নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবং আমি......

.......

এবং আমি...... › বিস্তারিত পোস্টঃ

আবার ওয়ার্ল্ড কাপ , আবার ও পতাকা

০৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩০



ওয়ার্ল্ড কাপ উপলক্ষে পতাকা টাঙ্গানোর বিরোধিতা কেন জানি ভাল লাগে না । কেউ কেউ পবিত্র জমি , পবিত্র আকাশ ...ভিনদেশী পতাকা ...আর ও কি কি যেন বলে......আমি ভাবি পতাকা টানাইলে সমস্যা কি ...অন্তত পোলা-পাইন ঘাড় উঁচু করা তো শিখবো ... ডিজিটাল বাংলাদেশ এ সব পোলা পাইনের মাথা নিচু কইরা ফেলসে ...এঁর থেকে এনালগ বাংলাদেশই ভাল ছিল ...!!

আগে পোলা পাইন ঘুড্ডি উড়াইত মাথা উঁচু কইরা , কবুতর খুজত মাথা উঁচু কইরা , রাস্তায় ঘুরত ঘাড় উঁচু কইরা , চোখ রাখতো

(মাথা উঁচু কইরা ) আম গাছ এঁর ফলন ঠিক-ঠাক আসছে কিনা কিংবা আসছে কিনা কেউ (?) বাড়ির বেলকনিতে.....

আর এখন কেমন জানি সব চলে মাথা নিচু কইরা , বাংলাদেশ ক্রিকেট টিমের মত ... গেমস, এপ্পস , ফেসবুক, গুগল এসবে ঘাড় আটকে গেসে ...... এমন কি নেশা ও করে মাথা নিচু কইরা...নাক দিয়া... এই নিচু ঘাড়কে আবার বেকায়দা ভাবে বেকাইতে শুরু করসে সেলফি শট...!! একটা ভাল সেলফির পূর্বশর্ত নাকি ৪৫ ডিগ্রিতে এঙ্গেলে বেঁকানো ঘাড় ...!!

তাই মনে করি পতাকা উড়ুক , চেংড়ারা ঘাড় একটু উচা করুক , আর " ব্রাজিল" এর পতাকা "সরাইল" এ কেন...? এই টাইপের পোস্ট ব্লক করা হোক কিছুদিনের জন্য.....

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:২৮

ম্যাংগো পিপল বলেছেন: =p~ =p~ =p~ ভালো বলেছেন তো ;) ;) ;)

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১০

এবং আমি...... বলেছেন: ধন্যবাদ .।.।

২| ০৮ ই জুন, ২০১৪ রাত ১১:৫৪

হাদী নয়ন বলেছেন: সত্যি,বিষয় টা আমিও খেয়াল করেছি এ যুগের পোলাপাইন খালি মাথা নিচু করে মোবাইল টিপে,জেনো ওদের আর কোন জগত নেই।

১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৩

এবং আমি...... বলেছেন: হুম্ম.... তাদের আচরন দেখলে মনে হয় মোবাইলে ঘড়ি বলতে কিছু নাই.।.।.।.।

৩| ১০ ই জুন, ২০১৪ বিকাল ৪:১৫

লুজার ম্যান বলেছেন: অল্প কিছু মানুষ বিরধিতা করে । ১৭ কোটি বাংলাদেশি এক পদের হতে পারে না । বাঙ্গালির চুলকানি থাকবেই । আমরা পতাকা উরাইছি । এবং সামনেও উরাব ইনশাল্লাহ! উনারা থাকুক উনাদের চুলকানি নিয়ে

১০ ই জুন, ২০১৪ বিকাল ৫:০৮

এবং আমি...... বলেছেন: হুমম... তারপরও বাঙ্গালির ভাগ্য ভাল যে ইন্ডিয়া , পাকিস্তান ওয়ার্ল্ড কাপে চান্স পায় না .।.।.।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.