![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের আবেগ কে ব্যাবহার করে এই দেশের স্বার্থপর রাজনৈতিক দলগুলো তাদের অনেক কাজ ই হাসিল করে নিয়েছে। এইবার আসুন এই জনমত কে ঘিরে শাহাবাগকে ঘিরে যেই আবেগ সাধারন মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তাকে পুজি করে এমন কিছু করার যাতে এই দেশ এগিয়ে যেতে পারে, হাজার হাজার মানুষের মনে আজ যেই দেশপ্রেম জেগেছে, সেই দেশপ্রেম কে অবলম্বন করে আজ নতুন ইতিহাস সৃষ্টি করি।
দেশে আজ রাজনীতির দুটি ধারা, এই ব্যাপারে অন্তত কারো কোন দ্বিমত নেই যে ( দালাল শ্রেণী ছাড়া ) বাংলাদশের রাজনীতির এই প্রধান দুটি ধারাই জন ক্ষতিকর। একটি ধারা দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খায়। অন্যটি ও বেশী খারাপ আর আমি কম খারাপ তাই আমাকেই বেছে নাও, এই মূলনীতিতে চলে, আরও কিছু ধারা আছে যেমন সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী ধারা মুলত যার বিরুদ্ধে আজ সবাই ঐক্যবদ্ধ। আরেকটি ধারা রয়েছে সুবিধাবাদী ধারা।
কাদের মোল্লার ফাসি দেশের জন্য খুব প্রয়োজন, কিন্তু আজ দেশে মাত্র এক জন কাদের মোল্লা নেই, রয়েছে হাজার হাজার কাদের মোল্লা। সব কাদের মোল্লাদের নিধন প্রয়োজন , প্রয়োজন আগামিদিনের কাদের মোল্লাদের সমূলে উৎপাটন। আর এই জন্য প্রয়োজন নতুন রাজনৈতিক ধারা, এতদিন মনে হয়েছে এইটা বুঝি আর সম্ভব না।কিন্তু শাহাবাগ আমার সেই ধারনা ভুল প্রমান করেছে, মেধাবীরা দেশ চালাবে এই স্বপ্ন এখন বাস্তব মনে হচ্ছে। প্রতিটি বড় ঘটনাই একটা নতুন ধারা সৃষ্টি করতে সক্ষম। ''আল্লাহর মাল আল্লায় নিছে , আমার কিছু করার নাই ''অথবা হকার এবং হ্যাকার এর মধ্যে পার্থক্য বুঝতে না পারা মন্ত্রি আমরা আর দেখতে চাইনা। আর এইটাই উপযুক্ত সময় নতুন একটি ধারার ঘোষণা করার, শাহাবাগ থেকেই আসুক সেই ঘোষণা, কারন , এই দেশপ্রেম আজ শুধু শাহাবাগ কেন্দ্রিক নয় এই আন্দোলন আজ বাংলাদেশের ৬৪ জেলায় পালিত হওয়া আন্দোলন। এছাড়া দেশের বাইরেও আজ এই ব্যাপার নিয়ে প্রবাসীরাও ঐক্যবদ্ধ। এই শাহাবাগ এর মঞ্চ হতেই বের হয়ে আসুক কোন নতুন এক নেলসন ম্যানডেলা। শাহাবাগ থেকেই যোগসূত্র সৃষ্টি করা হোক বাকি জেলাগুলোতে। সামনের সপ্তাহে দেশের ৬৪ জেলার মানুষ একত্রিত হোক শাহাবাগে। সারা দেশকে সাক্ষী রেখে ঘোষণা করা হোক সেই কাঙ্খিত তৃতীয় শক্তি। বৈদেশিক সমর্থন আদায় এর দায়িত্ব ছেড়ে দিন আমাদের প্রবাসি দেশপ্রেমিক ভাইদের কাছে, দেশের দেশপ্রেমিক শিল্পপতিরা অবশ্যই দেশের এই ইতিহাস সৃষ্টির সময়ে আমাদের পাশে থাকবে বলেই আমার ধারণা। শাহাবাগ হোক ১৯৭১ এর মুজিবনগর,। কাদের মোল্লার ফাসি তো হবেই, ভবিষ্যতে আর কোন কাদের মোল্লার বিচারের জন্য আমাদের যেন রাস্তায় নামতে না হয়, আদালতেই যেন সুবিচার হয়ে যায় , সেই সময় আনার এখনি সময়।
যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা ওই সব ক্ষমতা লোভীদের হাতে থাকবে আমাদের কোন মুক্তি নেই, জনগণ এইবার জেগে উঠেছে। এখন এই দেশ জেগে উঠবে। অবিচার আর ধান্দাবাজির রাজনীতিতে মানুষের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখনি সময় ক্ষমতা গনতান্ত্রিক উপায়ে তাদের কাছেই তুলে দেওয়ার যারা দেশের জনগণকে শুধু বক্তৃতার মঞ্চে নয় বরং সবসময় ভালোবাসে
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২
সুফিয়া বলেছেন: আমার তো মনে হয় মুজিব নগর হওয়ার তেমন বাকী নেই। গত শুক্রবার যখন শপথবাক্য পাঠ করানো হচ্ছিল তখন আমার বার বার একথাটাই মনে হচ্ছিল। মনে হচ্ছিল আজকের প্রজন্ম নতুন মুজিব নগর গড়ে নতুন একটি সংগ্রামের জন্ম দিল বাংলাদেশে।
ধন্যবাদ।