![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকজ ঐতিহ্যের এক সমৃদ্ধ অঞ্চল হিসেবে জালালাবাদের পরিচিতি ও অবস্থান সর্বজন স্বীকৃত | গত শতাব্দীর প্রথম থেকেই সিলেট অঞ্চলের লোক সাহিত্য সংগ্রহের কাজ শুরু হয়, নিছক খেয়ালের খেলায়। প্রাথমিক পর্যায়ে উদ্যোগটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত। লোক সাহিত্য সংগ্রহ, সংরক্ষণ ও মূল্যায়নের কোন রূপ প্রতিষ্ঠানিক সুবিন্যস্ত সংস্থা না থাকার ফলে বহুদিন সিলেটের লোক সাহিত্য এজমালী ভাবে সংগৃহীত হয়েছে। ‘মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকায়, সংকলিত অধিকাংশ উৎপত্তি স্থল বৃহত্তর সিলেট, অথচ একথার উল্লেখ নেই গ্রন্থদ্বয়ে। ভিন্ন জেলার সংগ্রাহকদের কারণেই ঘরের জিনিস পরের হয়ে গিয়েছে। ‘বাংলা একাডেমী’ প্রতিষ্ঠার পর দেশব্যাপী লোক সাহিত্য সংগ্রহের কাজ শুরু হলে সিলেট অঞ্চল থেকেও সংগৃহীত হয়ে শতাধিক গীতিকা বারমাসী সহ অগণিত লোক সাহিত্যের মাল মসলা। এরই অংশ থেকে দশটি গীতিকা নিয়ে বাংলা একাডেমী থেকে গ্রন্থ হিসেবে সর্বপ্রথম প্রকাশিত হয়‘সিলেট গীতিকা’ (১৯৬৮)। এ ছিল সিন্দুতে বিন্দুর মত। এরই কারনে সিলেটের লোক সাহিত্যের সংগ্রহ সংরক্ষণে লালন ও বিকাশে এবং উৎকৃষ্টতা সাধনের জন্য একটি পৃথক সংস্থার প্রয়োজন অনুভূত হচ্ছিল। এ অনুভূতি থেকেই জালালাবাদ লোক সাহিত্য পরিষদ, সিলেট’ এর জন্ম।
এই সংস্থার প্রতিষ্ঠাতা ছিলেন সিলেটী লোক সাহিত্যের শ্রেষ্ট সংগ্রাহক চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষণ । ১৯৬৮ সনে তিনি প্রতিষ্ঠানটি গঠন করেন এবং প্রাথমিক দপ্তর স্থাপন করেন নিজ বাড়িতে দরগাহপুর গ্রামে। প্রতিষ্ঠালগ্নে সীমিত আর্থিক ক্ষমতার কারণে ইহাকে সাংগঠনিক রূপ দেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তবুও নিজ প্রতিষ্ঠানকে বৃহত্তর সিলেটের ঐতিহ্যমোদী, সংস্কৃতি সেবী জনগণের মধ্যে পরিচিত করার লক্ষ্যে ১৯৭৫ সনে সিলেটের পাঁচজন কৃতি মুহাম্মদ নুরুল হক, মোঃ মুসলিম চৌধুরী, আমীনূর রশীদ চৌধুরী, সূধীর চন্দ্র পাল, সয়ফুল আলম খানকে উপদেষ্টা মনোনিতক্রমে সাত সদস্যের একটি কার্য নির্বাহী কমিটি গঠন করেন। যাতে প্রতিষ্ঠানটি সার্বজনীন পরিচিতি পায় এবং কার্যধারা বিস্তৃত হয়। কার্যালয়কে নিজ গ্রাম থেকে নিয়ে আসেন জিন্দাবাজারস্থ তাঁর সুহৃদ জনাব মোহাম্মদ আব্দুর রহমান এডভোকেটের বাস ভবনে। কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ আব্দুল কাহির, সম্পাদক, চৌধুরী গোলাম আকবর সাহিত্য ভূষন এবং সম্মানিত সদস্য ছিলেন মোঃ আব্দুর রহমান এডভোকেট, মোঃ শফিকুর রহমান, হিমাংশু শেখর ধর, বোরহান উদ্দিন খান ও লতিফুর রহমান চৌধুরী। এরই কিছুদিনের মধ্যে গোলাম আকবর সাহেব অসুস্থ হয়ে পড়েন। শরীর মন উভয়ই ভেঙ্গে যায়। উৎসাহ থাকলেও কর্মক্ষমতা লোপ পেতে থাকে। ফলে প্রতিষ্ঠানটি সচল রাখা তার পক্ষে সম্ভব হয়নি। আর কেহ বৈষয়িক লাভহীন এ প্রতিষ্ঠানটির প্রতি কোন আগ্রহ প্রকাশ করেননি। যার দরুন পরিষদের কার্যক্রম স্থিমিত হয়ে যায়।
