![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোনার তরী কবিতা নিয়ে কত কথাই না শুনছি জীবনে। আর প্রতীকী রুপ আলাদা, আবার কবিতার কথা আলাদা। নানা গুনিজন নানা ভাবে কবিতাটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তবে কেউ সম্পূর্ণ সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেন নি। অবশেষে আমি পারলাম । এইবার নোবেল আমিও পাব :> :> :#> । তাহলে আর কথা না বাড়িয়ে ব্যাখ্যায় চলে যাই।
মূল ঘটনাঃ একটি ছোট ক্ষেত। চারপাশে প্রবল স্রোতের বিস্তার।সেখানে বসে আছেন এক কৃষক, যিনি সারা বছর কষ্ট করে সোনালী ধান ফলিয়েছেন। এখন তিনি অপেক্ষা করছেন, সেই ধান নিয়ে । হটাৎ করে তিনি দেখতে পেলেন ,এক মাঝি আসছেন। তিনি ভাবলেন হয়তো তিনি তাকে চিনেন ,নাহ কাছে আসার পর তিনি বুঝলেন আসলে তিনি তাকে চিনেন না।সেই মাঝের কাছে তিনি তার সব সোনালি ফসল তুলে দিলেন। তারপর তিনি যখন উঠতে চাইলেন। তাকে নেওয়া হলনা, নৌকায় জায়গা ছিলনা। তিনি দুঃখ ভারাক্তান্ত মনে অপেক্ষায় রইলেন কোন কিছুর একটা অপেক্ষায়
রবীন্দ্রনাথ যেটি বোঝাতে চেয়েছেন ঃ আসলে কৃষক টি ছিল বঙ্গবন্ধু , তিনি সারাজিবন সাধনা করে সোনার ফসল, অর্থাৎ এই দেশের স্বাধীনতা অর্জন করেছেন।মাঝি হল যুদ্ধাপরাধী। এই দেশের স্বাধীনতার সুফল তিনি তুলে দিয়েছেন যুদ্ধাপরাধীদের হাতে, তাও আবার নৌকা ভরে।কিন্তু তাকে ভোগ করতে দেয়নি কিছুই, বরঞ্চ তাকে রেখে এসেছে কবরে। এখন যুদ্ধাপরাধীরা বসে স্বাধীনতার সুফল ভোগ করছে বা করে করে ফেলেছে। আর বঙ্গবন্ধু অপারে বসে অপেক্ষা করছেন , কবে এদের বিচার হবে
বর্তমান আওয়ামী নেতাদের বক্তব্য শুনে আমার মাথায় এই চিন্তা আসলো
আর রবীন্দ্রনাথ কালজয়ী লেখক। উনি আগেই বুঝতে পেরেছিলেন, এমন কিছু একটা হবে। তাই ঘটনা ঘটার অনেক আগেই তিনি এমন একটা কালজয়ী কবিতা লিখতে পেরেছিলেন
আমারে এই মহান আবিষ্কারের জন্য নোবেল দেওয়া যায় কিনা। সেই টা আপনারাই বিচার করেন
২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন:
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
খালেদ পাভেল বলেছেন: চোখ অমন করেন কেন ভাই
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
খালেদ পাভেল বলেছেন: চোখ অমন করেন কেন ভাই
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১০
আদরসারািদন বলেছেন: আইজকাই দিমু। দারাণ এওয়ার্ডের জায়গাখান খুজতে হবে। :#> :!>
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
খালেদ পাভেল বলেছেন: তারাতারি খুজেন
৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮
ভিটামিন সি বলেছেন: নুবেল ডা আফনারই প্রাপ্য। আপনার আর কি কি যোগ্যতা আছে? সাদা ওয়াইন খান? না খাইলে খান, আচরাফের কাছ থেকে একটা চারিত্রিক সার্টিফিকেট নিয়া আহেন। দিয়া দিমু।
৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
খালেদ পাভেল বলেছেন: Ok vai, dekhi chesta koira sada pani khaite pari kina
৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০০
মাক্স বলেছেন: আইচ্ছা দ্যাখতাছি
১০| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
প্রকৌশলী আতিক বলেছেন: ভিটামিন সি বলেছেন: নুবেল ডা আফনারই প্রাপ্য। আপনার আর কি কি যোগ্যতা আছে? সাদা ওয়াইন খান? না খাইলে খান, আচরাফের কাছ থেকে একটা চারিত্রিক সার্টিফিকেট নিয়া আহেন। দিয়া দিমু।
এত ছোট মন মানসিকতা নিয়া চললে কেমনে হবে? কোথায় আপনি উনার হাগুকে সোনার সাথে তুলনা করবেন, আর কোথায় স্বাধীনতাকে তুলনা করেছেন। এভাবে চললে পেমেন্ট হবেনা।
১১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৯
খালেদ পাভেল বলেছেন: Dekhen
১২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
খালেদ পাভেল বলেছেন: Payment chaina, nobel chai. Amar soto vai nobel niya khelte chay
১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
খালেদ পাভেল বলেছেন: Payment chaina, nobel chai. Amar soto vai nobel prize niya khelte chay
১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩
আল ইফরান বলেছেন: এতোদিন কুতায় ছিলেন দাদা, বুকে আসেন
নুবেলটা এই বছরে আপনাকেই দিতে হপে, কিন্তু আচরাফ তো আপনার থাইকা বেশী ওয়াইন আর সান্ডুচ খায়া ফেলছে,
সো টোকেন নিয়া লাইনে দাড়াতে হপে এই বছর
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
খালেদ পাভেল বলেছেন: Amar taile ki hobe?
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৭
খালেদ পাভেল বলেছেন: