নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্ম এবং জীবন

শিখা আমিন

ভালো আছি...ভালো কি আছি?

শিখা আমিন › বিস্তারিত পোস্টঃ

আমরা কি আর ছাগল আছি?

২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯

শিরোনামটা সম্ভবত একটু অসম্মানজনক মনে হচ্ছে,কিন্তু কি করবো আমি?আমার কাছে এর থেকে উপযুক্ত শিরোনাম আর নেই।৩ টি সিটিকর্পোরেশন এর নির্বাচন শুরু হলো কিছুক্ষণ আগে,প্রার্থীগণ যে যার মত করে আমাদের স্বপ্ন দেখিয়ে মাতিয়ে রাখার নিরলস প্রচেষ্টার কোন অন্ত ছিলোনা।
তাদের এইসব জারীজুরি শুনে মনে মনে অনেক হেসেছিলাম আমি,কথা শুনে মনে হচ্ছিলো যেনো আগামি ২/৩ দিন পর থেকে বাংলাদেশে থাকবো না।এটা হবে এমন একটি দেশ যেখানে আলাদিনের চেরাগ দৈত্য অপেক্ষা করছে নগরপিতাদের আদেশ পালনের জন্য।তারা (নগর পিতাগন বলবেন " কুন" অমনি তা তৈরি।
আমার প্রশ্ন দেশ স্বাধীন হয়েছে আজ কত বছর হলো?এতদিনে আমরা কি করতে পেরেছি নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য?না কি এ পর্যন্ত যারা ক্ষমতাধর ছিলেন তারা ছিলেন অপর্দাথ?তাদের মাথায় ঘিলু নামক জিনিস ছিলোনা।তারা জানতো না একটা দেশ কিংবা একটা নগরউন্নয়ন কি করে করতে হয়?
নোংরামি যত্তসব,ও ভালো কথা নোংরামি কথায় মনে পড়ে গেলো এবারের প্রার্থীরা অনেক বুলী আওরে গেছেন কিন্তু আমাদের রাজধানী কিংবা শিল্পনগরী যে চট্রগ্রাম কে জানি এই নগরী গুলো যে মূত্র নগরীতে পরিনত হয়ে আছে সে বিষয়ে কেউ বললো না যে আমাদের স্বপ্ননগরী কে কেউ নিজ গৃহের শৌচাগর বানাতে পাড়বে না।এই যত্রতত্র মূত্রত্যাগ দেখে বহুদিন আমি মানষিক অশান্তিতে থেকেছি।এটাকে প্রতিহত করতে কারো মুখে কথা নেই,আজ প্রথম আলোয় সৈয়দ আবুল মকসুদ সাহেব লিখেছেন এ প্রসঙ্গে,ভালো লাগলো জেনে যে তিনিও ভেবেছেন।কিন্তু যাদের ভাববার কথা তারা কি ভাবছেন?তারা অবশ্যই ভাবছেন তবে মূত্রত্যাগ প্রতিহতের নয়,ত্যাগ কারীদের কথা।আহারে ওরা যদি প্রাকৃতিক চাপ থেকে হালকা নাই হতে পারে তবে ভোট টা দিবে কেন তাদের?আর এই হেন করেংঙ্গা তেন করেংঙ্গা জাতীয় বুলি তো প্রতি ৫ বছর পর পর একবার একমাসের জন্য দিতে হয় তো সমস্যা কি? যাক না ভেসে সব মূত্র গঙ্গায় কিংবা অহেতুক কাশাকাশিতে থু থু এর বানে ভেসে....ওনারা তো থাকবেন গ্লাস তোলা তাপ নিয়ন্ত্রিত গাড়ি তে।
আমি জানিনা যারা এভাবে কুকুর বেড়ালের মতো নিজেদের উলঙ্গ করে রাস্তার ধারে মূত্র ত্যাগে বসে পড়ে তাদের কি এতটুক লজ্জা নামক বস্তুটা মোটেও নেই?নাকি বাসায় টয়লেটের ব্যাবস্থা নেই?যদি বাসায় টয়লেট আলাদা নাই থাকে তাহলে বেড রুমেই ওটা সেরে আসতে পাড়ে,নিজের ঘর কে যদি নোংরা করতে না চান তাহলে আমাদের বাসস্থান কে কেন বাসের অযোগ্য করছেন?বহু কথিত শিক্ষিতজন রাস্তায় দাড়িয়েই মূহুর্তে নিজেকে নগ্ন করে অন্যকে প্রদর্শন করছেন,,কথায় কথায় ওয়াক থু থু করে আজন্মের কফ ফেলছেন যত্রতত্র।এরা কোন শ্রেনীর শিক্ষিত সেই প্রশ্ন আমাকে ক্ষত বিক্ষত করে।
অনুরোধ রইলো প্রকৃত বাংলাদেশীদের কাছে প্লীজ রাস্তায় দাঁড়িয়ে নিজেকে উলঙ্গ না করে নিজ নগরীকে পরিচ্ছন্ন রাখুন।।
আর আমাদের যারা ছাগল প্রজাতির মনে করছে এবং যাদের ধারনা আমাদের স্মরনশক্তি কম তাদের কে জানিয়ে দিন আমরা মানুষ এবং আমরা প্রতি ৫ বছর পর পর নতুন নতুন অহেতুক স্বপ্ন জোয়ারে একমাস ভাসতে চাইনা।একমাসের দেখানো স্বপ্নের বাস্তবতা চাই পরবর্তী ৫বছরে।নয়তো আলাদিনের দৈত্যকে আমরাই বলতে পাড়ি "কুন" এবং সৃষ্টি করতে পাড়ি নিজেদের স্বপ্ন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:২৫

চাঁদগাজী বলেছেন:


নগরের উন্নতি হয়েছে, মেয়র নমিনেশন যারা পেয়েছে, তারা হাজার কোটী ডাকাতী করেছে আগে, এবার লাইসেন্স নিয়ে করবে/

২| ২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ১০:০০

শিখা আমিন বলেছেন: হা....হা....হা ভাই যথার্থ বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.