![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে সকালে একটা কাজে প্রতিবেশীর বাসায়গিয়েছিলাম, আমাদের প্রতিবেশীর একটা সুন্দর বাচ্চা আছে, বয়স সম্ভবত ৩ বা সাড়ে ৩ বছর। আমি একটু পত্রিকা দেখছিলাম। এমন সময় এক ভিক্ষুক এলো, সে তার ভিখারি গলায় বলতে লাগলো " আল্লারস্তে কিছু সাহায্য করেন গো মা " আমার প্রতিবেশী মহিলা দিবার জন্য মোটামুটি এক বাটি চাল দিলো তার বাচ্চা সুশীলা কে, যেন সে ভিক্ষুক কে চালগুলো দিয়ে আসে, সুশীলা যথারীতি গেল এবং কিছুক্ষন পর ফিরেও আসলো, কিন্তু অর্ধেক বাটি চাল ফিরত নিয়ে আসলো, তারপর তাকে আমি জিজ্ঞেস করলাম, তুমি চাল ফিরিয়ে এনেছ কেন ? উত্তরে আমাকে বলল, সব দিয়ে দিলে আমাদের কম পরে যাবে, তাই অর্ধেক দিয়ে আমি অর্ধেক ফিরিয়ে নিয়ে এসেছি। কথাটা শোনার পর আমি কিছুই বললাম না, প্রতিবেশীর বাসায় আরেক মহিলা ছিল ,তিনি বলে উঠলেন, বাহ ভাবি আপনার মেয়েতো খুব লক্ষ্মী, খুব ভালো ঘরণী হবে। আপনার আর কোন সমস্যা রইলনা।
আমি ভাবতে থাকলাম এই পৃথিবীর কি হবে ? মাত্র ৩ বছরের একটা শিশু যদি নিজের স্বার্থ এত বেশী বুঝে তাহলে এই পৃথিবীর আসলেই কি কোন ভবিষ্যৎ আছে ? যেই বয়সে তাদের থাকা উচিৎ সরল, নিষ্পাপ। তারা কিনা সেই বয়সেই স্বার্থপরতার মন্ত্র শিখে ফেলল। আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি,আমরা মানবতাহীন শুধু স্বার্থের পিছনে ছুটে চলা নিষ্ঠুর উত্তরসূরিদের রেখে যাচ্ছি নাতো?
আজকের শিশুদের মধ্যে সেই শিশুসুলভ চাহনি নেই।রাস্তায় একটা অসহায় কুকুরের লাশ দেখলে, শিশুদের চোখ আগে জলে ভিজে যেত,আর এখন পঙ্গু কোন লোক দেখলেও তাদের কোমল মনে একটুও কষ্ট লাগেনা। বরং থুথু ছিটিয়ে পাশ কাটিয়ে চলে যায়।
এর জন্য কারা দায়ী? আমরাই। আমরাই সেই বাচ্চা বয়স থেকেই তাদের ভালো মন্দ শিখাবার নাম করে শুধু নিজের ভালো কিভাবে হবে সেটাই শিখাই,শিখাতে থাকি স্বার্থপরতার সকল মন্ত্র সকল সুত্র। আমরা কি একবারও ভেবে দেখিনা যে মানুষ করার নামে আমরা যে আমাদের শিশুগুলোকে আসলে অমানুষ করে গড়ে তুলছি।
যদি তাই হয় নিজেকে শিশুর মত নিষ্পাপ হিসাবে তুলনা করার আগে একবার ভেবে দেখবেন নতুন প্রজন্মের শিশুরা কি আসলেই নিষ্পাপ ??????
২| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২২
জাওয়াদ তাহমিদ বলেছেন:
এর জন্যে স্বার্থপর বাবা-মা রাই দায়ি।
৩| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪
কালা মনের ধলা মানুষ বলেছেন: বাচ্চা দের দোষ কি? তারা তো শিখছে পরিবার আর চারপাশের জগত থেকে !!
৪| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
খালেদ পাভেল বলেছেন: নতুন প্রজন্মের শিশুরা কি আসলেইনিষ্পাপ ??????
৫| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৮
খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না
৬| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না
৭| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯
সোহানী বলেছেন: বলেন কি?? এভাবে তো ভাবিনি...
৮| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৩
খালেদ পাভেল বলেছেন: সোহানী বলেছেন: বলেন কি?? এভাবে তো ভাবিনি... -- vaben
৯| ১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৬
খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৬
খালেদ পাভেল বলেছেন: ভয়ঙ্কর