নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালেদ পাভেল

গণতন্ত্রে বিশ্বাস করিনা

খালেদ পাভেল › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ হতাশার আরেক নাম

২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

আমার জন্মের সময় প্রচণ্ড দাবদাহ ছিল

ছিলনা জোর করে বাইরে থেকে বাতাস ভিতরে টেনে আনার বিলাসিতা

সেই থেকে হতাশার শুরু, ভুল করে মা নাকি চুমু দিয়েছিল কপালে

পাশ থেকে বলে উঠেছিল আদিখ্যেতা



বড় হতে থাকি প্রাণী জন্ম নিলেই বড় হয় বলে

আমার হতাশাও আমার সাথে বড় হয় , ইচ্ছা আর সাধ গুলো ক্রমাগত ছোট করার মধ্যবিত্তিও কৌশলে



নানা ধরনের হতাশা আছে নানা ঘরানার

কলিকে ফুল ভেবে ভুল করার হতাশা

কারো গাল ছুতে গিয়ে চুল ধরার হতাশা

হতাশা আছে এ কালের সে কালের এ জামানার সে জামানার



কচ্ছপের গতি নিয়ে মায়াবী হরিণের পিছু নিবার হতাশা

বছরের দু একটা দিন হতাশা না থাকার হতাশা

সব জেনেও কিছু না জানার হতাশা

কষ্ট কে জোর করে টেনে আনার হতাশা



খুব কাছ থেকে কাছের মানুষ না চিনার হতাশা

ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া ঘৃণার হতাশা

জিততে জিততে হেরে যাওয়ার হতাশা

হারতে হারতে হারিয়ে যাওয়ার হতাশা



হতাশার কাব্য লিখার হতাশায় পুরো জীবন যেন আহত আশা আর হতাশার মিশেল

তাই আমার আরেক নাম হতাশা নয়তো হতাশার আরেক নাম খালেদ পাভেল









( ক্লাস ফাকি দিয়ে কবিতাটি লিখছিলাম , হটাৎ করে পিছন থেকে স্যার দেখে ফেলে, প্রথমে একটু বকলেও পরে আমাকে ক্লাস শেষ হবার পরে ডেকে নিয়ে আইস-ক্রিম কিনে খাওয়ায় আর বলে " যাহ আজকে তোর হতাশা দূর করলাম ")



সেই গৌতম স্যার কে উৎসর্গ করলাম কবিতাটা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫২

খালেদ পাভেল বলেছেন: Keu comment na korar hotashao ase

২| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৭

শায়েরী বলেছেন: হতাশা jinista amar khub oposondo.ami sob somoy asabadi.
Tobe apnar likha valo hoyechy

৩| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫৯

খালেদ পাভেল বলেছেন: আপনাকে ধইন্না

৪| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

খালেদ পাভেল বলেছেন: বড় হতে থাকি প্রাণী জন্ম নিলেই বড় হয় বলে
আমার হতাশাও আমার সাথে বড় হয় , ইচ্ছা আর সাধ গুলো ক্রমাগত ছোট করার মধ্যবিত্তিও কৌশলে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.