![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।
ওরা সুচনায় ই ভ্রান্ত,
মহা শূন্যের আঁধারে গোণে,
অসীমতার রেখা।।
অসীমতা বাস্তবালোকে ভেদ্য,
নিযুত অযুত নির্বোধের মন।।
জ্ঞানাদ্র অন্তন্ত নীতিমালা,
যেন ধর্মের সেই অদৃশ্য ঈশ্বর।।
তবু ও
আত্মা লুকায়িত মাংসপিণ্ড মাত্র,
অনু-পরমানু ও অবঞ্চিত,
জ্ঞানবিদ্ধ তীরমালা।।
গুণিত তীরবিদ্ধে,
ঈশ্বর আধোবুলিদের খেলনা।।
গুণিত তীরবিদ্ধে,
ঈশ্বর নমঃ স্তুতি ই ঈশ্বর।।
শরীর পূজ্য আত্মার,
নিঃসঙ্গ জ্ঞানের মর্ম চেরা,
তবু ও কি তৃপ্তি।।
সময়ের সংসার দর্শী,
জড় ক্রন্দিত আত্মার,
দাসত্তেই সমাপ্তি।।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৬
খাটাস বলেছেন: অগোছালো চিন্তা ভাবনার বহিঃ প্রকাশের চেষ্টা মাত্র মামুন ভাই।
অনেক ধন্যবাদ বিশেষ অংশ মূল্যায়নের জন্য।
২| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিণ হইছে --- ফাটাফাটি। ভীষণ ভীষণ ভাল লেগেছে
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৩
খাটাস বলেছেন: আপনার মন্তব্যে একটু বিব্রত বোধ করছি আপু। :#> আমি কবিতা পড়ি না বললেই চলে। এমনিতেই এগুলো লিখি। আপনার ভাল লাগার অনুভূতি আমার অকৃত্রিম পাওনা হয়ে রইল।
অসংখ্য কৃতজ্ঞতা জানবেন লায়লা আপু।
৩| ১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
আবু শাকিল বলেছেন: ডেন্টিস্ট এর কাছে জামু।পয়সা দেন...কবিতা পড়তে গিয়া দাত ভাইঙ্গা গেছে।
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৮
খাটাস বলেছেন: হাহাহা আপনার আর আমার সেম অবস্থা ভাই। কবিতা পড়তে গেলে আমার ও এই অবস্থা হয়। তবে মনের পরিচর্যার অন্যতম উপায় যে কবিতা তা মনে প্রানে মানি। তবে আমার সীমাবদ্ধতায় একটু দাঁত ভাঙা টাইপ হয়ে গেছে। মাফ চাই ভাই।
কখন ও দেখা হলে আইসক্রিম খাওয়ামুনে।
মজার মন্তব্য এর জন্য অনেক ধন্যবাদ শাকিল ভাই।
৪| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৩৬
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ ! অকবিতা কবিতার চেয়ে ভালো হয়েছে !
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪৭
খাটাস বলেছেন: চেনা জানা প্রিয় কবি দের ( যদি ও কবিতা বুঝি না, তাই মানুষ হিসেবে প্রিয় ) মূল্যায়ন অন্য রকম পাওয়া ।
যদি ও মন্তব্যে অকাব্য চর্চায় অনুপ্রানিত হলাম, তাই শঙ্কার মধ্যে আছি।
অনেক ধন্যবাদ অভি ভাই।
৫| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩১
লোকালয়ের আড়ালে বলেছেন:
আরে আমার ভাইটার দেখি মেলা গুনের !
কবিতা দুর্দান্ত হয়েছে !
