![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্তিত্ব আর অনস্তিত্ব সব কিছুই সুত্র মেনে চলে। সুত্র যেখানে, সুত্র স্থাপনে সৃষ্টির প্রসঙ্গ সেখানে। দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রিয়া- প্রতিক্রিয়ার সুত্র অজানা হলেও, তা সৃষ্টি তত্ত্বের বাহিরে নয়।
আমি কবিতার কাছে নিঃশেষ হয়েছি
আমার বিষণ্ণ হৃদয়ের সবটুকু প্রেম
ঢেলে দিয়েছি কবিতার ঠোঁটে;
কবি দের ব্লগে আমার বিচরণ নেই বললেই চলে। তবু ও গল্পকার হিসেবে তার ব্লগে প্রথম যাওয়া। গল্পের বুনন শৈলীতে আমার মত নিরস মানুষ ও হয়েছি মুগ্ধ।
এর পরে খুব সাধারণ। ভাই বেরদারদের দলে প্রথম দেখা হয় বগুড়ার ত্রাণ দিতে গিয়ে। তখনই পরিচিত হলাম, কবি-গল্পকারের পেছনের চমৎকার একজন মানুষের সাথে। শান্ত শিষ্ট ছেলে।
চমৎকার কবিতা আবৃত্তি করেন কথার ছলে।
সাহিত্তের জানা অজানা নানা গল্প শুনেছি তার মুখে।
সর্ব ক্ষেত্রে ইতিবাচক মনের দারুন একজন মানুষ
প্রিয় ব্লগার ডি মুন ।
খুব কম সময়েই জয় করে নিয়েছেন অনেক পাঠকের মন।
আজ ব্লগের সেই সুপ্রতিষ্ঠিত কবি ও গল্পকার ব্লগার ডি মুনকে জন্মদিন।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ডি মুন ভাই
অনেক অনেক কাল বেঁচে থাকুন আমাদের মাঝে।
অনেক বড় সাহিত্যিক হোন।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
খাটাস বলেছেন: গিফট নিয়া আসেন, নাইলে হেতি পার্টি দিত না
২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৩
খেলাঘর বলেছেন:
শুভ জন্মদিন।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫
খাটাস বলেছেন: ধন্যবাদ।
৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৭
প্রবাসী পাঠক বলেছেন: একেবারে মেধাহীন ব্লগার প্রবাসী পাঠকের পক্ষ থেকে মহান ব্লগার ডি মুন এর জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা জানাচ্ছি।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৭
খাটাস বলেছেন: গল্প সংকলন সিন্ডিকেটের নানা সুকর্মের অন্যতম হোতা প্রবাসী ভাই কে ধইন্নবাদ।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৪৮
ডি মুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এই অকৃতি অধমকে এতটা ভালবাসার জন্য। আপনাদের সাথে পরিচিত হয়ে আমি নিজেই ধন্য হয়েছি।
আমাকে খুব অল্প সময়ের মধ্যে আপনাদের মতো গুণী মানুষেরা যে এতটা আপন করে নিয়েছেন - এর চেয়ে বড়ো প্রাপ্তি আমার এই ছোট্ট জীবনে আর কিছু নেই।
ভালবাসার ঋণ অপরিশোধযোগ্য। আপনার ও আপনাদের এই ভালবাসা আমি মাথায় তুলে নিলাম।
ধন্যবাদ প্রিয় খাটাস ভাই
নেন এইবার কেক খান
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯
খাটাস বলেছেন: হুর মিয়া কি কন না কন।
ভাই বেরাদার ভাই বেরাদার
আমি অন লাইনে উইশ করি,
অন লাইনে খাই না।
তাড়াতাড়ি ঢাকায় আইসা পার্টি দিতে হবে।
৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৫১
ডি মুন বলেছেন: ধন্যবাদ স্নিগ্ধ শোভন ভাই
ইশ, ঢাকায় থাকলে এখন ভীষণ মজা হত। আপনাদের জ্বালাইয়া মারতাম
@ স্নিগ্ধ শোভন ভাই
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
খাটাস বলেছেন: হুম আপনার ঝাকুনি মুলক কবিতা আবৃত্তি শোনার অপেক্ষায় আছি। সবাইরে শোনাইতে হবে।
৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০০
ডি মুন বলেছেন: @ খেলাঘর
আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
ভালো থাকুন সবসময়।
৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০০
স্নিগ্ধ শোভন বলেছেন:
মিস ইউ ভ্রাতা
সময় করে ঢাকায় চলে আসুন !!
