নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালেদ পাভেল

গণতন্ত্রে বিশ্বাস করিনা

খালেদ পাভেল › বিস্তারিত পোস্টঃ

হায়রে গায়ের ফর্সা রং

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭

অবাক লাগার মতই কথা, এক লোভ দেখিয়ে আর কতবছর মুনাফা অর্জন করে যাবে মুনাফা লোভীরা।সেই ছোট কাল থেকে দেখে আসতেছি, মাত্র ৪ সপ্তাহে নাকি মুখ হবে দুধের মত ফর্সা। এই ৪ সপ্তাহকে আমার সাহারা খাতুনের ৪৮ ঘণ্টার মতই মনে হয়, সেই ছোট বেলা থেকেই দেখছি আমার আম্মু , খালা, নানি ,ফুফু, সবাই এই রং ফর্সাকারী ক্রিম ব্যাবহার করছে, ক্রিম কিনতে কিনতে আমার আব্বার,নানার,ফুফার সবার চুল ফর্সা হয়ে গেল কিন্তু আমার আম্মু,নানি,খালা ,ফুফু একটুও ফর্সা হল না ।তারা কিন্তু নিয়ম অনুযায়ী দিনে ২ বার ব্যাবহার করে। কোম্পানিগুলো সবসময় নতুন নতুন ধান্দা নিয়ে হাজির হয়। আজকে বলবে নতুন ফরমুলা ভিটামিন E সমৃদ্ধ। কয়দিন পর বোলে NOURISH ফর্মুলা, তারপর বলবে WHITEWASH ফর্মুলা, এখন আবার নতুন ধান্দাবাজী শুরু হইছে, এখন কয় শীতকালের লৈগা এক ক্রিম, বর্ষা কালের লইগা এক ক্রিম, শরত , হেমন্তের , বসন্তের লইগাআলাদা আলাদা ক্রিম। কত ফিগির ফন্দী রে।

আমার মা বোনেরা এতই চালাক, বছরের পর বছর এই কথা গুলা বিশ্বাস করা যাইতাছে।

এমনিতেই তাদের বিজ্ঞাপন গুলা বর্ণবাদ জনিত দোষে দুষ্ট , তার উপরে এত বাটপারি, কিছুই কি করার নাই আমাদের।

সুবচেয়ে বেশী মেজাজ খারাপ হইল তখন, জখন হিসাব কইরা দেখলাম আজকে সকালে, নানা রকমথেরাপি ,ক্রিম ব্যাবহার করে আমার পরিবারের লোকজন যত টাকা নষ্ট করছে, সেইটা দিয়া অনায়াসে ২ টা শিশুর বাচ্চাকাল থেকে বড় হবার পর্যন্ত পড়ালেখার খরচ অনায়াসে চলে যেত

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫০

খাািলদ বলেছেন: হিসাব কইরা দেখলাম আজকে সকালে, নানা রকমথেরাপি ,ক্রিম ব্যাবহার করে আমার পরিবারের লোকজন যত টাকা নষ্ট করছে, সেইটা দিয়া অনায়াসে ২ টা শিশুর বাচ্চাকাল থেকে বড় হবার পর্যন্ত পড়ালেখার খরচ অনায়াসে চলে যেত


জটিল কথা কইছেন।।।।।।।।।।।।।।।।।।।।।

২| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৩

খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না

৩| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪১

শান্তা273 বলেছেন: ক্রিম ব্যবহার করে যদি ফর্সা হওয়া যাইত, তাইলে দুনিয়ায় আর কালো মানুষ থাকতো না।

৪| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

অনীনদিতা বলেছেন: হা হা হা
খুব মজার:)

৫| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩০

খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না

৬| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না

৭| ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১১:৩১

খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.