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫১
খাটাস বলেছেন: লোকালয় ভাই শরমিন্দার মধ্যে ফেলে দিলেন। :#>
এই অ কাব্যে আপনার ভাল লাগা জেনে আমি অভিভুত ভাই।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
৬| ১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৩৪
আমিনুর রহমান বলেছেন:
... এবং অসাধারণ
১৬ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫
খাটাস বলেছেন: ভাই বহু দিন পর আপনার মন্তব্য এটাই অন্যরকম পাওনা। তার ওপর এই ছোট্ট মূল্যবান মন্তব্যে ধন্যবাদ দিয়া ও তবু ও হয় না শেষ। আর কি কমু
৭| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:২২
সেলিম আনোয়ার বলেছেন: কঠিন আর সুন্দর! +
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৩১
খাটাস বলেছেন: কবি আমি এমনিতেই অভিভুত। আপনার এই দামি মূল্যায়নে আরও প্রচণ্ড অভিভুত। অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন সেলিম ভাই।
৮| ১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:২৬
জাফরুল মবীন বলেছেন: ভাই খাটাস ব্লগার শুঁটকি মাছ কবিতা লিখতে পারে না বলে ‘গবিতা’ লিখে ব্লগে নতুন ধারা সৃষ্টি করেছেন।আপনিও এই চমৎকার এই কাব্যকে কাব্য বলে মানতে অনাগ্রহী।এটা কী তবে গবিতা?
১৭ ই আগস্ট, ২০১৪ রাত ২:৪২
খাটাস বলেছেন: হাহাহা শুঁটকি মাছ একজন চমৎকার ব্লগার। এই দেখুন, তিনি কত সুন্দর একটা শব্দ তৈরি করেছেন, গবিতা। আমি কবিতা বুঝি ও না, পারি ও না। নাম ও নিয়েছি অ কাব্য, একটা ভাল নাম ও খুঁজে এই নি।
গবিতা পড়া হয় নি। পড়ে জানাব গবিতা হল কিনা।
আমার মেধার দৌড় আমি জানি, তাই কিছু হবে বলে বিশ্বাস করা কঠিন।।
মাঝ খান দিয়া প্রিয় মানুষদের একজন হিসেবে আপনার চমেতকার শব্দে আনন্দ ও পাইলাম, শরমিন্দা ও হলাম।
বিশ্লেষণী মন্তব্যে বিরাট কৃতজ্ঞতা মবীন ভাই।
৯| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আপনার এ কবিতার মর্ম উদ্ধার করার জন্য আমাকে পুরা একটা দিন একদিন ব্যয় করতে হবে। আপাতত ভালো লাগা জানিয়ে গেলাম।
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:২৭
খাটাস বলেছেন: বীজ ভাই, এই ছোট্ট কথা টুকু আমার কাছে দুর্মূল্য হয়ে রইল। সবার ভাল লাগাই আমার কাছে অনেক মূল্যবান, তবে নিষ্ঠুর বাস্তবতায় সত্য হল, কিছু মানুষের ভাল লাগার অনুভূতি শক্তির গোঁড়ায় অন্যরকম অনুপ্রেরনা।
অনেক কৃতজ্ঞতা রইল ভাই।
১০| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৪২
ৎঁৎঁৎঁ বলেছেন: অন্যরকম, কিছু বলতে চেয়েছেন, তবে সঙ্কেত দুরূহ! পরিশেষে ভাললাগা থেকে গেল!
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩১
খাটাস বলেছেন: কবি অনেক দিন পর আপনাকে দেখলাম। অনেক ভাল লাগছে।
কিছু কথা সরাসরি মানুষ পছন্দ করে না, মনে ও রাখে না।
কেও মনে রাখুক বা না রাখুক- তা আমি চাই না। তবে সরাসরি বলতে ইচ্ছা করল না। আমি জানি আপনি বুঝবেন।
কবির ভাল লাগায়; কৃতজ্ঞ ইফতি ভাই।
১১| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫১
কান্ডারি অথর্ব বলেছেন:
ওরে কবিতা, দুর্দান্ত হইছে +++++++
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৫
খাটাস বলেছেন: খুব বেশি ভাল লাগছে যে এত ভালবাসা পাব এই সামান্য অকাব্যে ভাবি নি বলে। প্রিয় মানুষ গুলোর কাছের মূল্যায়ন অন্য এক মোহে ফেলে দিচ্ছে।
শুধু ভালবাসা টুকু ই জানবেন প্রিয় কাণ্ডারি ভাই।
১২| ১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৬
ইমিনা বলেছেন: এটাকে অকাব্য কেন বলছেন?
