![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঝুম- নিস্তব্দ-নিশি...
ঝিঁ ঝিঁ পোকা ও অলুক্ষনে পেচাঁর একটানা আতর্নাদ--
রাতের গভীরতা আরো বাড়িয়ে দিয়েছে যেন,
কতটা গোভীর হয়েছে এ রাত কে জানে-হাতে ঘড়ি নেই।
আজ কাল নিদ্রাদেবীর দেখা পাওয়া দৈবাৎ ঘটনা।
নিদ্রাহীন ক্লান্ত দু'চোখ জেগে আছে আমারই সাথী হয়ে,
বোধকরি ওরা বাজি ধরেছে-চোখের পাতা আজ এক করবেনা।
নিশীথের আতর্নাদ ভংঙ্কর করুন....
বাইরে ভরা পূণির্মা তবু.....
চন্দ্ররানীও আমার প্রতি বিমুখ।
সে মেঘের সাথে মিতালী পাতায়ে-লুকোচুরি খেলছে।
স্মৃতিগুল যেন মোর পুরানো শত্তুর,
একে একে সবাই এসে ঘিরে ফেলেছে।
হৃদয়ের মনিকোঠায় একফালি হাসি দিয়ে--তোমার একটি ছবিও আছে
রাত জাগা ক্লান্তির মাঝে এ কেমন নির্মমতা?
তবে প্রকৃতিরও কি নেই কোন মমতা?
কত বিনীদ্র রজনী এমনই কাটিয়েছি----
জেগে রয়েছ একা একা।
©somewhere in net ltd.