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫০
খাটাস বলেছেন: ঠিক সহমত।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৪
ডি মুন বলেছেন: @ প্রবাসী পাঠক
আপনাকে ধন্যবাদ দেব না।
শুধু বলি, আপনি আমার ভাই, আমার বন্ধু। এরকম সবসময় পাশে থাইকেন।
নেন এইবার কেক খান।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫২
খাটাস বলেছেন: প্রবাসী ভাই রে কেক দিয়েন না।
তাইলে কেক নিতে দেশে চলে আসবেন।
দেখা হয়ে বড় পার্টি হবে।
৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:০৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: শুভ জন্মদিন ডি মুন ভাই
জার্মানির ব্ল্যাক ফরেস্টে আছি তাই অরিজিনাল ব্ল্যাক ফরেস্ট কেক দিলাম । টেস্ট কেমন হল জানাবেন । ইয়ে মানে কেকে হালকার উপর ঝাপসা অ্যালকোহল ব্যাবহার করা হইয়েছে। অরিজানাল ব্ল্যাক ফরেস্ট কেকের টেস্ট পেতে হলে যা কিনা অবশ্যই থাকতে হবে। অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল আগামি দিনের জন্য ।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৫
খাটাস বলেছেন: না মানে ইয়ে, অর্ধেক কেক খাওয়া যাবে। বড় দের কেক তো। :#>
ডি মুন ভাই ছোট মানুষ, কম কইরা দিতে হবে।
অনেক ধন্যবাদ কাপ্রিসিয়াস ভাই।
১০| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:১৮
ডি মুন বলেছেন: @ ক্যপ্রিসিয়াস
প্রকাশ্যে- নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, !!!! এলকোহল হারাম !!!!!! আমি খামু না
গোপণে - আহ, খেয়ে অনেক মজা পাইলাম ভাই। একগুচ্ছ ধনিয়া পাতা গ্রহণ করেন। টেস্ট মাশাআল্লাহ, দারুণ।
তবে যদি জার্মানির ব্ল্যাক ফরেস্টে আপনার সাথে একত্রে বইসা কেকটা খাইতে পারলে সঠিক টেস্টটা পাওয়া যাইত। বাংলাদেশে আসতে আসতে আবহাওয়াগত তারতম্যের কারণে স্বাদের হেরফের ঘইটা গেছে।
অনেক ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন। সুন্দর থাকুন।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭
খাটাস বলেছেন: ছি ছি এলকোহল হারাম !!!!!!
আমারে দিয়া দেন। :!>
১১| ০৫ ই নভেম্বর, ২০১৪ ভোর ৪:২৫
ক্যপ্রিসিয়াস বলেছেন: দুঃখের কথা কি বলব ভাই একদম শুরুর দিকে আমি না জেনে একদিন একপিস খেয়েছিলাম , পরে এতে অ্যালকোহল আছে জানার পরে আর খাইনি। তবে সত্যিই অসাধারন। আর হ্যা আপনি আসলে অবশ্যই ব্ল্যাক ফরেস্টের আসল ব্ল্যাক ফরেস্ট কেকের টেস্ট আবার নেব আবার না হয় একদিনের জন্য। নিমন্ত্রন রইল।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৮
খাটাস বলেছেন: নিমন্ত্রণ শুধু ডি মুন ভাই এর জন্য?
আমরা সবাই যাব না? তীব্র প্রতিবাদ জানাই।
১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
শুভ জন্মদিন, ডি’মুন....!!!!!
