শুভকামনা থাকলো ভাই নুর।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: কেউ না এলে পথ চলো না
একলা চলে মন ভেঙ্গ না।
৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০৯
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: পথ জানা আছে
আর সাহস আছে
কেউ না এলে তাই
থাকবো কি বসে!
বসে থাকা ভীরুতা
যার নেই দৃঢ়তা
সে থাকে বসে
পথে নেমে এসে ঠিক
পেয়ে যাবো সঠিক দিক
সময় এলে যেনো সাথিও পাবো
সেই সাথে প্রয়োজন যা খুঁজে নেবো
পথের যা প্রয়োজন পথেই আছে
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৭
আরোগ্য বলেছেন: । যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।