নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাইরুন নাহার বিনতে খলিল

খাইরুন নাহার বিনতে খলিল › বিস্তারিত পোস্টঃ

সবুজের জয়গান গাই

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

তরু তলে বসে থাকতাম একটি নদীর পাশে।
একটু সবুজ ছাঁয়া পাব তাহার মধুর আশে।
আমার হিঁয়া জুড়িয়ে যেতো সবুজেরই ছাঁয়।
সেই সবুজ হারালো কোন দূর অজানায়।

হৃদয় আমার সতেজ হতো সবুজের ছোঁয়া পেয়ে।
মনটি আমার উঠতো নেচে সবুজের গান গেয়ে।
আজকে সবুজ কোথায় তুমি?
ধরা আজ উষ্ণ ভূমী।
খড়তাপে ফেটে চৌচির হয়ে যায়।
বসুধা যে বন্ধু সবুজ তোমার অপেক্ষায়।

আজকে আসুন সবাই মিলে,
সুরে সুরে যাই বলে,

সবুজের জয়গান গাই।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:

সুন্দর কবিতা +

২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১০

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকার শুভ কামনা রইলো।

২| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:১১

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
আপনিও ভালো থাকুন ।

৩| ২৩ শে মে, ২০১৭ রাত ৯:৪৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা। +++

সুন্দর স্লোগান
সবুজের জয়গান গাই .......

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:৪১

জগতারন বলেছেন:

সবুজের জয়গান গাই।
সহমত

সুন্দরের প্রতিক সবুজ।
শান্তির প্রতিক সবুজ।
যৌবনের প্রতিক সবুজ।
সবুজের মধ্যেই মায়াময়তা খুজে পাওয়া যায়।

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০০

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্যের সঙ্গে ও আমি সহমত পোষণ করছি।

৫| ২৩ শে মে, ২০১৭ রাত ১০:৫১

ধ্রুবক আলো বলেছেন: সবুজের জয় হোক। এই গ্লোবাল ওয়ার্মিং এর যুগে গাছ সবুজ জরুরী। +

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

৬| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪

মোস্তফা সোহেল বলেছেন: সুন্দর কবিতা। সবুজের জয় হোক।

২৪ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:০২

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর মন্তব্য।ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.