![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রথম জনম ধাত্রী আমার মা কে জানি,কিনতু মায়ের পর পর যার প্রতি ভালোবাসায় আমার চোখ ভিজে ওঠে সে আমার বাংলা মা।
মাঝে মাঝে খুব কষট হয় এই ভেবে এই এক খনড ভুমিতে সোনা ফলবে এই আশায় বুক বেধেঁ আমার বাবা ১৯৭১ এ জীবন কে টেনে নিয়ে চলেছিলেন মুকতির আশায়।আমি গবর্ করে নিজেকে এক মুকতি যোদ্ধার সনতান বলি,বাবা আমার জন্য এনেদিয়ে ছিলেন নিশচিনতে বেচেঁ থাকার নিশচয়তা,দিয়েছিলেন নিজের পরিচয় জানান দিতে একটি আপন ভূমির ঠিকানা।।
আমি পারিনি রকখা করতে সেই সাধীনতা,পারিনি আমার বৃদধ বাবা কে তার যৌবনের সোনালী সপন কে পারথিব জগতে নিয়ে আসতে,আর তাই হয়তো আমার বাবা তার বুকের চাঁপা কষ্ট কে গোপন করে চলে গেছেন পৃথিবীর বাইরে অনেক দূরে।
যে দেশে জীবন নিয়ে চলে রাজনীতি,মৃত্যুর পর লাশের পাহাড়ে দাড়িয়ে চলে রাজনৈতিক বক্তৃতা...সে দেশে বাবা নিশাস নিতে পারছিলেন না হয়তো।
আমার সোনার বাংলায় মা কাঁদেন উঠানে বসে আর লাশ চলে মিছিলে,বাবা ছেলেকে পড়তে পাঠিয়ে দিন গনণা করেন কবে ছেলেটি তার বোঝা নিজের ঘাড়ে তুলে নেবে আর ছেলে ঘরে ফেরেনা...ফিরে আসে লাশ।।কংকালসার মানুষ গুলা একমুঠো খাবারের খোঁজে ঘোরে দাঁড়ে দাঁড়ে আর আমরা থার্টি ফার্ষট নাইট পার্টি করি বাহারি খাবারের পসরা নিয়ে।
এতটুকু সপনো নিয়ে প্রতিদিন ঘুম ভাংনগে যদি বা আজ থেকে খুঁজে পাই সপনো বীজের ডানা!!!
©somewhere in net ltd.