নব্বই দশকে ব্যক্তিগত উদ্যোগে পরিষদ সক্রিয় করার প্রচেষ্টা আবার শুরু হয়। ধীরে ধীরে পরিষদ সজীব, সতেজ হতে থাকে। ফলে এ পর্যন্ত চল্লিশ খানা গবেষনাধর্মী গ্রন্থ পরিষদ থেকে প্রকাশিত হয়েছেূ। কোন ধরণের সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া পরিষদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গিয়ে যথেষ্ট আর্থিক পীড়ন সইতে হচ্ছে, যা দেশ ও জাতির কল্যাণে একান্ত একক ভাবে। ব্যক্তিগত পর্যায়ে এতসব ক্ষুদ্র প্রয়াসের পরও কথা থেকে যায়, আমরা কি বৃহত্তর সিলেটের লোক সাহিত্যের সংগ্রহ, সংরক্ষণ ও মূল্যায়নের ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি লাভ করেছি? জবাব আসবে একটাই, না। অনেকের মতে সিলেটের লোক সাহিত্যের বিজ্ঞান ভিত্তিক আলোচনা গবেষণা তেমন অগ্রসর হয়নি। তাই আমাদের ভবিষ্যত কর্ম প্রবাহকে তত্ত্ব ও তথ্যের নিরিখে সেদিকে বিন্যস্ত করার লক্ষ্যে ও পরিষদ যাতে সিলেটের লোকজ সংস্কৃতির বিজ্ঞান ভিত্তিক লালন ও বিকাশে সুদৃঢ় ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে সংস্কৃতি মন্ত্রণালয়, বাংলা একাডেমী, বৃহত্তর সিলেটের জেলা পরিষদসহ সিলেটের ধনিক বনিক ও প্রবাসী সংস্কৃতিমুখী ঐতিহ্য প্রেমিক সুধীজনদের সুদূর প্রসারী অবদান থাকবে-এ প্রত্যাশাই রইলো।
সিলেটের লোক সাহিত্যের সংগ্রহ সংরক্ষণে লালন ও বিকাশে এবং উৎকৃষ্টতা সাধনে জালালাবাদ লোকসাহিত্য পরিষদের প্রকাশনা সমুহ:
সাধক কবি ভবানন্দ
চৌধুরী গোলাম আকবর, প্রকাশনা কাল: ১৯৭৮ ইং
সিলেটি নাগরী পরিক্রমা
চৌধুরী গোলাম আকবর, প্রকাশ কাল: ১৯৭৮ইং
মোহাম্মদ আশরাফ হোসেন সাহিত্যরত্নঃ জীবন ও কর্ম
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৮২ইং
প্রসঙ্গঃ লোক সাহিত্য
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৮৪ ইং
তুমি আমাদেরই লোক
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ১৯৮৫ইং
ঐতিহ্যের সোনালী অধ্যায়ঃ সিলেটের লোকসাহিত্য প্রসঙ্গে
সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশ কাল: ১৯৮৮ইং
লোক সাহিত্যের কথা
চৌধুরী গোলাম আকবর. প্রকাশ কাল: ১৯৮৮ইং
দেওয়ান আদম খাঁ
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৮৯
স্মৃতি অম্লানঃ চৌধুরী গোলাম আকবর স্মারক গ্রন্থ
সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশ কাল: ১৯৮৯ ইং
হবিগঞ্জের সাহিত্যাঙ্গন
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ১৯৯২ ইং
স্মারক গ্রন্থ ৯২
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৯২ ইং
শ্রীহট্ট সাহিত্য পরিষদের ইতিকথা
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ১৯৯৪ইং
সংবর্ধনা স্মারক
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৯৪ ইং
আভ্যিজাত্যে সিলেটি সমাজ-১ম
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৯৪ ইং
