![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাসফড়িং এর কোমল নীল রংআ পোষাকে কেমন মানিয়ছে তোমাকে আমি তার ব্যাখ্যা দিবনা,সোনালী সূর্যটা কে কেন কপালে একেছো প্রশ্নও তুলব না,তোমার হাত ভর্তি যেনো রামধনুর রং,সর্পিল ভঙ্গিতে হেঁটে যাওয়ার পথে ছন্দ তোলে বৃষ্টির রিমঝিম সুর.....আমার চোখ ভরা কেবলই মুগ্ধতা,আমার কল্প-আঙ্গিনায় অবিরল বিচরণ করে যাও....আমার না পাওয়ার কষ্ট গুলো আরো বাড়াও।
হয়তোবা কখনোই বলা হবে না চারটি বর্ণের একটি কথা,হয়তো হবে।।তবু তুমিই আমার সুখ,আমার দুখ ছুঁয়েছো তুমি আমার চোখের পাতায় বসে।নিঃশব্দ আমার মাঝে শব্দের জাল বোনো,আমার দিন রাত কে এক করে কথার ছন্দ তোলো।তোমার মাঝেই চন্দ্র আমার,সূর্যও পাই খুঁজে,আমার ব্যাথা-আকুলতা নাও না তুমি বুঝে।
দূরে আছো,থাকো দূরে।তবু তুমি জগৎ জুড়ে।
©somewhere in net ltd.