![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন বাংলাদেশী নাগরিক। আমি বাংলাদেশকে খুব ভালোবাসি, বাংলাদেশ সম্পর্কে, আমার নিজের জেলা সম্পর্কে লিখতে আমার খুব ভালো লাগে।
বর্তমানে জেএসসি এবং জেডিসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।ATN News এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ফেসবুকের মাধ্যমে নাকি এই প্রশ্নপত্র ফাস হয়েছে। তাই আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বেলেছেন ফেসবুক বন্ধ করে দেওয়া হবে। উনার উদ্দেশ্যে বলতে চাই আপনি গাছের গোড়া উপড়ে না ফেলে শুধু আগা ছেটে দিলে কি লাভ হবে। একটি গাছের আগাটা যদি ছেটে দেওয়া হয় তাহলে সেখান থেকে আবার নতুন গাছ গজাবে। আপনি কি দেখতে পাচ্ছেন না সারা বাংলাদেশে কিভাবে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গড়ে উঠেছে। আমাদের শিক্ষকেরা বিদ্যালয়ে শিক্ষা দানের চেয়ে কোচিং সেন্টারে শিক্ষা দান করতে বেশি পছন্দ করেন। নিজেদের ছাত্র যাতে ভালো ফলাফল করতে পারে সেই জন্য সর্বাত্বক চেষ্টা করেন। কারন নিজেদের ছাত্র যদি ভালো ফলাফল করে তাহলে তাদের কোচিং সেন্টারের সুনাম বেড়ে যাবে। এর এই জন্য প্রশ্নপত্র ফাসের ঘটনা ঘটে। তাই প্রশ্নপত্র ফাস রোধ করতে হলে ফেসবুক নয় আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করতে হবে।
২| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: অসতের পাল্লায় দেশ যায় গোল্লায়
নাই টিক বোর্ড শিক্ষায়
ফেসবুক ধরলায়
এ রোগ ফেসবুক আবিস্কারের অনেক আগে থেকেই
ধিক এ ধুকায় ।
৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১
ইভেন বলেছেন: কি মজা ফেসবুক বন্ধ হলে প্রশ্ন ফাস হবে না।
৪| ২৯ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: এখন ফেসবুক বন্ধ হয় চিরস্থায়ী করতে হবে নয়ত খুলা মাত্রই পরের পরিক্ষার প্রশ্ন ওটায় ফাঁস হওয়ার সম্ভবনা থেকেই যাবে ।
এখন আসুন জানি কারা প্রশ্নপত্র ফাসের সঙ্গে জড়িত থাকে । ১ , বোর্ডের অসৎ কর্মকর্তা । ২, যেসব
কোচিং সেন্টার তাদের সুনাম বজায় রাখার জন্য অসৎ কর্মকর্তাদের দিয়ে প্রশ্নপত্র ফাঁস করায় । ৩ , প্রতিষ্ঠান টি ১ নম্ভর হওয়ার জন্য যেসব পরিচালনা কমিটি ।
এতে লাভ অমেধাবিদের চান্স করে দেওয়া ।
এতে ক্ষতি মেধাবীদের অবমুল্যায়ন ।
আমরা আমাদের মেধাবী শিক্ষার্থীদের অবমূল্যায়ন চাই না সেটা কখনও আশা করিনি ।।
প্রশ্নপত্র কিভাবে ফাস হয় ? ইন্টারন্যাটে এর মাধ্যমে । ভুল
যখন পৃথিবীতে ইন্টারন্যাট বাসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছিলনা তখনও প্রশ্নপত্র ফাস হত ।
সহজ প্রশ্ন সহজ উত্তর
যারা প্রশ্নপত্র ফাসের সাথে জড়িত মাননীয় মন্ত্রী মহোদয় তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যাবস্থা নিন । তাহলে প্রশ্নফাস হবেও না ইন্টারন্যাটে বা ফেসবুকে আসবেও না ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩
অগ্নিঝরা আগন্তুক বলেছেন: ফেইসবুক দিয়া কি কাম টা হয় ভাই ? ফার্স্ট এ কোচিং সেন্টার তারপর ফেইসবুক।