নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাইরুন নাহার বিনতে খলিল

খাইরুন নাহার বিনতে খলিল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ বেলা শেষে

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬



দক্ষিণা শীতল সমীরণে
ফাগুনের ভ্রমরের গুনঞ্জরণে
হঠাৎ ঘুম ভেঙে গেল আমার।
মনে পড়ে গেল সেই সব স্মৃতি
যা ছিল শুধু তোমার আর আমার।

পুকুর পাড়ে তোমার আশে
বসেছিলাম আলতা রাঙা পায়।
ভালোবাসার টানে তুমিও এসে
জড়ালে ফুল আমার খোঁপায়।

আতঃপর করলে আলিঙ্গন
আধরে রাখলে অধর।
আমি হারালাম প্রেমের জগতে
যা ছিল সুমিষ্ট সুমধুর।

দক্ষিণা পবনে উড়ছিল আমার শাড়ির আঁচল
তুমি ডুবেছিলে আমাতে এক মুগ্ধতায়।
চোখে ছিল আমার মায়ার কাজল
তোমার প্রেমে মেতেছিলাম আমি এক স্নিগ্ধতায়।

আজ এ বেলা শেষে নিঃসঙ্গ অনিকেত আমি
ভূবন রচেছি একা একা।
অস্তপারের অদৃশ্যলোকে হারায়েছ তুমি
কোথাও পাইনা তোমার দেখা।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: শীতেতো বাতাস বহে উত্তর দিক থেকে ভাইয়া!

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৬

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আমিতো শীতল বাতাসের কথা বলেছি ভাইয়া, শীতের বাতাসের কথা বলিনি। সম্ভবত আপনি শীতল শব্দটিকে বিশেষ্য মনে করেছেন।এখানে শীতল একটা বিশেষন যা দক্ষিণা বা উত্তরের যে কোন বায়ুর পূর্বেই ব্যবহার করা যায়।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ভালো লেগেছে বেশ। তবে তৃতীয় স্তবকটা ছাড়া।

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৮

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগল।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৬

ধ্রুবক আলো বলেছেন: ভালো হয়েছে..

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন: প্রেমের কবিতাগুলো কেন শেষব্দি ট্রাজেডিকই হতে হবে ?

১৮ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আমি ট্রাজিডিই আনতে চেয়েছি তাই এসে গেছে ভাইয়া।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কবিতা। যেমনটি চেয়েছেন তেমনই। প্রেমে একটু অাহ্লাদ আর প্রীত না হলে হয়। বিরহ সেত প্রেমের আরেক সুখ!

১৯ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:১৮

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:২৫

এম এ কাশেম বলেছেন: মিলনে মধুর বেদনা বিদুর কবিতা ভাল লেগেছে কবি,

শুভ কামনা।

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৭

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!:)

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১২

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ধন্যবাদ

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:০৩

বিলিয়ার রহমান বলেছেন: আজ এ বেলা শেষে নিঃসঙ্গ অনিকেত আমি
ভূবন রচেছি একা একা।
অস্তপারের অদৃশ্যলোকে হারায়েছ তুমি
কোথাও পাইনা তোমর দেখা।



সুন্দর বলেছেন!:)

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনাকে আবারও ধন্যবাদ।

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৮:৫০

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার কবিতায় এক রাশ মুগ্ধতা ।
কবিতার প্রতিটি স্তবকে রয়েছে ভাল লাগার অনুরনন -
দখিনা শীতল সমীরণে
ফাগুনের ভ্রমরের গুঞ্জরণে
হঠাৎ ঘুম ভেঙে গেল আমার।
মনে পড়ে গেল সে সব স্মৃতি
ছিলই যা শুধু তোমার আমার।


ভাল লাগার আবেশ ছড়ায় কবিতায় শেষ প্রান্ত অবধি

বেলা শেষে আজ নিঃসঙ্গ অনিকেত আমি
ভূবন রচেছি একা একা।
অস্তপারের অদৃশ্যলোকে হারায়েছ তুমি
কোথাও পাইনা তোমার দেখা।


অনেক অনেক শুভেচ্ছা রইল

১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৭

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আমার এই কবিতায় সুন্দর একটা মন্তব্য রেখে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন।+++

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার প্রশংসায় অনুপ্রাণিত বোধ করছি।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৮

রাইসা আন্তা বলেছেন: ভালো লিখছেন।

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫২

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আমার কবিতায় মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ।

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

ভাবুক কবি বলেছেন: মুগ্ধকর, খুব ভাল লাগলো

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে অনুপ্রাণিত হলাম।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৭

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৫৪

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৫২

অতৃপ্তচোখ বলেছেন: সুন্দর স্মৃতিকথা। কবিতা ভালো লাগলো।

অপেক্ষার অবসান হোক, প্রত্যাশা।

শুভেচ্ছা রইল কবির প্রতি। কবিতায় ভালোবাসা

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১০

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
আপনার কবিতায় এভাবেই সন্তোষ প্রকাশ করা যায়।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৩

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
আপনার কবিতার কোন সমালোচনা হবেনা।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৫

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
এটা অবশ্যই নিরাপদ কবিতা।

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৭

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
এ ববিতার বিরুদ্ধে ষড়যন্ত্র হলে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া হবে।

১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২০

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
এমন কবি এ জাতির কাম্য।

২০| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২২

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
এমন কবির সরকারি দলে বিড়ানোর চক্রান্ত যে কোন মূল্যে রুখে দিতে হবে।

২১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৫

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
আগে দেখতে হবে কবিতা আইন সম্মত কিনা।

২২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৮

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
রোমান্টিক কবিতা! পড়ে আমি খুশি হয়েছি।

২৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:২৯

মো: ওসমান গনি তালুকদার বলেছেন:
দোয়াকরি সুফিয়া কামালের মতো কবি হও। বেঁচে থাক মা মনি।

২৪| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১২

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৫

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:১৯

জুন বলেছেন: আপনার লেখা প্রথমবারের মত পড়লাম খাইরুন নাহার বিনতে খলিল ।
বেশ চমৎকার রোমান্টিক কবিতা । ভালোলাগলো বেশ ।
+

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৭

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনাদের ভালো লাগলেই আমার লেখা সার্থক হয়ে উঠবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.