থেংকু জনাব খাটাস
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
খাটাস বলেছেন: হাহাহা আপনাকে ও অনেক ধন্যবাদ প্রিয় মইনুল ভাই।
১৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ব্লগার ডি মুনকে জন্মদিনের শুভেচ্ছা
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
খাটাস বলেছেন: শুভেচ্ছা
১৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৩
জাফরুল মবীন বলেছেন: ছোট ভাই ব্লগার ডি মুন ( চাঁদ কুমার) কে জন্মদিনের একরাশ শুভেচ্ছা
ভাই খাটাশকে ধন্যবাদ ব্লগে অনুষ্ঠান আয়োজনের জন্য।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৯
খাটাস বলেছেন: সবাই যেন এক সাথে ডি মুন ভাই এর জন্মদিন পালন করতে পারি, সে উদ্দেশ্যেই এ ক্ষুদ্র প্রচেষ্টা প্রিয় মবীন ভাই।
আপনাকে ও অনেক ধন্যবাদ।
১৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:২১
এহসান সাবির বলেছেন: বাম বুম বাম দুম (আতশ বাজি)
শুভ কামনা সব সময়।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২২
খাটাস বলেছেন:
আজকের আতশবাজ সাবির ভাই কে ধন্যবাদ।
১৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৫৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শুভ জন্মদিন ডি মুন ভাই। ভালো থাকুন। সব সময়।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
খাটাস বলেছেন: সজীব ভাই কে ধন্যবাদ।
১৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:০৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শুভ জন্মদিন ডি মুন ভাই।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৩
খাটাস বলেছেন: রঙ্গ ভাই কে ধন্যবাদ।
১৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪
সোহানী বলেছেন: আরে কি শুরু করছেন আপনারা.....একজন দেন ব্লাক ফরেস্ট... আরেকজন দেন হোয়াইট ফরেস্ট....... ডাইরিয়া হইলে কিন্তু স্যালাইন পাঠানোর দায়িত্ব আপনাদের।
হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে প্রিয় ব্লগার ডি মুন। হাজার বছর বেচেঁ থাকেন আমাদের মাঝে..... দরকার হলে ভুত হয়ে !!!!!
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫
খাটাস বলেছেন: হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে প্রিয় ব্লগার ডি মুন। হাজার বছর বেচেঁ থাকেন আমাদের মাঝে..... দরকার হলে ভুত হয়ে !!!!!
মনোহরি মন্তব্য সোহানি আপু।
১৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
অপূর্ণ রায়হান বলেছেন: @ডি মুন ভ্রাতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা
@খাটাস ভ্রাতা , আপনাকেও অনেক ধন্যবাদ
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৬
খাটাস বলেছেন: আপনাকে ও ধন্যবাদ ভ্রাতা।
ইয়ে কাপ্রিসিয়াস ভাই এর কেকে এলকোহল আছে। ছি ছি বাজে জিনিস। :-&
আপনার টা তে নাই? :!>
২০| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভ জন্মদিন
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
খাটাস বলেছেন: ধন্যবাদ নাজমুল ভাই কে।
২১| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৭
খাটাস বলেছেন: ধন্যবাদ মুন্না ভাই কে।
২২| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৬
মাহমুদ০০৭ বলেছেন: এইটা কি করলা ভাই !!!!!
এইটা ত উনার আসল জন্মদিন না , এইটা উনার ফেসবুকিয় জন্মদিন । হের বছরে ২০ টা জন্মদিন থাকে । পোস্ট দিতে দিতে ত ফতুর হইয়া যাইবা ।
জাতির লগে এত ভয়াবহ প্রতারণা ঝাতি মাইন্না লইব না ।
পাইলে হেরে আমি ঝাকি দিনু
দিন যত যাইতেছে ততই হের চরিত্র আমার কাছে স্পষ্ট হইতাছে ।
পুলাটারে ভালাই মনে করছিলাম
কে জানত হায় !!!!!!!!!
