![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতার কাছে যারা সবসময় পরাজিত তাদের উৎসর্গ করলাম আমার এই কবিতা।
''আজো যে আমার গোলাপ কেনা হোলনা''
গোলাপ দোকান থেকে গোলাপ কিনছে কতিপয় যুবক
হটাৎ করেই যেন বক্তৃতা দিবার নেশা পেয়ে গেল
" আজকালকার ছেলেমেয়েরা সব শেষ হয়ে যাচ্ছে
সব গেল, দেশটা যেন রসাতলের সুড়ঙ্গপথ খুজে পেল"
এত দাম দিয়ে ফুল কিনবার কিইবা আছে দরকার
কেনইবা যুগল ভ্রমণ নিয়ে সবার এত মাতামাতি
এসব কিছুই ঢুকেনা আমার মাথায়, এত অভাব, এত অনাহারী
আর এখানে ফুলের দোকানে এত ভিড়, আজব তেলেসমাতি
এসব ভেবে আমার কি লাভ সব ফালতু বরং আমার শুন্য ব্যালেন্স এর মোবাইলে কিছু টাকা ভরে নিয়ে আসি
ওমা এখানেও দেখি আজ বিশাল ভিড়, আজ নাকি মুঠোফোনে হবে
রাত্রিযাপন, হবে আদিখ্যেতা , বলা হবে ভালোবাসি শুধু ভালোবাসি
বিরক্ত চিত্তে ফিরে এলাম বাসায়, খেয়ে দেয়ে দ্রুত নিদ্রার আশায়
মাঝরাতে হটাৎ ভেঙ্গে গেল ঘুম দেখি অশ্রুসিক্ত নয়ন আমার
এ বছরেও যে কারো সাথে মুঠোফোনে আদিখ্যেতা করা গেলোনা
২১ টি বসন্ত ফুরালো, আজো যে আমার গোলাপ কেনা হলোনা
©somewhere in net ltd.