![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।
“ বাবা আমরা কি পাখি হয়ে গেছি? ” অতনু কে শক্ত করে বাম হাত দিয়ে বুকে ধরে আছেন তার বাবা সুমিত। ডান হাত দিয়ে ধরে আছেন স্ত্রী মালতিকে।
ছাপোষা মানুষ সুমিত জানেন না, নতুন দিগন্তের আশায় এত বড় হুমকি থাকা সত্ত্বেও নিষ্ঠুর খেলায় কেন তাকে মূল্য দিতে হচ্ছে? আগে কানঘুসা চললেও বিশ্বাস হয় নি। কিন্তু এখন বাস্তবের পর্দা এত বেশি পরাবাস্তব যে বিশ্বাস- অবিশ্বাসে কিছু যায় আসে না।
নিঃশব্দ মালতি শক্ত করে সুমিতের হাত ধরে আছে। ছোট্ট অতনুর হাসি যেন মেঘ হয়ে ঘিরে আছে তার ছোট্ট পরিবার টাকে। মেঘের ভাড়ের পরিনামে যেন মালতি অকাট্য প্রমান। নিজের অশ্রু এতটা পথ ভ্রমন করবে- এ বিস্ময় তাকে ছুতে পারছে না।
চেনা গণ্ডি টা তাদের কাছে যত ছোট হয়ে আসে, বুকের জৈবিক শূন্যতা বাড়তে থাকে। ছোট্ট পরিবারটার ভালবাসার শৃঙ্খলে মেঘ- বর্ষণ খেলা নিমিষেই জীবনী শক্তি হীন হয়ে যায়। অতনুর এমন আর্তনাদ দেখতে হবে, তা সুমিত- মালতি দুঃস্বপ্নে ও কল্পনা করে নি। কল্পনা করে নি নিজেদের এই পরিনতির ও।
বিকালের পড়ন্ত সূর্যের আদুরে আলোতে ও যেন চোখের সামনে সব কিছু ধীরে ধীরে অন্ধকার হতে থাকে। ধীরে ধীরে আলগা হতে থাকে হাতের শৃঙ্খল। ছোট্ট অতনু না বুঝলে ও মালতি সুমিতের মন আর শরীর এখন পরস্পর বিরোধী।
সুমিতের কানে শুধু ভেসে আসে দূরের পথে চলতে থাকা দুইটি প্রাণহীন আর্তনাদ।
শক্তির বশীকরণের নামে গ্রাভিটি নিয়ে এই আত্মঘাতী সম্ভাবনা মাথায় নিয়ে ও যারা নিষ্ঠুর পরীক্ষা চালিয়েছে, তারা জানত সফলতা না পেলে গ্রাভিটি উল্টো পথে কাজ করবে। পৃথিবীর প্রতিটা অঙ্গ ছড়িয়ে পড়বে অজানার পথে।
তাদের প্রতি এই মুহূর্তে কেন যেন মন নিস্ফল ভাবে বিষিয়ে ওঠে, জানে না সুমিত। স্রস্টা নাকি ওপরে থাকেন। সবাই তো সেদিকেই যাচ্ছে স্রস্টার কাজ সহজ করে দিয়ে। বিনিময়ে ওই নিষ্ঠুর মানুষ গুলোর কঠিন শাস্তি চাইবে নিশ্চয়ই সবাই। সে ও চাইবে।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩২
খাটাস বলেছেন: এক অর্থে সেটা বলা যায়, কারন সেপারেসন টা আজীবনের জন্য।
মুলত গ্রাভিটি নিয়ে পরীক্ষায় ভুলে রিভার্স গ্রাভিটি নিয়ে একটা প্লট সাজানোর ব্যর্থ চেষ্টা করেছি মামুন ভাই। কল্প বিজ্ঞান ।
সময় করে পড়ার জন্য কৃতজ্ঞতা । শুভ কামনা
২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪১
সুমন কর বলেছেন: কথাগুলো ভাল লাগল।
৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন দা, সময় করে পড়ে ভাল লাগা জানানোর জন্য। শুভ কামনা।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন:
৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪
খাটাস বলেছেন:
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: +++++++++++++++++++++++++++++
৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৪
খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা আপু। ভাল থাকবেন।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০৫
এহসান সাবির বলেছেন: ওই নিষ্ঠুর মানুষ গুলোর কঠিন শাস্তি চাইবে নিশ্চয়ই সবাই। সে ও চাইবে।
আমিও চাইবো.....
৩০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
খাটাস বলেছেন: আমি ওই নিষ্ঠুর মানুষ গুলোর মাঝে থাকতে চাই সাবির ভাই। :!>
তবু ও শাস্তি চাইবেন জেনে দুঃখিত হলাম :#>
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩
শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।
৩১ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৪
খাটাস বলেছেন: বিজ্ঞ শরৎ দার মন্তব্য পেয়ে ভাল লাগায় সিক্ত হলাম। গল্প লিখতে প্লট কে যে রঙ দিতে হয় , তা দেয়ার মেধার অভাবে উদ্ভট প্লট নিয়ে লেখার চেষ্টা করি। সেই অগোছালো চিন্তা মজা পাওয়ায় ভাল লাগায় ভিন্ন অনুভুতির যোগ হল।
অনেক কৃতজ্ঞতা জানবেন।
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৫
সমুদ্র কন্যা বলেছেন: অন্যরকম। ভাল লাগল।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। আপনার ভাল লাগা আমার অনুপ্রেরণা হয়ে রইল। শুভ কামনা।
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৯
একজন আরমান বলেছেন:
মন খারাপ করা লেখা !