হাহাহ , ভালা থাইক ভাই । পোষ্টের লিগা ধইন্না ।
হে মহান ব্লগার !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
আপনার ফেসবুকিয় জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করুন জনাব ।
০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩১
খাটাস বলেছেন: হেহে বিশ টা জন্মদিন হইলে তো ক্ষতি নাই মাহমুদ ভাই।
আমার না হয় কয়েকটা পোস্ট যাবে, আর কিছু মেগাবাইট।
কিন্তু মহান ব্লগারের মানি ব্যাগ দিন দিন রুগ্ন থেকে রুগ্ন হতে থাকবে।
লাভ আমাদের ই।
হুম মহান ব্লগারের চরিত্র ছাপায়া দেন ব্লগে, আমরা যাইয়া নানা বিষয়ে আলোচনা করি।
আপ্নারে ও ধইন্না ভাই।
আসেন জার্মানি কেক খাই।
২৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
আমিনুর রহমান বলেছেন:
এই ভুদাইলাইন থুক্কু অনলাইনে কেইকে আমার মন ভরতো না। ঢাকায় তাড়াতাড়ি এসে কেক খাওয়াই যা নাইলে কইলাম তোকে ভচকাইতে কাল্পনিক জসিম কে খবর দিমু
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০১
খাটাস বলেছেন: ঠিক অনলাইন কেক খাইয়া লাভ নাই।
রাত বারোটার মধ্যে কেক না পাইলে কাল্পনিক জসিম ভাই রে খবর দেওয়া হোক।
২৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন প্রিয় 'ডি মুন' ভাইয়া ।
জন্মদিনে অনেক অনেক শুভকামনা ।
ধন্যবাদ 'খাটাস' ভাইয়া, প্রিয় এই ভাইয়াটার জন্মদিন শেয়ার করার জন্য ।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
খাটাস বলেছেন: সবাই মিলে প্রিয় ব্লগারের জন্মদিন পালন করতেই এই পোস্ট।
আপনাকে ও অনেক ধন্যবাদ প্রিয় মামুন ভাই।
২৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৮
সুমন কর বলেছেন: অামি কাল রাতেই প্রায় ১২.০৬মিনিটে শুভেচ্ছা জানিয়ে এসেছি।
শুভ জন্মদিন, ডি মুন
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৪
খাটাস বলেছেন: আইন মন্ত্রী দেখি সব কিছু আগে আগেই করে।
ধন্যবাদ সুমন দা।
২৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩৮
তুষার কাব্য বলেছেন: শুভ জন্মদিন মুন ভাই ...
অনেক অনেক শুভকামনা ।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৫
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ তুষার কাব্য।
২৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১৮
কলমের কালি শেষ বলেছেন: শুভ জন্মদিন ডি মুন ভাই । দোয়া রইলো শান্তিপূর্ন জীবনযাপন অতিবাহিত করার জন্য ।
অনেক ধন্যবাদ খাটাস ভাই এই শুভদিনটি আমাদের সামনে উপস্থাপন করার জন্য ।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৬
খাটাস বলেছেন:
দোয়া রইলো শান্তিপূর্ন জীবনযাপন অতিবাহিত করার জন্য ।
অনেক ধন্যবাদ আপনার জন্য কালি ভাই।
২৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৩
স্বপ্নবাজ অভি বলেছেন: শুভেচ্ছা খাটাস সুপ্রিয় এই গল্পকার কাম কবি'র জন্মদিনকে স্মরনীয় করে তোলার জন্য !
আমি ডি মুনের ফ্যানবেসে নাম লিখিয়েছিলাম ওনার গল্প পড়ে , গল্পে অদ্ভূত মাদকতা নিয়ে আসেন উনি , ইদানিং ব্লগে আগের মতো সময় দেয়া হয়না , তাই চাইলেও গল্পকারদের সাথে সময় দেয়া হতোনা , কিন্তু হাতেগুনা যে কয়জন গল্পকারের গল্প আমি মিস করতে চাইনা ডি মুন তার মাঝে একজন ! পাশাপাশি সাবলীল কাব্যে উনি মুগ্ধ করেছেন !
কিছুদিন আগে এক বৃষ্টিভেজা গোধূলী বেলায় আমরা একসাথে ভূনা খিচুড়ি সেবন করেছিলাম আজিজে ! মুন ভাই শান্ত , শিষ্ট অতিমাত্রার ভালো মানুষ !
