নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবং আমি......

.......

এবং আমি...... › বিস্তারিত পোস্টঃ

......রাস্তায় দাঁড়াইয়া খালি বেশি কথা ......!!!

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪২

পথে দেখা, মুরুব্বি মানুষ .... সালাম দিয়ে দাঁড়াইলাম ..... বলল ওয়ালাইকুম সালাম , তারপর কোন ভুমিকা ছাড়াই হটাত প্রশ্ন :



- তুমিই না মিশর আছিলা ...?



- জি, ছিলাম , এখন নাই ।



- মিশরে একজন শেখ আছে না ...অনেক বড় , অনেক পাওয়ার । কি যেন নাম ....?



- জি , উনি শাইখুল আজহার । আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ।



- হ্যা.. হ্যা.. , শাইখুল আজহার, মিশরের মধ্যে তো উনারই সব চেয়ে বেশি ক্ষমতা , প্রেসিডেন্ট থেকেও বেশি ...!! সুবহানাল্লাহ ।



- না , চাচা , এতো না, একটু কমাই দেন ।



- ঠিক আছে , প্রেসিডেন্ট এর সমান ।



- না চাচা , আরও একটু কমাই দেন ।



-ঠিক আছে , প্রধানমন্ত্রীর সমান ।



- চাচা , আরেকটু কমান ।



এবার তিনি ক্ষেপে গেলেন .... বললেন ,



- এই ছেলে !! ...সারা জীবন আমি কত মিশর ফেরত থেকে শুনলাম মিশরের কথা , আল-আযহারের কথা , শাইখুল আযহারের কথা , তিনি মিশরের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আর তুমি আইসো তারে প্রধানমন্ত্রী থেকে নিচে নামাইতে ...ঠিক কইরা কও তো তুমি মিশরে আসিলা নাকি সুদানে আসিলা ...!!!



- চাচা , মাফ কইরা দেন ।



- ঠিক আছে , আচ্ছা ফিলিস্তিনে কি অবস্থা চলতেসে এখন , দেখস ...!! মুসলমানদের কেমনে মারতেসে রমযান মাসে হারামি ইয়াহুদিরা ...!! ..সারা দুনিয়ায় নিন্দার ঝড় ... তারপরও হামলা চালাইতেসে ...!! ও ভাল কথা , তোমাদের শাইখুল আজহার ও তো নিন্দা জানাইসে । মুসলমানদের জন্য দোয়া করসে। লোকটা আসলেই ভাল মানুষ, বড় মাপের মানুষ।



- জি , নিন্দা তিনি জানাইসেন , একটু দেরি হইসে , তাতে কোন অসুবিধা নাই । বড় মানুষ , নানান ঝামেলায় ব্যস্ত থাকেন ......



- হুম...ঠিক বলসো ।



- চাচা , গাজা উপত্যকায় তো অনেক আহত মুসলমান বিনা চিকিৎসায় মরতেসে , কোন সাহায্যও ঢুকতে পারতেসে না মিশর ছাড়া আর কারো সাথে সীমান্ত না থাকায় । শাইখুল আজহারকে একটু বলেন না , মিশরের বর্ডারটা একটু খুলে দিতে , মিশরে তো উনি বিরাট ক্ষমতাধর !!



- ছোকরা , তুমি যেখানে যাইতেছিলা যাও , কাজের মধ্যে নাই, রাস্তায় দাড়াইয়া খালি বেশি কথা ......!!!















# কাল্পনিক কথাবার্তা , সিরিয়াস হওয়ার কিচ্ছু নাই ।.।।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.