অনেক ভালো লাগলো কবিতা পড়ে। ভালোলাগা তাই রেখে গেলাম।
শুভকামনা সব সময়।।
১৭ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৫৮
খাটাস বলেছেন: এই রে আপুর মন খারাপ করে দিলাম।
আসলে আমি কবিতা পড়ি বললেই চলে, কারণ বুঝি না, মাথা ঘোরে। ব্লগের কবি সমাজের সাথে ও আমার তাই অনেক দূরত্ব । কবিতার হয়ত অনেক নিয়ম আছে, আমি যেগুলো জানি না। তাই কবি দের মত শুধু নিজের কিছু চিন্তা কে গাঁথতে এটা লেখা- তাই নাম দিয়েছি অকাব্য।
আপনার ভাল লাগা আমার প্রত্যাশা কে ছাড়িয়ে গেল।
অনেক অনেক কৃতজ্ঞতা ইমিনা আপু। আপনার জন্য ও অন্তর্নিহিত শুভ কামনা সব সময়।
১৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
চমৎকার!!!!! কিপ ইট আপ ...
১৭ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
খাটাস বলেছেন: শোভন ভাই, অনেক দিন পরে আপনাকে দেখে খুব ভাল লাগছে। সাথে এত চমৎকার ভাবে উৎসাহ পেয়ে অনেক বেশি অনুপ্রানিত হলাম।
অনেক অনেক কৃতজ্ঞতা ভাই।
১৪| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই সিরিয়াসলি বলি কবিতাটা আসলেই খুব খুব ভাল হইছে।
আরও লিখ। শুভকামনা থাকলো।
১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১:১৮
খাটাস বলেছেন: ভাই এলোমেলো চিন্তা গুলো রে এক তারে বাধছি শুধু। সিরিয়াসলি ভাবি নি কিছু।
আপনার কাছে বরাবরের মত সাহস পাচ্ছি। চেষ্টা করব অবশ্যই ভাই। অনেক কৃতজ্ঞতা জানবেন।
১৫| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:৩৭
সুমন কর বলেছেন: এত কঠিন কঠিন শব্দ কেন ? পড়তেই কষ্ট হয়, বুঝতে মাথা নষ্ট !
ভাল হয়েছে।
১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:৫৭
খাটাস বলেছেন: কঠিন শব্দ কই দাদা ? শব্দ গুলো সহজ ই তো, বসান হয়েছে এলোমেলো ভাবে।
তেমন কঠিন কিছু বুঝাই নি, সহজ বিষয়
বরাবরের মত আপনার কাছে থেকে অনুপ্রানিত হলাম দাদা।
অনেক কৃতজ্ঞতা জানবেন।
১৬| ১৮ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:০৬
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: প্রাঞ্জলতা কবিতার আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দেয়, পাঠক যদি আপনার কবিতার বক্তব্য বুঝতেই না পারে তাহলে এই কবিতা কার জন্য? অন্যদের কথা বলতে পারবো না, তবে একজন কবি (স্ব ঘোষিত) হয়েও আপনার এই কবিতার রহস্য ভেদ করতে পারলামনা বলে খুবই লজ্জিত। আশা করি ভবিষ্যতে আমাদের জন্যও কিছু লিখবেন!
শুভ কামনা রইলো!
