![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের জীবনগুলো আসলে একেকটি উপন্যাস, সুন্দর মলাটে বাধানো হাজার পৃষ্ঠার উপন্যাস। উপন্যাসের শুরু হয় জন্মে আর শেষে থাকে মৃত্যু। উপন্যাস জুড়ে থাকে অসংখ্য ছোটগল্প,থাকে ভাঙ্গা গড়ার খেলা। সেই উপন্যাসের মূল চরিত্র আমরা নিজেই। আমাদের ঘিরে থাকে অসংখ্য পার্শ্বচরিত্র। কোন চরিত্র থেকে যায় পুরো উপন্যাস জুড়েই। আবার কোন পার্শ্বচরিত্রের বিচরণ থেমে যায় ক্ষুদ্র পরিসরেই। সে চরিত্রকে পেছনে ফেলে এগিয়ে যায় উপন্যাস। চলে আসে নতুন নতুন গল্প,নতুন নতুন চরিত্র। \nউপন্যাসে কখন কোন গল্প শুরু হবে,কে আসবে সবই ঠিক করেন লেখক। তার কলমের আচড়ে লেখা হয়ে যায় উপন্যাসের মানুষ গুলোর ভবিতব্যতা। সত্যি ঈশ্বর মহান লেখক............
আমি কবি হতে চেয়েছিলাম, কবি হয়েছি। হারিয়েছি শুধু কবিতার ছন্দ গুলো।
আমি পাখি হতে চেয়েছিলাম, পাখি হয়েছি। হারিয়েছি শুধু উদাত্ত বাহু দুটি।
আমি নদী হতে চেয়েছিলাম, নদী হয়েছি। হারিয়েছি শুধু উত্তাল জলরাশি।
আমি সমুদ্রচারী নাবিক হতে চেয়েছিলাম, নাবিক হয়েছি। হারিয়েছি শুধু পাল ছেড়া জাহাজটি।
আমি গায়ক হতে চেয়েছিলাম, গায়ক হয়েছি। হারিয়েছি শুধু গানের সুর গুলি।
আমি বিস্তৃন্ন পথ হতে চেয়েছিলাম, পথ হয়েছি। হারিয়েছি শুধু পথের পথিককে।
আমি প্রেমিক হতে চেয়েছিলাম, প্রেমিক হয়েছি। হারিয়েছি শুধু তোমার ভালবাসাগুলি।
আমি সম্রাট হতে চেয়েছিলাম।
চেয়েছিলাম সম্রাজ্ঞীর হাতে হাত রেখে দখল করব রাজ্যের পর রাজ্য।
আজ সম্রাজ্য আছে, সৈন্য আছে, সামন্ত আছে......
আছে বুক ভরা অভিলাষ।
নেইশুধু তুমি নেই.............................................।
২| ১৩ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪২
খান আসিফ তপু বলেছেন: সকাল ভাই, আজ খালি ধন্যবাদ দেব না। আজ দেবো, অনেক গুলো ধন্যবাদ(অশেষ ধন্যবাদ)। আপনার কমেন্ট সত্যই অনুপ্রেরণা যোগায়।
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২২
সকাল হাসান বলেছেন: ভাল লাগল!
দুঃখের কবিতা! একজন মানুষের চাওয়ার আকুলতাটা ফুটে উঠেছে কবিতাটায়! আর মানুষ যা চায় তা পায় না বেশির ভাগ সময়েই! এইটাও বেশ ভাল ভাবেই ফুটিয়ে তুলেছেন!
ভাল লাগল বেশ!+++