নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালেদ পাভেল

গণতন্ত্রে বিশ্বাস করিনা

খালেদ পাভেল › বিস্তারিত পোস্টঃ

সাইদির বিচার ও একটি পরিবার।

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:০৩

সাইদির বিচার এর পরে আমার বাসার মানুষ গুলার প্রতিক্রিয়া ছিল এই রকম

আমার নানি ঃ উনি রায় প্রদানের দিন নফল রোযা রেখেছেন, সারাদিন কান্নাকাটি করেছেন, রায় ঘোষণার পর উনি সারাদিন নিশ্চুপ ছিলেন কিছু খাননি এর একটা কথাই বলছিলেন, কেয়ামত খুব কাছেরে, কেয়ামত খুব কাছে।



আমার ছোট বোন ঃ এই বারের এস এস সি পরীক্ষার্থী,। ফাসির রায় এ অনেক খুশি । তার মতে রমজান মাস আসলেই নাকি সাইদির ওয়াজ শোনা সব জায়গায় বেড়ে যায়। এই বেগবেগানি তার মোটেও ভালো লাগেনা। তার মতে মরলে খুব ভালো হয়।



আমার মামা ঃ " সবই ক্ষমতারে ভাইগ্না সবই ক্ষমতা , ক্ষমতা থাকলে চোর রেও সাধু আর সাধু রেই চোর বানানো যায় "



আমার আম্মু ঃ " যত সব ইতরামি এই সব, দেশ যায় ডুইবা আর সব আছে দেশের বৈঠার কি রঙ করবো হেইডা লইয়া, আর আহিশ আওয়ামী লীগের মানুষ ভোট চাইতে, খুন্তি দিয়া ছেঁকা দিমু একেক টারে "



আমার আব্বু ঃ যাক। দেরীতে আসলেও বিজয় এসেছে ,।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১১

ফারজানা শিরিন বলেছেন: সৎ সাহসের জন্য ধন্যবাদ ।
আমাদের বাসার সবাই :| কারণ দেশের এই অবস্থায় হাসি যে আসে না !

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৫

এম এম হোসাইন বলেছেন: অনেকের ফেমিলীতেই এই অবস্থা!!

৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২০

খালেদ পাভেল বলেছেন: কেউ বিশ্বাস করুক আর নাই করুক, দেশের মানুষ আজ কিন্তু দ্বিধান্বিত। কোথাও ঐক্য নেই

৪| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৩

আখিলিস বলেছেন: আপনার কথা বললেন না?

৫| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৪

খালেদ পাভেল বলেছেন: এই রায় সম্পূর্ণ সঠিক, কিন্তু বেঠিক লোকেরা সঠিক কাজ করলেও মানুষ তাকেও বাকা চোখে দেখে, সমস্যাটা এখানেই

৬| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৫

যোগী বলেছেন: আমাদের এলাকার মোটামুটি সবাই সাঈদীকে ভন্ড হিসাবেই জানি।

অনেক অনেক আগে আমাদের ধরনা এরকম ছিলনা।
ধরনাটা পরিবর্তন হয়েছে সেই সময় যখন আমরা এলাকার মাদ্রাসায় ওয়াজ-মাহফিল করার জন্য সাঈদিকে অনুরোধ জানিয়েছিলাম।
আর সে ১০০০০ টাকা দাবি করেছিল সাথে একটা এসি গাড়ী দিয়ে তাকে নিয়ে যেতে হবে আর স্টেজ থেকে নামার পরে আবার তাকে সেই গাড়িতেই পৌছে দিতে হবে।

তখন আমরা এলাকা বাসী জানতামই না যে গাড়িতে এসি থাকে। আর টাকার পরিমানটাও ছিল আমাদের কাছে অনেক।

৭| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৬

খালেদ পাভেল বলেছেন: আমি নরমপন্থী মানুষ, বলার চাইতে শুনতেই বেশী পছন্দ করি

৮| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৬

খালেদ পাভেল বলেছেন: আমি নরমপন্থী মানুষ, বলার চাইতে শুনতেই বেশী পছন্দ করি

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৭

খইকাঁটা বলেছেন: আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাক ছাড়া আমাদের আর কিছু করার নেই

১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩০

খালেদ পাভেল বলেছেন: মানুষ কখনো কখনো খারাপ মানুষকেও ভালোবাসে , মানুষটার হয়তো সবকিছুই ভণ্ডামি ছিল মিথ্যা ছিল তবে তার প্রতি কিছু কিছু মানুষের ভালোবাসা অবশ্যই সত্য

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩২

খালেদ পাভেল বলেছেন: খইকাঁটা বলেছেন: আল্লাহর সাহায্যের অপেক্ষায় থাক ছাড়া আমাদের আর কিছু করার নেই

১২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫২

খালেদ পাভেল বলেছেন: মানুষ কখনো কখনো খারাপ মানুষকেও ভালোবাসে , মানুষটার হয়তো সবকিছুই ভণ্ডামি ছিল মিথ্যা ছিল তবে তার প্রতি কিছু কিছু মানুষের ভালোবাসা অবশ্যই সত্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.