নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ হাসান জীবন

https://www.facebook.com/Zibonnnn

আমার জীবন

একজন আম পাব্লিক, যার প্রথম প্রেম হলো এডোবি ইলাস্ট্রেটর, দ্বিতীয় প্রেম এডোবি ফটোশপ এবং তৃতীয় প্রেম কোনো এক বালিকা!

আমার জীবন › বিস্তারিত পোস্টঃ

একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল সফটওয়্যার শেয়ার করি :|

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩১

ইহার নামঃ পাওয়ার মেনু

ভার্সনঃ ১.৫১



ইহা কি করে?

গুরুত্বপূর্ণ কোশ্চেন! আমার মতো কিছু কচিকাচা কম্পিউটার ব্যবহারকারীর প্রায়ই মনে হয় কোন একটা বিশেষ উইন্ডো সবসময় উপরে রাখা প্রয়োজন। আমি অন্য কোনো উইন্ডোতে কাজ করলেও যেনো সেই বিশেষ উইন্ডোটা বিশেষত্ব বজায় রেখে বসের মতো উপরেই থাকে। ফলে সেই উইন্ডো থেকে কোনো তথ্য/ছবি/রেফারেন্স দেখে নিচের উইন্ডোতে কাজ করা যাবে এবং বার বার টাস্কবারে ক্লিক করে সেই বিশেষ উইন্ডোটাকে উপরে আনতে হবে না। আপনি ভাবছেন এটা তো দুইটা উইন্ডোকে পাশাপাশি রেখেও করা যায়। হ্যাঁ যায়, কিন্তু ফুল উইন্ডোতে কাজ করার সুবিধাটা পাওয়া যায়না।



তো এই এপ্লিকেশন এর ডেভলপার জনাব "থং গুয়েন (অথবা নুয়েন)" আবার বড় দূরদর্শী মানুষ! উনি ১৯৯৮ সালেই বুঝতে পেরেছিলেন যে ৯২ সালে বাংলার বুকে জন্ম নেওয়া একটা ছেলের এমন একটা সফটওয়্যার ২০১৩ সালে খুব দরকার হবে। তাই ৯৮ সালেই তিনি লিখে ফেলেছিলেন এই প্রোগ্রামটা। দিন দিন আমিও বড় হয়েছি আর তিনিও এপ্লিকেশনটার আপডেট রিলিজ দিয়ে গেছেন। ১৩ সালে এসে ইহা ১.৫১ ভার্সন হয়েছে। এই দুরদর্শী মানুষটার জন্য কয়টা লাইক হবে? ;)



যাকগে, এই এপ্লিকেশনটার যে কয়েকটি সুবিধা আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো-

Always on top - সবসময় উইন্ডোটা উপরে থাকবে;

Transparency - উইন্ডোটার অপাসিটি কতো শতাংশ হবে তা এটার মাধ্যমে নির্ধারণ করে দেয়া যাবে;

Minimize to tray - উইন্ডোটা মিনিমাইজ করলে টাস্কবারে না, একেবারে সিস্টেম ট্রে-তে ঢুকিয়ে দেবে।

যাদের কাছে সিস্টেম ট্রে শব্দটা পরিচিত কিন্তু জানতে চাইলে বলতে পারেন না তাদের জন্য বলছি- টাস্কবারের একেবারে ডানপাশ থেকে শুরু করুন, প্রথমে সময় ও তারিখ, তারপর ইন্টারনেট কানেকশনের আইকন, তারপর একখানা মাওবাদী পতাকা দেখা যায়। সেই পতাকার বাম পাশেই একটা উপর দিকে মুখ করা তীর চিহ্ন আছে, সেই তীর চিহ্নতে ক্লিক করুন। এবার এন্টিভাইরাস, অভ্র, বিজয় ও অন্যান্য আইকন সম্বলিত যে বক্সখানা দেখা গেলো উহাই সিস্টেম ট্রে। (ইহা ৯৮ শতাংশ মানুষেরই জানা আছে তবুও মাঝে মাঝে কতিপয় প্রতিভাবান মানুষকে দেখা যায় ফোনে যদি বলি "সিস্টেম ট্রে-তে যাও", জিজ্ঞাসা করিবে সিস্টেম ট্রে কুনডা?) :|



এপ্লিকেশনটা কুতায় পাবেন?

এখানেই পাবেন। ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলুমঃ Click This Link





ইন্সটল কইরা লইন, তারপর সিস্টেম ট্রে থেকেই ইনেবল/ডিসেবল করতে পারবাইন। :



ধইন্যবাদ। B-)

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৩

ডট কম ০০৯ বলেছেন: অষ্টম জানালায় কি ইহা বর্নিত উপায়ে কাজ করিবে!!

জানাইলে বাধিত হইতাম।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬

আমার জীবন বলেছেন: অবশ্যই করিবে, আমি অষ্টম জানালাই ব্যবহার করি। :)

২| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৪

শরৎ চৌধুরী বলেছেন: একি হেরিনু, সপ্তম জানালার অব্যবহতি পরেই কর্মবার এ ইহা কাজ করিতে শুরু করিলো। আহেম আহেম।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

আমার জীবন বলেছেন: কাইন্ডলি বাংলা কইবাইন পিলিজ? :D

৩| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২৪

অ্যামাটার বলেছেন: ও ভাই, অফটপিক, একটু হেল্প করেন পিলিজ!
ফটুশপ সিএস ৬ বা সিসি ১৪ এর ক্র্যাক সহ লিঙ্ক দেন!
লিমিটেড নেট ইউজ করি ভাই, একবার দেড় জিবি নামানোর পর দেখি সিরিয়াল নম্বর ফেক :(

আর একটা প্রশ্ন, সিএস এর সাথে সিসি(ক্রিয়েটিভ ক্লাউডের) পার্থক্য কী?

২২ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:০২

আমার জীবন বলেছেন: সিএস ৬ এবং সিসির মধ্যে পার্থক্যঃ Click This Link

আপনার কাছে এডোবি ফটোশপের যে ভার্সনগুলো আছে সেগুলোই হবে, নতুন করে ডাউনলোড করতে হবেনা। শুধু ক্র্যাক করে নিনঃ
এডবি ফটোশপ সিসি ক্র্যাক (৩২ বিট)

এডবি ফটোশপ সিএস সিক্স ক্র্যাক (৩২ বিট)

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৬

অ্যামাটার বলেছেন: নেক ধন্যবাদ ভাই। কিন্তু Error (404)
We can't find the page you're looking for. Check out our Help Center and forums for help, or head back to home. :(
সিসি ক্রাক ৩২বিট-এ।

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৭

আমার জীবন বলেছেন: Click This Link Cracks/Adobe Photoshop CC/amtlib.dll

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৩:০৬

পাউডার বলেছেন:
এমাপাটা দেখি এখনও আচে!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

আহমেদ আলিফ বলেছেন:
বর্ণনা শোনে সফ্টটাকে পছন্দ হয়েছে!

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

আমার জীবন বলেছেন: ধন্যবাদ :)

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫২

বৃষ্টি'র জল বলেছেন: :)

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

জনাব মাহাবুব বলেছেন: দারুন সফটওয়্যার :D :D

শেয়ারের জন্য ধন্যবাদ

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

আমার জীবন বলেছেন: স্বাগতম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.