ভাইকে জন্মদিনের অশেষ শুভেচ্ছা , শুভ হোক জন্মদিন তার ঠেলায় বাকী জীবন
ট্রিট কি ভাই ভ্রাদারের কাছ থেকে চেয়ে নিতে হয় নাকি ?
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
খাটাস বলেছেন: উনি কবি হিসেবে কেমন জানি না, কবিতা বুঝি না বলে। :!>
তবে গল্পকার এবং মানুষ হিসেবে অত্যন্ত বেশি চমৎকার।
আমি ও তার হাতের অতি সুস্বাদু মাংস খেয়েছি।
@ ডি মুন ভাই, ট্রিট কি ভাই ভ্রাদারের কাছ থেকে চেয়ে নিতে হয় নাকি ?
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
খাটাস বলেছেন: ও দিন টি স্মরনীয় করে তোলার পেছনে আরও কারিগর আছেন,
একটু পরে ফাঁস করছি ।
২৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৭
হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন মুন।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১১
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাই।
৩০| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫৯
লেখোয়াড় বলেছেন:
শুভেচ্ছা জন্মদিনের, ডি মুন।
খাটাস আপনাকেও শুভেচ্ছা।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ অন্যতম প্রিয় লেখোয়াড় ভাই।
৩১| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৬
ইমিনা বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ডি মুন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য
অার, আমার অনিক ভাইয়ার জন্যও অনেক ভালোলাগা এবং শুভকামনা রইলো।।
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
খাটাস বলেছেন: হাহাহা আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ইমিনা আপু।
৩২| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৭
ডি মুন বলেছেন: @ক্যপ্রিসিয়াস
ভাই আপনার নিমন্ত্রণ আমি বুক পাইতা গ্রহণ করলাম। আমি দুই মিনিটের মধ্যে আসতেছি। আপনি কয়েক বছর অপেক্ষা করেন।
আর ইয়ে মান ..... প্লেনের ছাদে চড়ে জার্মানি যাওয়া যাবে তো। ওইসব পাসপোর্ট ভিসার ঝামেলায় যাইতে পারুম না
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪
খাটাস বলেছেন: একা গেলে চলব?
আমরা ও যাইতাম জার্মানি, জাবালে নুরে।
৩৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৩
ডি মুন বলেছেন:
@
মাঈনউদ্দিন মইনুল ভাই,
আমি তুমি আমরা,
জাফরুল মবীন ভাই,
এহসান সাবির ভাই,
মোঃ সাইফুল ইসলাম সজীব ভাই,
বঙ্গভূমির রঙ্গমেলায়,
সোহানী,
অপূর্ণ রায়হান ভ্রাতা,
নাজমুল হাসান মজুমদার ভাই,
মুন্না-কিশোরগঞ্জ,
মাহমুদ০০৭ দ্যা বদমাইশ পোলা
আমিনুর রহমান ভাই,
মামুন রশিদ ভাই,
সুমন কর ভাই,
তুষার কাব্য ভাই,
কলমের কালি শেষ,
স্বপ্নবাজ অভি ভাই,
হাসান মাহবুব ভাই,
লেখোয়াড়,
ইমিনা
সকল বড় ভাই, ভ্রাতা এবং সহব্লগারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি কেক খাইতে আপনাদের ভালো লাগে না তাই আপনারা ধইন্যা পাতা গ্রহণ করুন।
আর এই পুদিনা পাতার জুস শুধুমাত্র খাটাস ভাইয়ের জন্যে
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮
খাটাস বলেছেন: এই আয়োজনের পেছনের অন্যতম ষড়যন্ত্রকারী আমিনুর রহমান ভাই, স্নিগ্ধ শোভন ভাই এবং মুহিব জিহাদ ভাই কে এসে গ্লাস থেকে নিজ নিজ ভাগ সংগ্রহ করার অনুরোধ জানাই।
আর আমার ভাগের খানা প্রিয় বাড্ডে বয় কে খাওয়ার জন্য জবরদস্তি করা হল।
