![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার আদরের ধন নইতো আমি,
প্রেমও নই তাও জানি।
কাঙালিনী যে রয়ে যাব,
কভু হব না তোমার রানী।
নীলিমার ঐ সীমারেখায়
অসীম দিনের পথযাত্রায়
জ্বেলেছি আমি ভালোবাসর
রক্তিম প্রদীপ খানি,
অশ্রুতে প্রাণটাকে মোর নিয়েছে যে হানি।
লাগে বড্ড ভয়,
কি জানি কি হয়।
জীবনের এ বাঁকে এসেে
আমার এমন দশা দেখে
সবাই যদি ওঠে হেসে
করব তখন কি হায় !!
বিধাতারও আছে হাসি
নেই যে কোনো অশ্রু
আমি কি তাই বিধাতার
পরম প্রিয় শত্রু।
তুচ্ছ আমার ভালোবাসা
তুচ্ছ আমাপর প্রেম।
যার নেই তাই কোন আশা
নেই কোন তার দাম।
পেয়ে অবেলায় অবহেলা
নিয়ে তোমার দেয়া এ কন্টক মালা।
দূরে অজানায় হারিয়ে যাব
একাই সইব এ জীবন জ্বালা।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ।
২| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৩১
বিলিয়ার রহমান বলেছেন: ভাল হয়েছে!
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৪
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪০
রবিউল ইসলাম রক্সী বলেছেন: অসাধারণ লিখেছেন
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৬
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ভালোলাগল।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
নাজমুল ইসলাম সজল বলেছেন: আপনার প্রিয় কবি কে ?
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৭
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: যারা ভালো কবিতা লিখেন তারা সবাই আমার প্রিয় কবি।
৫| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫১
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +++
শুভ কামনা রইলো.....
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০৮
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার প্রশংসা পেয়ে ভালোলাগল।
৬| ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: অবহেলা যে অবেলায়ই এসে থাকে, কবি! আর অবেলায় বলেই বোধকরি তাকে কন্টকমালা বলে মনে হয়।
গভীর কোন দুঃখবোধ থেকে হয়তো এ কবিতার জন্ম হয়েছে বলে মনে হয়। শুভকামনা রইলো...
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১০
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৩০
একজন সত্যিকার হিমু বলেছেন: দারুন লেখুনী ।ভাল লাগলো কবিতাটা ।আমার জীবনের সাথে খানিকটা মিল আছে ।
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:২৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: নীলিমার ঐ সীমারেখায়
অসীম দিনের পথযাত্রায়
জ্বেলেছি আমি ভালোবাসর
রক্তিম প্রদীপ খানি,
অশ্রুতে প্রাণটাকে মোর নিয়েছে যে হানি।
ভাল লাগল কাব্য খানি। শুভেচ্ছা অনেক।