![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ লিখতে ইচছে হচছে অনেক কিছুই,তবে কোথা হতে শুরু করি বুজতে পাড়ছিনা। ভারত সার্থের জন্য গোপনে নিজের পড়িবারেরও সওদা করে,কিনতু আমাদের সরলতার এমন সুযোগ নেয়ার জন্য ওই দুই লাল বাঁদরদের সাথেও ব্যাবসা করলো? ওদের এমনতরো জয়ের লোভাতুর ছলাকলা দেখে চরম নির্লজ্জও আজ লজ্জা পেয়ছে বোধকরি।
আজ সারা বিশ্ব দেখেছে বাঙ্গালীর সততা....সরলতা,আরো দেখছে ভারত নামক এতবড় ভূখন্ডের জালিয়াতি আর কপটতা।।
এরা অহংকারের দম্ভে বাংলাদেশ কেন পৃথিবীর কাউকেই গন্য করে না,দুঃখের বিষয় হলো ওদের অভিবাভক আছে এবং তারা সর্বোপড়ি তাদের স্বার্থ বোঝ,আর আমার এই দুঃখী বাংলার অভিবাবহক নেই....তাই অধিকারটুকই পাইনা আবার স্বার্থ....!!!
চারদিক থেকে যে প্রকারে জালের পর জাল বিছিয়ে অবরুদ্ধ করছে সেক্ষেত্রে ক্রিকেট আর বাদ যাবে কেন???তবে অহংকারীর পতন আল্লাহ ঘটায় একটা প্রমান কোহেলীর লজ্জাজনক হার।।
একদিন পুরো ভারতকেও অহংকারের শাস্তি পেতেই হবে,বাংলাদেশও একদিন পূর্ন সততার সাথে বিশ্বকাপ নিয়ে ফিরিয়ে আনবে বাংলার পূর্ন সম্মান.....
২| ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৮:৩৮
শিখা আমিন বলেছেন: জ্বী,আমারও তাই স্বপ্ন।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ রাত ১:০০
ল্যাটিচুড বলেছেন: বঙ্গবন্ধুর দামাল ছেলেদের ১৯৭১ সালে কেউ দাবায়ে রাখতে পারিনি, আগামীতেও পারবেনা ....
একদিন পূর্ন সততার সাথে খেলে আমরা বিশ্বকাপ ছিনিয়ে আনবো।