![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের সকালের প্রথম সূর্যটা ছিল বৃষ্টিস্নাত....ঘুম ভেঙ্গে আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো ভিজে আসছিলো বার বার....পৃথিবীর সবকিছুই এত সুন্দর লাগছিলো যে সইতে পাড়ছিলাম না,এর আকাশ সুন্দর-শীতল পড়শ বোলানো বাতাস...পাতা বিহীন কিংবা পাতা যুক্ত গাছ সুন্দর...ফুল-পাখী-গান-হাসি...নদী-সাগর-পুকুর কিংবা খাল সুন্দর...জীবন সুন্দর...আনন্দ সুন্দর...দুঃখ গুলো আরো সুন্দর...
অনন্তকাল না হোক, অনন্তত আরো বেশ কিছুটা দিন আমি বেচেঁ থাকতে চাই এমন সহ্য না করতে পাড়া সৌন্দযের্ মাঝে।
একদিন হাত ভর্তি হলুদ চুড়ি,বাসন্তী রং শাড়ী,খোপায় গাঁদা ফুল,কপালে লাল টিপ একেঁ তোমার হাতটি ধরে ছুটতে চাই।।ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে প্রান খুলে হাসতে চাই।।
একটিবার চোখ দিয়ে নয় প্রাণ দিয়ে দেখোতো--আমি কি সতি্যই বেঁচে আছি??পড়ন্ত সূর্যের লালীমা গায়ে মেখে অবনত লাজুক দৃষ্টিতে তোমার পানে তাকাই,তুমি আমার কপোলে আলতো করে ছুঁয়ে বলো যে সূর্য টা যে আজ তোমার চোখেই ডুব দিল.....জানো,আর খুব বেশি কিচ্ছু চাইনা আমার।।
তাই আজো সূর্যদয় দেখলে আরো ক'টা দিন বেঁচে থাকতে খুব লোভ হয়....।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: আলো আমার আলো ওগো, আলো ভুবন ভরা| আপনি আরো আলোকিত হোন
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১
শিখা আমিন বলেছেন: আরণ্যক আপনাকে ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৭
শিখা আমিন বলেছেন: কষ্ট গুলোও সুখের হয়