নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবং আমি......

.......

এবং আমি...... › বিস্তারিত পোস্টঃ

গলায় দড়ি দিতে হল শেষ পর্যন্ত যে কারনে , যার কারন...... !!

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৮

আমার এক বন্ধু চাকরি করতে করতে খুব বিরক্ত , কারন জিজ্ঞাস করলে সে উত্তর দেয় ... ..

-

-

-

-

-

-

-

চাকরি করা মানে নিজের গলায় নিজে দড়ি বেধে দড়ির মাথাটা কোন বসের হাতে তুলে দেয়া ...কোন স্বাধীনতা নাই ...বস এখন সেই দড়ি ধরে যে দিকে টানবে সেদিকে চলা । কোনদিকে টানবে, কখন টানবে , কেমনে টানবে, কতক্ষন টানবে সেটা বসের মর্জি । সেদিক থেকে ব্যবসা করা অনেক ভাল , অনেক স্বাধীনতা ...... আমি ওর কথা শুনে হাসতে হাসতে নাই ...

পরে তাকে বললাম ... দেখ বন্ধু ...ব্যবসা করা মানে বিরাট স্বাধীনতা , ডিসিপ্লিন ছাড়া জীবন এমনটা না ...... যারা সফল ভাবে ব্যবসা করতে চায় তাদেরও তোদের মত গলায় রশি বাঁধতে হয় এবং অত্যেন্ত দুঃখের বিষয় সেই রশি কারো হাতে তুলে দেয়া যায় না , সেই দড়ি নিজের হাতেই টানতে হয় । আর কখন টানবে , কোনদিকে টানবে , কেমনে টানবে ইত্যাদি সিদ্ধান্ত নিজেরই নিতে হয় ......!! আর সেটা যে কত কঠিন কাজ বিশ্বাস না করলে নিজে পরীক্ষা করে দেখ ...!!! ... আমার কথা শুনে তাকে অনেকক্ষণ confused দেখলাম ... মনে হল আসলেই সে দড়ি বেধে নিজের হাতে আর অন্যের হাতে দু-ভাবেই টেনে ট্রাই করে দেখার চিন্তা করতেসে ......!!!!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:০১

অদ্ভুত স্বপ্ন বলেছেন: নিজের গলার দড়ি একজনকে টানতে দেয়ার চেয়ে অন্যের গলার দড়ি নিজে টানা অনেক ভাল।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ১০:১৩

এবং আমি...... বলেছেন: ঠিক বলেছেন......তবে সাথে সাথে নিজেরটাও টানতে হবে যে ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.