নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত পাঠক

অদ্ভুত পাঠক › বিস্তারিত পোস্টঃ

ইতিহাসে ‘যত দোষ, সেনা ঘোষ’

২৮ শে মার্চ, ২০১৩ রাত ১০:২২

দেশপ্রেমিক ও দেশের জন্য নিবেদিতপ্রাণ সাধারণ, দলীয় রাজনীতি-নিরপেক্ষ সেনাসদস্যদের জন্য এর মনোকষ্টের আর কী হতে পার যখন সেনাবাহিনীকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে। সেনাবাহিনীর কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ নতুন নয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে, সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিষয়াদি যেমন, পদোন্নতি, পদচ্যুতি, বদলি কিংবা বিশেষ পদে নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক সরকারের সক্রিয় ইচ্ছা-অনিচ্ছার ক্রমবর্ধমান প্রতিফলন। এটি যে মিথ্যে নয়, তার প্রমাণ হল–যখনই সরকার পরিবর্তন হয়, তখনই বেশ কিছু সেনা কর্মকর্তা পদোন্নতি পান, গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পান কিংবা চাকুরি হারান।



শেখ মুজিবের রাজত্বে সেনাবাহিনীর সমান্তরালে গঠিত রক্ষীবাহিনী সশস্ত্র বাহিনী সমূহের বিকাশে অন্তরায় ছিল। পরবর্তীতে এই বাহিনী মানসিক ভাবে বিভক্ত হয়ে পড়ে। রাজনৈতিক এবং ব্যক্তি চেতনায় বিচ্ছিন্নভাবে অফিসাররা বহু রক্তক্ষয়ী অভ্যুত্থানের জন্ম দেন। এই বিক্ষুব্ধ সময়কালে সেনাপ্রধাণ জিয়াকে আমরা কঠোর হাতে বিদ্রোহসমূহকে দমন করতে দেখেছি। রক্ষীবাহিনীকে বিলুপ্ত করা হয়েছিল এবং মূলতঃ জিয়ার অক্লান্ত প্রচেষ্টায় একটি পেশাদারী আর্মির পত্তন হয়। জিয়া হত্যাকান্ডের মধ্য দিয়ে এই প্রচেষ্টায় ছেদ পড়লেও শেষ পর্যন্ত পেশা ও গণতান্ত্রিক বাংলাদেশেরই জয় হয়। ১৯৯০ এর গণঅভূত্থান ও পরের গণতান্ত্রিক ধারাবাহিকতায় তার প্রমাণ মিলে। আমরা চাই তারা কারো পোষা বিড়ালের ভূমিকাও নেবে না, অকারণে বণ্য বিড়ালেও পরিণত হবে না। আমাদের মনে রাখতে হবে ক্ষমতা কুক্ষিগত রাখার অপরাজনীতি দলীয়করণের হিংস্র ছোবলে আমাদের জনপ্রশাসন, পুলিশ ও বিচার বিভাগকে মুমূর্ষ করে ফেলেছে। তারা সেনাবাহিনীতেও ছোবল দিতে কুন্ঠিত হবে না।



সেনাবাহিনীতে অবশ্যই অনেক মেধাবী, বিদ্বান, সুবিবেচনাবোধসম্পন্ন ও সচেতন মানুষ আছেন। তাছাড়া আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বাহিনীর বেশির ভাগ সদস্যই প্রকৃত দেশপ্রেমিক। তাদের প্রতি অসীম শ্রদ্ধা রেখেই বলছি, সেনা-নেতৃত্বে থাকা কতিপয় হাঁটুবুদ্ধির মানুষ যদি মনে করে দেশের সবার বুদ্ধিবৃত্তিক মান তাদের মতই, তবে সেটি হবে চরম নির্বুদ্ধিতা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রচলিত কথা ‘যত দোষ, সেনা ঘোষ’, কিংবা সেনাবাহিনীই সেই ‘কেষ্টব্যাটা’! !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.