![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুগের হাওয়ায় কত কিছুই না পালটায়, ঠিক তেমনি করে পালটে গেছে শহীদের সংজ্ঞা। আজকাল অনেক ভাবেই শহীদ হওয়া যায়, নিচে তার কয়েকটি উপায় বর্ণনা করা হল।
১। ধর্মযুদ্ধ ঃ এটি শহীদ হবার অনেক পুরনো পদ্ধতি। যেই ধর্মের অনুসারী আপনি, সেই ধর্ম প্রচার এবং প্রসার করার স্বার্থে যদি আপনাকে যদি যুদ্ধ করতে হয়, এবং আপনি সেই যুদ্ধে মারা যান তাহলে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন। তবে এটি প্রায় এখন বিলুপ্ত পদ্ধতি। ( ইদানিং সুশীল সমাজের কাছে এরা মৃত্যুর পর শহীদ না বরং জঙ্গি নামে অধিক পরিচিতি লাভ করেন।)
২। দেশের জন্য যুদ্ধ ঃ এটি প্রায় ধর্ম যুদ্ধের মতই পুরনো একটি পদ্ধতি। আপনার দেশকে স্বাধীন করার জন্য অথবা দেশের স্বার্থ রক্ষা করার জন্য জীবন দেন তাহলে আপনি শহীদ বলে গণ্য হবেন। তবে আপনি অন্য যে দেশের বিপক্ষে যুদ্ধ করবেন তাদের কাছে পরিচিত হবেন সন্ত্রাসী নামে
৩। রাজনীতি করার মাধ্যমেঃ এটি সর্বাধিক প্রচলিত অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি। আমি নিজেই এই পদ্ধতির অত্যন্ত বড় একজন ভক্ত। আপনাকে যেকোনো একটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় রাজনীতি করতে হবে ( দলটিকে অবশ্যই প্রভাবশালী হতে হবে )। তারপর যা খুশি তাই করেন, মারেন ,কাটেন, রূপসী নারীদের সাথে সারপ্রাইজ সেক্স ( সানি লিয়নের মতে ) অথবা ধর্ষণ যা মনে চায় তাই করেন। কিন্তু কথায় আছে পাপ তার বাপ কেও ছাড়েনা। তাই হয়তো বিরোধীদলের কারো হাতে হয়তো একদিন ধরা পরে আপনার ইহলীলা সাঙ্গ হবে। সেদিন আপনার দলের লোক আপনাকে শহীদ বলে ঘোষণা করবে। কয়েকদিন পর আপনার নামে প্রতিষ্ঠা হবে শহীদ কুদ্দুস একাডেমী বা শহীদ কুদ্দুস এতিমখানা। আপনি ইতিহাসের পাতায় ঠাই করে নিবেন
৪। কপালের জোরেঃ ধরেন কোন একটি মিছিল চলছে। আপনি বিরিয়ানি কিংবা নগদ ২০০ টাকার লোভে সেখানে গেলেন। কি নিয়া মিটিং কিসের মিটিং আপনি কিছুই জানেন না। কিন্তু আপনার কপাল খারাপ কই থেকে যেন একটা বুলেট আপনার শরীরে এসে লাগলো।
। ব্যাস আপনি কোন দলের লোক তা নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আর আপনি হয়ে যাবেন শহীদ।
৫। মানবতাবাদী হয়ে ঃ এর জন্য আপনাকে কঠোর ভাবে সুশীল হতে হবে। এবং অনেক বড় বড় বই পরতে হবে এবং ভাব নিতে হবে আপনি আছেন বইলাই পৃথিবীতে মানবতা টিকে আছে। তারপর অন্যর মতামত কে বালছাল বলিয়া নিজেকে সবার উপরে উপস্থাপন করিতে হইবে। যাকে খুশি অপমান করবেন, যা মনে চায় তাই বলবেন, তারপর নিজেকে নিরপেক্ষ দাবি করিয়াও তলে তলে বিশেষ একটা গোষ্ঠীর সাফাই গাইবেন। এর পরিনাম যদি এমন হয় যাদের বিরুদ্ধে সাফাই গাইলেন তাদের মধ্যে অতি উৎসাহী কেউ যদি আপনাকে কুরবানি করিয়া দেয়। তাহলে আপনিও শহীদ হইতে পারবেন।
তবে অতি দুঃখের ব্যাপার এই যে আপনি মরার পরে শহীদ হলেন নাকি কি হলেন সেইটা আপনি কোনদিনও জানিতে পারবেন না
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৪
নিয়েল ( হিমু ) বলেছেন:
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২২
খালেদ পাভেল বলেছেন: শহীদ হলেন নাকি ?
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৫
খালেদ পাভেল বলেছেন: নিয়েল ( হিমু ) শহীদ হলেন নাকি ???
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭
অপরিচিত অতিথি বলেছেন: khub e true kotha
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩০
বাকরুদ্ধ আমি বলেছেন: +
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
িবদ্রহী বলেছেন: খালেদ পাভেল বলেছেন: নিয়েল ( হিমু ) শহীদ হলেন নাকি ???
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
খালেদ পাভেল বলেছেন: Aei lekha lekhar por ki tag pabo, seitai vabtasi
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
আঠারো বছর বয়স বলেছেন: ১। ধর্মযুদ্ধ ঃ এটি শহীদ হবার অনেক পুরনো পদ্ধতি। যেই ধর্মের অনুসারী আপনি, সেই ধর্ম প্রচার এবং প্রসার করার স্বার্থে যদি আপনাকে যদি যুদ্ধ করতে হয়, এবং আপনি সেই যুদ্ধে মারা যান ( তাহলে আপনি শহীদের মর্যাদা লাভ করবেন। তবে এটি প্রায় এখন বিলুপ্ত পদ্ধতি। ( ইদানিং সুশীল সমাজের কাছে এরা মৃত্যুর পর শহীদ না বরং জঙ্গি নামে অধিক পরিচিতি লাভ করেন।)
আপনার কি মনে হয় দেশে জঙ্গী সংগঠন গুলো ধর্ম প্রচার করে? এভাবে বোমা মেরে খুন রাহাজানি করে ধর্ম প্রচার? ইসলাম ধর্ম কি এরকম শিক্ষা দেয়? পাকিস্থানে যে জঙ্গীদের প্রজননকেন্দ্র তারা কি স্রেফ ধর্ম প্রচারের জন্যই আত্নঘাতী বোমা হামলা গুলো করে থাকে?
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২
খালেদ পাভেল বলেছেন: Nare vai. Dhormer jonno ajkal ar keu sohid hoyna, seijonnoito bollam bilupto hoye gese aei poddhoti.
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১১
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
শহীদ হইতে চাই! কিন্তু জানুম না শহীদ হইসি কিনা!!
১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯
খালেদ পাভেল বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: শহীদ হইতে চাই! কিন্তু জানুম না শহীদ হইসি কিনা!!
১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩
হাবিব০৪২০০২ বলেছেন: +++
১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
খালেদ পাভেল বলেছেন: Porar jonno dhonnobad
১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
নিয়েল ( হিমু ) বলেছেন: সমস্যাটা ঠিক কৈ আপনার সুনি ?
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩৪
খালেদ পাভেল বলেছেন: Amar kono somossa nai
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০
নিয়েল ( হিমু ) বলেছেন: রাজিব রে শহীদ ডাকলে আপত্তি আছে ?
১৮| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭
খালেদ পাভেল বলেছেন: Rajib keno. Sojib ,ojib, kujib ba jekono dhoroner jib ke sohid bolleo amar kono apotti nai
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
খালেদ পাভেল বলেছেন: