নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দেশ বাংলাদেশ

আমি লেখালেখি করতে খুব ভালোবাসি। আমি আমার লেখার মাধ্যমে আমার দেশের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চাই।

খন্দকার এ খালিদ জনি

আমি একজন বাংলাদেশী নাগরিক। আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, বাংলাদেশ সম্পর্কে, আমার নিজের জেলা সম্পর্কে লিখতে আমার খুব ভালো লাগে।

খন্দকার এ খালিদ জনি › বিস্তারিত পোস্টঃ

মধুপুর জেলা চাই

২৮ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৬

বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত টাঙ্গাইল জেলা শহর থেকে ৪৬ থেকে ৪৭ কিলোমিটার উত্তরে অবস্থিত মধুপুর থানা। মধুপুর একটি থানা হলেও এর রয়েছে অনেক ইতিহাস ঐতিহ্য। আর রয়েছে অনেক দর্শনীয় স্থান। তিন জেলার মাঝখানে মধুপুর থানা অবস্থিত। সেই তিন জেলা হচ্ছে পশ্চিমে জামালপুর জেলা, দক্ষিনে টাঙ্গাইল জেলা এবং উত্তরে ময়মনসিংহ জেলা অবস্থিত। মধুপুর এর অর্ধেক জুড়ে আছে ভাওয়াল গড়। এখানে আছে ইকোপার্ক। আছে ধনবাড়ীর নবাব আহসান হাবিবের এস্টেট যা ধনবাড়ী রিসোর্ট নামে পরিচিত্র। মধুপুরে হিন্দু, মুসলিম, খ্রিষ্টন এবং গারো উপজাতি সবাই মিলে মিসে বসবাস করে। মধুপুরে আরো আছে বাংলাদেশ বিমান বাহিনীর সদর ঘাটি। মধুপুরের আনারস পৃথিবীর বিখ্যাত। মধুপুরে আছে সিনেমা নাটক সুটিং করার মতো মনোরম পরিবেশ। এখানে প্রয়াত চিত্র নায়ক সালমানশাহ অভিনিত আনন্দ অশ্রু সিনেমার সহ অনেক হিট সিনেমার সুটিং হয়েছে মধুপুরে। মধুপুরে এত ধন-সম্পদ কিন্তু একটাই দুঃখ, মধুপুর আজও জেলার মর্যাদা পায়নি। তাই আজ সমস্ত মধুপুর বাসীর দাবী মধুপুর জেলা চাই। একদিন এই মধুপুর সারা বাংলাদেশের আদর্শ জেলা হিসাবে পরিচিত হবে। এটাই আমাদের স্বপ্ন।

ইতি

মধুপুরের একজন স্থায়ী বাসিন্দা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.