লোক সাহিত্যে সিলেট
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৯৫ ইং
মোঃ আশরাফ হোসেন স্মারক গ্রন্থ
হারুন আকবর, প্রকাশ কাল: ১৯৯৫ ইং
সুনামগঞ্জের সাহিত্যাঙ্গন
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ১৯৯৫ ইং
কর্মবীর আমিনুর রশীদ চৌধুরী
সৈয়দ মোস্তফা কামাল, প্রকাশ কাল: ১৯৯৬ ইং
জালালাবাদ লোক সাহিত্য পরিষদ স্মারক গ্রন্থ
হারুন আকবর, প্রকাশ কাল ১৯৯৬ ইং
মৌলভীবাজারের সাহিত্যাঙ্গন
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ১৯৯৭ইং
রাষ্ট্রভাষা ও একুশে প্রসঙ্গ
লেখক: চৌধুরী গোলাম আকবর
প্রকাশ কাল: ১৯৯৭ ইং
ময়মনসিং গীতিকা বনাম সিলেট গীতিকা
মুহাম্মদ আসদ্দর আলী, প্রকাশ কাল: ১৯৯৭ইং
জালালাবাদের সাংস্কৃতিক ঐতিহ্য
চৌধুরী গোলাম আকবর, প্রকাশ কাল: ১৯৯৮ ইং
সিলেটের ফোকলোর রচনাপঞ্জি
লেখক: নন্দলাল শর্মা
প্রকাশ কাল: ১৯৯৮ইং
ঝরা ফুলের পাঁপড়ি
এ.কে.এম.আব্দুল্লাহ, প্রকাশ কাল: ১৯৯৯ইং
আল ইসলাহ পত্রিকার মুসলিম চিন্তা চেতনা
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ২০০০ ইং
ইতিহাসের প্রেক্ষাপটে বালিশিরা পাহাড় আন্দোলন ও টিকরিয়া গ্রাম
মশহুদ ইকবাল, প্রকাশ কাল: ২০০০ ইং
জমিদার জপ্তানন্দের মুসলিম উত্তরাধিকার ব্রাক্ষনবাড়ী ব্রাক্ষনগ্রাম
চৌধুরী খালেদ আকবর, প্রকাশ কাল: ২০০১ইং
জীবন যেখানে ইতিহাস
হারুন আকবর, প্রকাশ কাল: ২০০২ইং
আকাদ্দস সিরাজুল ইসলাম প্রসঙ্গ ও অপ্রসঙ্গ
হারুন আকবর, প্রকাশ কাল: ২০০২ইং
সিলেটী নাগরী পরিক্রমা
চৌধুরী গোলাম আকবর, প্রকাশ কাল: ২০০২ ইং
তুমি রবে নীরবে হৃদয়ে মম
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ২০০২ইং
আকাদ্দস সিরাজুল ইসলাম স্মারকগ্রন্থ'
হারুন আকবর, প্রকাশ কাল: ২০০৩ ইং
মূল্যায়নের মানদন্ডে দানবীর রাগীব আলী
হারুন আকবর, প্রকাশ কাল: ২০০৪ইং
মোহাম্মদ হানিফ পাঠান: জীবন ও কর্ম
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ২০০৪ ইং
সিলেটের সাহিত্য সিলেটের মনীষা
হারুন আকবর, প্রকাশ কাল: ২০০৫ ইং
পরিচিতির আলোকে জালালাবাদ লোকসাহিত্য পরিষদ
হারুন আকবর ও নন্দলাল শর্মা , প্রকাশ কাল: ২০০৫ ইং
Ragib Ali :An Evaluation
Harun Akbar, Published: 2006
ঐতিহ্যর ধারক গোলাম মস্তফা চৌধুরী
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ২০০৬ ইং
চৌধুরী গোলাম আকবর রচনা ও সংগ্রহসম্ভার
নন্দলাল শর্মা, প্রকাশ কাল: ২০০৭ ইং
সিলেটের লোক সংগীত: ধামাইল
হারুন আকবর, প্রকাশ কাল: ২০০৯ ইং
আভ্যিজাত্যে সিলেটি সমাজ-২য়
হারুন আকবর, প্রকাশ কাল: ২০১০ ইং
সিলেটের পাঁচ মনীষা ও প্রাসঙ্গিক ভাবনা
আহমদ-উজ-জামান, প্রকাশ কাল: ২০১২ ইং
আপন আলোয় দুই দিকপাল
হারুন আকবর, প্রকাশ কাল: ২০১৩ইং
শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুল বারী সাফল্য ও উত্তরন
হারুন আকবর, প্রকাশ কাল: ২০১৩ইং
ব্রতচারী দার্শনিক দানবীর রাগীব আলী
আবদুল হাই জেহাদী , প্রকাশ কাল: ২০১৩ইং
©somewhere in net ltd.