১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২
খাটাস বলেছেন: প্রথমেই স্পস্ট ও সুন্দর সমালোচনার জন্য অনেক সাধুবাদ শামীম ভাই।
লেখার প্রসঙ্গে যদি বলি , তাহলে প্রথমেই দেখবেন, নাম দিয়েছি অকাব্য। আমি আসলে কবিতা পড়ি না বুঝি না বলে। নিজের কিছু সাধারণ চিন্তা কে শুধু গাঁথার চেষ্টা করেছি। দয়া করে আপনি লজ্জিত হবে না। আমার লেখার হাতের সীমাবদ্ধতার কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি।
লেখা ব্যক্ষার ইচ্ছা ছিল না। তবু নিজের সীমাবদ্ধতা ঢাকার জন্য একটু বুঝিয়ে বলছি।
জ্ঞানী গুণীরা মহাআকাশের মাঝে অসীম দূরত্ব হিসাব করেন।
কিন্তু আসলে অসীম হল আমাদের সমাজে আমাদের মতই এমনকি আমরা ও, আমাদের মানসিকতা; যারা ভাবি আমরা সব বুঝি। নীতি মালা দিয়ে যাই ঈশ্বরের মত। এর বিপক্ষে কেও গেলেই রাগ করি। নিজেকে সর্ব জান্তা ভাবি।
যদি ও এমন মানসিকতা আমাদের, তবু ও অস্বীকার করার উপায় নেই, আমাদের প্রতিটি বিন্দু ও জ্ঞানের মাঝেই ডুবে আছে।
কিন্তু জ্ঞান সমুদ্রের সামান্য পেয়ে কেও ঈশ্বর কে শিশুর ছেলে খেলা মনে করছেন। আবার এমনি কিছু জ্ঞানের মোহে কেও ঈশ্বরের নামে বলা সব কিছুই ঈশ্বর জ্ঞান করছেন।
এখন ও আমরা জ্ঞান চর্চা করি, শরীরের প্রয়োজনে।
শরীরের দাসত্তে আমাদের মন কাঁদতে কাঁদতে জড় হয়ে গেছে।
খুব সাধারণ এসব চিন্তা ভাবনা কে বলার চেষ্টা করেছি।
অনুপ্রানিত করার জন্য অনেক ধন্যবাদ ভাই।
আপনার জন্য ও অনেক শুভ কামনা রইল।
১৭| ১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১৪
মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানানোর মতো মানষিকতা খুব কম মানুষের ই থাকে। আপনার নম্রতা আমাকে খুবই মুগ্ধ করেছে। আপনি অতিশয় বিনয়ী একজন মানুষ বলেই আমার সমালোচনাকে এতো সুন্দর ভাবে গ্রহণ করেছেন! আমার সাধারণ একটি মতামত কে গুরুত্ব দিতে গিয়ে আপনি আপনার পুরো কবিতার সহজ ব্যখ্যা দিয়েছেন, যেটা প্রমাণ করে যে আপনি একজন উচু মনের মানুষ! ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবনা, তবে খুবই সম্মানিত বোধকরছি আপনার মতো একজন লেখকের লেখায় মন্তব্য করতে পেরে। দোয়া করবেন -'অনেক বড় লেখক হতে না পারলেও যেন আপনার মতো বিনয়ী একজন মানুষ হতে পারি '।
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:০৪
খাটাস বলেছেন: শামীম ভাই আপনার এই ভালবাসা ময় মন্তব্য পেয়ে সত্যিকার অর্থে আমি ভাষা হারিয়ে ফেলেছি ভাই। যে সম্মান আর ভালবাসা দিয়ে আপনি মন্তব্য দিলেন, তা কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। কিন্তু আমি মোটেই এত সম্মানের যোগ্য নই। ব্লগে অনেক অনেক ব্লগার আছেন, যাদের কাছে আমরা সবাই শিখে চলেছি। তবু ও ব্লগেই বা ব্যক্তিজীবনে ও হয়ত রাগ করি, মাথা ঠিক রাখতে পারি না। দোয়া করবেন যেন একজন মানুষ হতে পারি।
আর সমালোচনার কথা যদি বলেন, আমি মনে করি, সমালোচনা মানে একজন সম্পূর্ণ মানুষের দৃষ্টি ভঙ্গি। নিজে কে যাচাই এর জন্য, একটা নতুন দৃষ্টি ভঙ্গি পাওয়ার চেয়ে আনন্দ আর কি হতে পারে।
আমার ব্লগিয় জীবনে আপনার কাছে পাওয়া এই ভালবাসা আর সম্মান অনন্য সম্পদ হয়ে থাকবে ভাই।
আপনি নিজে অনেক বিনয়ী মানুষ ভাই। দোয়া করি, অনেক বড় লেখক হন, ভাল থাকবেন সব সময়।
১৮| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৩৭
সায়েদা সোহেলী বলেছেন: তবু ও
আত্মা লুকায়িত মাংসপিণ্ড মাত্র,
অনু-পরমানু ও অবঞ্চিত,
জ্ঞানবিদ্ধ তীরমালা।
.............................
