![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি কি অসীম নীলিমা হয়ে
তোমার নীলের বিশালতায়
আমায় রাখবে ধরে?
তুমি কি শরৎ হয়ে
শুভ্রতা ছড়াবে
আমার বিমর্ষ প্রহরে?
তুমি কি সায়র হয়ে
তোমর ঐ বিশাল বক্ষে
করবে আমায় ধারণ?
তুমি কি প্রিয় হয়ে
তোমার ঐ প্রাণে
করবে আমায় আপন?
তুমি কি কোকিল হয়ে
মধুর মিষ্টি সুরে
আমায় শোনাবে গান?
তুমি কি অলি হয়ে
সাজাবে আমার
পুষ্পের ঐ কানন?
তুমি কি বৃষ্টি হয়ে
অঝরে ঝরবেে
আমার আঁখির’পরে?
তুমি কি পুষ্প হয়ে
ছড়াবে সুবাস
আমার অন্তরে?
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৮
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
৩| ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৫১
মোস্তফা সোহেল বলেছেন: ভালই লাগল
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪২
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ধন্যবাদ,অনেক শুভকামনা রইল।
৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো +।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আপনাদের ভালো লাগলেই তো আমার লেখা গুলো সার্থক হয়ে উঠবে।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:০৩
ডঃ এম এ আলী বলেছেন:
অল্প কথায় ছন্দময় সুন্দর কবিতা
অনেক প্রশ্ন হয়েছে গাথা কবিতায়
অভিভুত হয়ে তুলে দিলাম নীচে
কবিতাটির ভাল লাগার ক'টি চরণ ।
তুমি কি সায়র হয়ে
তোমর ঐ বিশাল বক্ষে
করবে আমায় ধারন?
তুমি কি প্রিয় হয়ে
তোমার ঐ প্রানে
করবে আমায় আপন?
তিমি কি কোকিল হয়ে
মধুর মিষ্টি মিষ্টি সুরে
আমায় শোনবে গান?
তুমি কি অলি হয়ে
সাজাবে আমার
পুষ্পের ঐ কানন?
অনেক শুভেচ্ছা রইল
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫২
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: কবিতাটি আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম। টাইপোগুলো দেখিয়ে দেয়ায় কৃতজ্ঞতা জানাচ্ছি।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৩২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো, তাই জানিয়ে গেলাম।