![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হে জীবন আমি তোমাকে স্বাক্ষী করে বলছি-
আমি হত্যাকারী-তুমি স্বাক্ষ্য দেবে তোমার আদালতে।
আমি নিজ হাতে হত্যা করেছি আমার জন্মকে-
আমার স্বপ্নকে -আনন্দ হাসিভরা সোনালী দিনগুলো।
আমি ডানা ভেঙ্গে হত্যা করেছি ছোট্ট প্রজাপতির..
চোখ দুটো উপড়ে ফেলেছি সাদা পায়রাটির।
আমার জন্মদাতা পিতার লালিত আশা কে পায়ের তলায় পিষেছি
আমার গভর্ধারীনী মায়ের ইচ্ছা কে জ্যান্ত কবরে পুঁতেছি।
হে আমার জীবন আমি তোমাকে স্বাক্ষী করে বলছি-
আমি হত্যাকারী-আমার ফাঁসি চাই,
প্রমাণ আমি নিজেই-দ্যাখো এখনো আমার.....
হাতে,পায়ে,দাঁতে-এমনকি হৃৎপিন্ডেও রক্তের ধারা বইছে,
আমার চোখ ভাবলেশহীন শীতল।
আমি খুনী-হত্যাকারী--,আমি কাঁদতে চাই।
তখন আমি প্রেমিকা ছিলাম---
যখন হত্যা করেছি সাদাসিধে সরল মন কে।
এখন তোমাকে খুনের নেশায় প্রতিক্ষন পয়জন ঢালছি,
কারন এখন আমি স্ত্রী হয়ে গেছি।
তুমি আদালতে স্বাক্ষ্য দাও---
নাটকের তৃতীয় চরিত্রে প্রবেশের সুজোগ দিও না,
আর রক্তের বান আনতে দিওনা আমাকে।
আমি মুক্তি চাই-আমার ফাঁসি চাই
©somewhere in net ltd.