![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সাথে
কেউ না এলে একাই চলি
আমার জ্ঞানে
ঠিক মনে হয় সেটাই বলি
শুধরে দেয়ার থাকলে কেহ
শুধরে দাও
তোমার কথার সমর্থনে
যুক্তি দাও।
পথ জানা আছে
আর সাহস আছে
কাউকে না খুঁজে পাই
কেউবা না এলে তাই
থাকবো কি বসে!
বসে থাকা ভীরুতা
যার নেই দৃঢ়তা
সে থাকে বসে।
পথে নেমে এসে ঠিক
পেয়ে যাবো পথের দিক
সময় এলে জেনো সাথিও পাবো
সেই সাথে প্রয়োজন যা খুঁজে নেবো
পথের যা প্রয়োজন পথেই আছে
মঞ্জিলটা আমার চোখে গেঁথেই আছে।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৬
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শুকরিয়া! শুকরিয়া!
শুভকামনা! শুভকামনা!
২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩০
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: শুকরিয়া ভাই!
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৪
মাহমুদুর রহমান বলেছেন: যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলো রে।
কবিতায় ভালো লাগা রইলো।