৩৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৬
ডি মুন বলেছেন: @ মাহমুদ ভাই, এখনো সময় আছে আশেপাশে মহান ব্লগার ডি মুনের মতো মহান আর ভালো মানুষদের দেখেন এবং ভালো হয়ে যান
আপনার অপপ্রচারে ঝাতি কিছুতেই দিকভ্রান্ত হবে না। বৃথা চেষ্টা কইরা লাভ নাই
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৯
খাটাস বলেছেন: অপেক্ষাকৃত কম মহান ব্লগারের দৃষ্টি আকর্ষণ করা যাইতেছে।
৩৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৮
ডি মুন বলেছেন: @ সাবির ভাই,
ব্রাকেটে আতশবাজি না লিখে দিলে খবর ছিলো !!!!! আমি তো প্রথমে ভাবছিলাম, খুশিতে বোম্বিং করতেছেন
৩৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯
ইমিনা বলেছেন: আমি কেক খেতে ভালোবাসি। আমি কেক খেতে চাই @ ডি মুন
৩৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
ডি মুন বলেছেন: @ আমিনুর ভাই
ইয়া আল্লা না না না কাল্পনিক জসিম ভাইরে খবর দিয়েন না। উনার বিরাট বপু দেখলেই ভয়ে আমার গলা শুকাইয়া যায়।
উনি সকালে আমাকে ফোন করে প্রথমেই আমার বান্ধবী আছে কিনা খোঁজ নিয়েছেন তারপর বলেছেন, যেন আজকেই আমি আরেকটা নতুন জন্মের উপলক্ষ তৈরি করি।
ভাবতেছি কি করা যায় !!!! উনার কথা তো আর ফালাইয়া দেয়া যায় না।
আর নিকটস্থ আপনি বেকারী থেকে সুন্দর একটি দশ পাউন্ডের কেক কিনে খেয়ে আমাকে ছবি পাঠান(খাটাস ভাইরেও একটুখানি দিয়েন ) টাকা যা লাগে গোলাপ ভাই দেবে, নো চিন্তা !!!
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২১
খাটাস বলেছেন: কেক হাতে না আসা পর্যন্ত রক্ষা নাই।
৩৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮
ডি মুন বলেছেন:
@ইমিনা
বি দ্রঃ কেক খেয়ে যদি পেটের মধ্যে গুড়গুড় আওয়াজ পান তাহলে কেস খারাপ হওয়ার আগেই ব্লগার সোহানীর কাছ থেকে এস এম সি'র ওরস্যালাইন সংগ্রহ করে নেবেন
৩৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
আবু শাকিল বলেছেন: ধন্যবাদ অনিক ভাই।
প্রিয় ব্লগার ডি মুন ভাইয়ের জম্মদিন স্মরণ করিয়ে দেবার জন্য ।
শুভ জম্মদিন ডি মুন ভাই।
আর আমি কিন্তু ভার্চুয়াল খানা-পিনা খাই না
০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৪
খাটাস বলেছেন: আবু শাকিল বলেছেনঃ আর আমি কিন্তু ভার্চুয়াল খানা-পিনা খাই না
+++++++++++
বলে তো দিয়েছেন হৃদয়ের কথা।
অনেক ধন্যবাদ শাকিল ভাই।
৪০| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
ডি মুন বলেছেন: @ স্বপ্নবাজ অভি ভাই
আবেগে আবেগিত হইয়া পুরা ধইন্যা পাতা ক্ষেতটাই আপনারে দিয়া দিলাম। যত খুশি নিয়ে নেন
৪১| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
ডি মুন বলেছেন: ধন্যবাদ প্রিয় আবু শাকিল ভাই
অনেক কেক দিয়েছি, ঝটপট খেয়ে নেন।
৪২| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১০
মৃদুল শ্রাবন বলেছেন: গুগোলের কেক খামু না।
দাওয়াত দিয়ে জিলাপী খাওয়ান তবু ভালো কিন্তু এইভাবে পিসির সামনে বসে জীভের পানি ফালানো আর সম্ভব না কইলাম।
০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
খাটাস বলেছেন: হুম ঘটনা সত্য।
৪৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৬
ডি মুন বলেছেন: @ মৃদুল শ্রাবণ ভাই,
