![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহুদিন কিছু লেখা হয়নি,লেখা হয়নি কথাটা শুদ্ধ হবে না।লিখতে পাড়ছিনা, আমার হাত অসাড় হয়ে যায় লিখতে গেলে,মস্তিষ্ক আমাকে সায় দেয় না।কত কথাই না জন্ম নেয় প্রতিদিন জীবনের ভাজেঁ ভাজেঁ,লিখতে গেলে কোনো শুরুই পাইনা তাহলে শেষটা হবে কোথায়?
জীবনের সুন্দরগুলি যেনো হারিয়ে যায় ভুলে ভরা অশুদ্ধতায়।এখনতো চাঁদের জোৎস্নাকেও মনে হয় রাতের ঘুমের ব্যাঘাত ঘটায়।প্রতিদিনকার সকাল দেখে ভীত হই যে আরো একটি দিনের ঘানী আমাকে টানতে হবে।জীবন নামক সময়টা যেনো ফুরিয়ে যেতে ভুলে গেছে আমার তরে।
জীবন যুদ্ধে পরাজিত সৈনিক আমি,এখন একটু অবসর চাই....
©somewhere in net ltd.