![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাল ছেড়ো না!
মিষ্টি পানির নহর মিলে যেতে পারে
আর কিছুদূর পরেই
এক পা দু’পা করেই
পাথুরে পথ ধরেই
রুক্ষ মরুর পরেই
পৌঁছুতে পারো শীতল তরুর ছায়ায়
আশা ভেঙ্গো না!
তোমার হাতেই গড়া হতে পারে অনিন্দ সেই মিম্বর
তোমার মনের সকল শক্তি নিয়ে
হৃদয়ের যতো প্রেম মমতা দিয়ে
না হয় কোন কাঠ-কারিগর হয়ে
বিপুল ধৈর্য্যে কষ্ট - ক্লান্তি সয়ে
গড়ে তোলো ঠিক তেমনি কোনো অনবদ্য এক শিল্প
কে জানে যে কোন সালাদিন তোমার শিল্প দেখে
কোলাহল ভেঙে ছুটবে আবার জেরুসালেমের দিকে
তুমিও তোমার পথেই চলো তোমার নিশানা ধরে
তুমিও তোমার কাজেই ছোটো আকাশ কুসুম ছেড়ে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: ভালোবাসা রইলো ভাই!
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: ৫৮৯ বার পঠিত, ১টি মন্তব্য! হতাশ হলাম।
আকামটা করছে কে???
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৭
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনার কাজ কি শুধু প্রতি্ক্রিয়া করা! বুদ্ধিমান লোকদের তো এসব নিয়ে কথা বলতে দেখি না। লেখা কেমন হলো তার উপর মূল্যায়ন রেখে আপনার দৃ্ষ্টি পঠিত/মন্তব্য এসবের প্রতি কেনো? তাহলে আপনার মতে মন্তব্য লাইক এসব একটা লেখার মান বিচারে বিবেচ্য বিষয়।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:২৩
নতুন নকিব বলেছেন:
সুন্দর লিখেছেন।
অভিনন্দন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: আপনাকেও অভিনন্দন নতুন নকীব
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৮
মেহেদী হাসান হাসিব বলেছেন: অনুপ্রেরণামূলক। ভালো লিখেছেন ভাই। সময় হলে আমার লেখাটি পড়ে মন্তব্য জানাবেন।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১০
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: পড়েছি আপনার লেখাটি। অসাধারণ হয়েছে। লিখে যান...
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।