![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলা কে সবসময়ই একটা বেদনা নিয়ে এতদিন বাঁচতে হত,কারন ঐ একটাই তাকে মা বলে একটু জড়িয়ে ধড়ে চোখ দুটো মুছে দেবার কেউ নেই.,,,কেউ আসেনি তার মতৃতের আনঙিনায়।
এখন আরেক যনত্রনার নাম েফজবুক।ওর খুব কাছের মানুষটা একমূহুতর্ েফজবুক ছাড়া অচল।দু একবার মিলা অন্যায় জেনেও একটি কাজ করেছে,লুকিয়ে ওর সামীর ফেজবুক আইডি খোলা পেয়ে চাট লিসট দেখেছে,এসব নিয়ে দু চারবার তার সাথে বিবাদও হয়েছে,লাভ হয়নি কিছু,বরং তিকততা বেড়েই চলছে।
রাত হয়তো প্রায় ভোর হয়ে যায় কিনতু জামান সাহেবের ফেজবুকিং আর থামতে চায়না,নিজের পোড়া নিয়তির দায় নিজেকে দিয়ে রাতের পড় রাত চোখের জলে রাত কাটায়।যে মেয়ে গুলোর সাথে এতো এতো কথা তারা আবার জামান সাহেবের অধের্ক বয়সের তাই সে তাদের টেষট অনুযায়ী নিযের সাজ পোষাকেও এনেছে পরিবতর্ন।
একপযার্য় দিশেহারা মিলা নিজেকে মানাতে চায় এবং জামান সাহেবের জীবন কে তার মতন করে চলতে দিতে নিজেকে আড়ালে নিয়ে যাবার কথা ভাবে।এর মাঝে জামান সাহেব অবশ্য বহুবার মিলা কে ঘড় থেকে চলে যেতেও বলেছে,এক পযার্য় চড় লাথি এসব নিযার্তন চালাতে থাকে।চলে যাবে--মিলা এবার সতি্যই চলে যাবে।কিনতু যখনই জামান এর মুখটা মনে পড়ে,যখনই মনে হয় এ ঘড় থেকে একবার বের হলে আর ফেরা হবেনা,জামান কেও আর দেখবেনা তখনই পায়ে অদৃশ্য বেড়ি আটকে যায়।ভেবে পায়না একটা ফেজবুকের পরিচয়ের একটা অচেনা মানুষ তার ১৫বছরের চেনা মানুষটার এত আপন হয়ে গেল?এত দিনের মায়ায় সাজানো সংসারও তুচছ?একটা পুরুষের পৌরষ্য কি একেই বলে?কি করবে মিলা---কি করা উচিত হবে?ওর মাথার উপড় স্রষ্টা ছাড়া আর যে কেউ নেই,যে একটু সেনেহের হাতটা মাথায় রেখে বলবে এত কষ্ট লুকিয়ে রেখে নিজেকে মেরে ফেলিসনা।
©somewhere in net ltd.