............................
সময়ের সংসার দর্শী,
জড় ক্রন্দিত আত্মার,
দাসত্তেই সমাপ্তি।।
দুর্দান্ত !!
নাবুঝেই যদি কেউ এমন লিখে তাহলে বুঝলে কি হবে
থাক ভাই খাটাস বুঝে আর কাজ নেই , না বুঝেই লেখা চলুক
আবু শাকিল বলেছেন: ডেন্টিস্ট এর কাছে জামু।পয়সা দেন...কবিতা পড়তে গিয়া দাত ভাইঙ্গা গেছে।
( না্,মানে্,ইয়ে ,শব্দ গুলো একটু কঠিন যদিও তারপরেও কিভাবে কিভাবে যেন বুঝে ফেললাম এইটা কার গুন লেখকের না পাঠকের ?? )
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২০
খাটাস বলেছেন: হাহাহা সোহেলী আপু অনেক দিন পরে দেখলাম।
কবিতার কথা আর কি বলব, নাম ই দিয়েছি অকাব্য।
আসলেই আমি কোন কবির ব্লগে যাই না, কবিতা পড়তে গেলে হাজার চেষ্টা করে ও বুঝতে পারি না।
আমার আজিব চিন্তা ভাবনায় যে মূল্যায়ন দিলেন, আমি :#> :!> । অনুপ্রেরণা দায়ক সুন্দর মন্তব্যে অনেক ভাল লাগা ও কৃতজ্ঞতা আপু।
শাকিল ভাই রে আইস ক্রিম খাওয়াইতে চাইছি, আপনাকে ও খাওয়াবোনি । তবে সহজ শব্দের আশ্রয় নিলে আমার চিন্তা বেশি বুঝে ফেলত, তাই কিছু জটিল ( যদি ও আমার কাছে সহজ মনে হয় :!> ) শব্দ নিয়ে এলোমেলো ভাবে গুছিয়েছি।
আর ইয়ে না মানে, আসলে, মানে অনেকটা। না মানে বুঝতে পারার পুরো কৃতিত্ব, আমার এক বড় আপুর নাম সোহেলী।
সুন্দর ও মজার মন্তব্যের জন্য আবার ও কৃতজ্ঞতা আপু।
১৯| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৪০
লিরিকস বলেছেন: +
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২২
খাটাস বলেছেন: আপনার এই একটি প্লাস ও যে কোন ব্লগারের জন্য সহ ব্লগারের কাছে পাওয়া সুন্দর প্রেরণা।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা লিরিকস আপু।
২০| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০
বৃশ্চিক রাজ বলেছেন: +++++++
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৩০
খাটাস বলেছেন: নতুন ব্লগিয় পরিচয়ের ভিত্তিতে আপনাকে পাশে পাচ্ছি অনেক ভাল লাগছে তাতেই। তার ওপর এত দামি মূল্যায়নের জন্য অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ বৃশ্চিক ভাই।
ফাউ পেচালঃ বৃশ্চিক ভাই, বৃশ্চিক কি আপনার রাশি?
২১| ১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৯
বৃশ্চিক রাজ বলেছেন: ব্রো রাশি হতে যাবে কেন ? এটা আমার নাম। কেন আপনি স্করপিয়ন্স কিং এর নাম শুনেন নাই
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১২
খাটাস বলেছেন: ও অনেক ক্ষমা প্রা আর্থি ভাই। বুঝতে পারি নি। :#>
সুন্দর নাম।
২২| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪
খাটাস বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা হাসান ভাই। সব সময়ের মত সাথে থেকে ভাল মন্দ ব্যাপার গুলো স্বচ্ছ ভাবে বলায় অনুপ্রানিত হই বারবার।
২৩| ১৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০০
হাসান মাহবুব বলেছেন: ভালো লেগেছে।
২৪| ১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪
আরজু পনি বলেছেন:
দাসত্বের কঠিন প্রকাশ ...