গ্রাভিটি নিয়ে একটা মুভি দেখছিলাম, নাম টা মনে আসতেছে না। নায়ক আর নায়িকা দুই গ্রাভিটিতে বসবাস করতো, একটা অফিস ছিল যেটা দুই গ্রাভিটির মধ্যে ব্রিজিং করতো।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
খাটাস বলেছেন: তুমার মন খারাপ হয় কেমনে? তোমার ই তো দিন।
গ্রাভিটি নামের ই একটা মুভি আছে। দেখতে পার। ভালই।
তোমার আর পরিবারের জন্য খাটাস ব্লগের পক্ষ থেকে শুভ কামনা।
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
মোঃ ইসহাক খান বলেছেন: গ্লুমি এবং অ্যাম্বিগুয়াস একটা পরিবেশ খুব ছোট সময়ে সৃষ্টি করতে পেরেছেন।
শুভেচ্ছা রইলো।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইসহাক ভাই। আপনার মন্তব্বে লেখার সার্থকতা অনুভব করছি।
আপনার জন্য ও শুভ কামনা।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
অরুদ্ধ সকাল বলেছেন: সুন্দর
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৩
খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন সকাল।
শুভ কামনা।
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫
স্বপ্নবাজ অভি বলেছেন: খুব অল্প কথায় অনেক ভারী একটা পরিবেশ এর সৃষ্টি হয়েছে! অসাধারণ লাগলো!
ধরে নিলাম ওদের সেপারেশন হয়েছে কিংবা মৃত্যু হয়েছে কিংবা দুইজন .... হয়েছে কিছু একটা যাতে দুজনই কাদে নিঃশব্দে!
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৬
খাটাস বলেছেন: আপনার মন্তব্বে অনেক অনেক ভাল লাগা অনুভব করছি প্রিয় অভি ভাই। হ্যাঁ শেষ টা চাইলে ইচ্ছা মত ধরে নিতে পারেন।
অনেক কৃতজ্ঞতা ভাই।
ভাল থাকবেন।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার একটি ছোট্ট ভাবনা, এবং সম্প্রসারণের পরীক্ষণ! ভাল লাগা রইল।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭
খাটাস বলেছেন: প্রফেসর শঙ্কুর মন্তব্য আর ভাল লাগা সত্যি ই খাটাসের অন্য রকম পাওয়া। অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানেবন।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮
হাসান মাহবুব বলেছেন: চমৎকার নিরীক্ষা। তবে বুঝতে কিছুটা বেগ পেতে হলো।
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
খাটাস বলেছেন: যদি ও গল্পকার হউয়ার ইচ্ছা বা যোগ্যতা কোন টাই আমার নেই বলে বিশ্বাস করি, তারপরও কিছু লেখার চেষ্টা করলে প্রিয় গল্পকার হাসান মাহবুবের মন্তব্বের জন্য কিছুটা ভয়ে থাকি।
আপনার প্রশংসা আমার অসাহিত্ত চর্চার আনন্দের জন্য বড় অনুপ্রেরণা।
আর হ্যাঁ মূল কনসেপ্ট টা কিছুটা ঝাপসা। ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে শেষ করব।
অনেক কৃতজ্ঞতা জানবেন হাসান ভাই।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৫
বোধহীন স্বপ্ন বলেছেন: খুদে কল্পকাহিনী। অদ্ভূত!
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন স্বপ্ন। গল্পে আপনার মূল্যবান মতামতই লেখার সার্থকতা।
শুভ কামনা রইল।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭
বেলা শেষে বলেছেন: ...good writing, good description, sensible Feelings, thenk you very much , asking for more writing please....
Salam & Respect...
৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
খাটাস বলেছেন: বেলা শেষে আমি এত প্রশংসার যোগ্য নই, তবু ও আপনার এত বেশি সুক্ষ প্রশংসায় এবং নতুন লেখার অনুরধ আমার ব্লগ জীবনের এক অনন্য পাওয়া।
চেষ্টা করব। অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভ কামনা জানবেন।
সালাম জানবেন।
১৬| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১১
মাহমুদ০০৭ বলেছেন: আন্নেরে একখান কথা কই
চুদুর বুদুর না করিয়ে আলা লিখেন এবং ব্লগেও সময় দেন মিয়াহ
এরাম ফাইন লিখা আরা পাই না কেড়ে !!
হেভভি হইছে । জমাট লিখা ।
অনেক ভাল লাগল ।
ভালাথাইকেন খাটাস মিয়া
গেলুম
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
খাটাস বলেছেন: আরে বদ্দা যে :!> রেগে গেছেন কেনু? :#>
আপনার প্রশংসায় আর কি কমু? বিঘলিত
ব্লগে সময় না দেয়ার পেছনে একটা কারন আছে। পরে বলব।
আর আপনি মিয়া নতুন লেখা দেন, আমার ওপর হুদাই গরম হইএন না,
অনেক ধন্যবাদ সুন্দর কথা গুলোর জন্য প্রিয় মাহমুদ ভাই। আপনি ও ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৯
মামুন রশিদ বলেছেন: সুমিত মালতির কি সেপারেশন হয়েছে ?