২০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯
খাটাস বলেছেন: আপনাকে অনেক দিন পর দেখে ভাল লাগছে পনি আপু।
অকাব্য মূল্যবান মন্তব্যে মূল্যায়নের জন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন।
২৫| ২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৫
উপপাদ্য বলেছেন: এটা আসলে কোন ধরনের দাসত্ব সেটা নিয়ে ভাবছি।
অদৃশ্য ইশ্বরের সাথে তুলনাটুকু ভালো লাগেনি। হয়তো আমি ইশ্বরকে খুব ভালোবাসি তাই বলে।
ডিপ থট কবিতা। ধন্যবাদ।
২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৬
খাটাস বলেছেন: সুন্দর আর যেটা মনে হয়েছে সেটা বলার জন্য আন্তরিক ধন্যবাদ।
আর ঈশ্বরের সাথে তুলনা টা ভাল না লাগায় দুঃখিত ভাই, কিন্তু আমার কাছে এটা ছাড়া উপায় ছিল না।
অধিকাংশ মানুষ নিজে কে সঠিক মনে করে, সব কিছু তার মত হোক- এটা চায়। কিন্তু আমি ও তো বিশ্বাস করি- এ দাবি করার অধিলার শুধু যে সৃষ্টিকারী তার।
যারা সত্যি ই ঈশর কে ভালবাসে, আমি তাদের ভালবাসি।
আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপপাদ্য ভাই।
অনেক দিন পরে এলেন।
২৬| ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
উপপাদ্য বলেছেন: খুবই থটফুল আগেই বলেছি।
আর আমার কমেন্টের উত্তর পড়ে মিলিয়ে দেখি আপনি দারুন এক জিনিস আবিষ্কার করেছেন বটে। তবে কি এটাও এক ধরনের দাসত্ব, নয়কি?
দুঃখিত ভাই, আসলে সময় আমার সবচেয়ে বড় শত্রু। আপনাদের পোস্ট খুব মিস করি। সামুতে নটিফিকেশনের ব্যাবস্থা করা প্রয়োজন।
ভালো থাকুন।
২২ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৯
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপপাদ্য ভাই ব্যস্ততার মাঝে সময় করে আবার মন্তব্য করার জন্য। আর আসলে আবিস্কার নয়, আমরা সব ই জানি, আমি শুধু লিখেছি।
আপনার বক্তব্য আর মূল্যায়নে অনেক অনুপ্রানিত হলাম ভাই।
সময় করে মাঝে মাঝে ব্লগে আমাদের সাথে থাকবেন আশা করি।
আর সামুতে তো নটিফিকেশনের ব্যাবস্থা আছে। হয়ত কোন কারণে সমস্যা হয়েছে।
আবার ও অনেক ধন্যবাদ জানবেন ভাই। ভাল থাকবেন অনেক।
২৭| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ২:২৪
ডি মুন বলেছেন: শরীর পূজ্য আত্মার,
নিঃসঙ্গ জ্ঞানের মর্ম চেরা,
তবু ও কি তৃপ্তি।।
বাহ
২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪৮
খাটাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডি মুন ভাই।
আমি দেখেছি অনেক কবির ব্লগে আপনাকে। একনিষ্ঠ কবিতা ভক্তের মূল্যায়ন অনেক বিশেষ কিছু আমার কাছে।
অনেক ভাল থাকবেন ভাই।
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
মামুন রশিদ বলেছেন: গুণিত তীরবিদ্ধে,
ঈশ্বর আধোবুলিদের খেলনা।।
গুণিত তীরবিদ্ধে,
ঈশ্বর নমঃ স্তুতি ই ঈশ্বর।।
কঠিন ভাবনার প্রকাশ ।