জিলাপী খাবেন -- সে কথা আগে বলতে হয়!!!! আমি তো আপনার জন্যে বিরিয়ানীর ব্যবস্থা করছিলাম। যাই হোক, এই যে নেন একদম কড়া করে ভাজা জিলাপী। মুখ দিলেই বলবেন, আহ সুবাহানাল্লাহ, কি মজা
৪৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
মৃদুল শ্রাবন বলেছেন: @মুন ভাই, আমি ঠান্ডা জিলাপী খাই না।
৪৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০০
হামিদ আহসান বলেছেন: জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ডি মুন ভাই । অনেক অনেক কাল বেঁচে থাকুন আমাদের মাঝে আর অবদান রাখুন শিল্পসাহিত্যের অঙ্গনে।
৪৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬
কান্ডারি অথর্ব বলেছেন:
খাটাসকে অনেক ধন্যবাদ পোস্টের জন্য।
শুভ জন্মদিন মুন। ভাল থাকিস অনেক।
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
খাটাস বলেছেন: আপনাকে ও অনেক ধন্যবাদ কাণ্ডারি ভাই।
৪৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
পোস্ট দাতা ও মুন ভাই
দুজনের জন্যই যথাক্রমে
ধন্যবাদ আর শুভেচ্ছা রইল !
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৫
খাটাস বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা আপনাকে ও গ্রানামা।
৪৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৮
তিথীডোর বলেছেন: হ্যাপি বার্থডে ভাইয়া!.ভালো থেকো সবসময়!----তিথী আপু
৪৯| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:১০
পার্থ তালুকদার বলেছেন: শুভ জন্মদিন মুন ভাই।
৫০| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৪
জানা বলেছেন:
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা প্রিয় ডি মুন।
আমি আবার সবসময় ঐ রিক্সায় চড়েই পার্টিতে যেতে ভালবাসি। আমার রিক্সাটার বয়সও ৮বছর হয়ে গেল। একেবারেই গজগতি। তাই পার্টিতে আসতে দেরী হয়ে গেল কিছু মনে করবেন না। অন্তত ৬ তারিখ পড়ে যাবার ৬ মিনিট আগেই আসতে পেরেছি বলে আমার ভাল লগছে।
শুভ হোক, মঙ্গলময় হোক, আনন্দের হোক আপনার প্রতিটি কাজ এবং প্রতিটি দিন।
৫১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
*কুনোব্যাঙ* বলেছেন: শুভ জন্মদিন সুপ্রিয় ডি মুন
৫২| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪
ডি মুন বলেছেন: @হামিদ আহসান ভাই
ধন্যবাদ প্রিয় হামিদ আহসান ভাই। সুস্থ ও সুন্দর থাকুন আর ব্লগ মাতিয়ে রাখুন।
@কাণ্ডারি অথর্ব ভাইয়া
তুমিও ভালো থাকো সবসময়।
@ স্বপ্নচারী গ্রানমা
আপনাকেও ধন্যবাদ ও শুভেচ্ছা। সুস্থ ও সুন্দর থাকুন সর্বদা।
@ তিথীডোর
তিথী আপু, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা।
@ পার্থ তালুকদার
এক বস্তা ধন্যবাদ পার্থ ভাই। আমাদের দুজনের জন্মদিন তো একই দিনে
আপনাকেও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
সবার জন্য ভার্চুয়াল ট্রিট;
৫৩| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮
ডি মুন বলেছেন: @জানা আপু
নাহ, একদম দেরি হয় নি, সময়মতই হাজির হয়েছেন আপুমনি। আমারই তো রিপ্লাই দিতে কিছুটা দেরী হয়ে গেল
আপনি যে শত ব্যস্ততার মধ্যেও সময় করে এই ছোট ভাইটিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওয়া।
আপনার রিক্সাটা অক্ষয় হোক। আর এই রিক্সাটাই যুগ যুগ ধরে আপনাকে বয়ে নিয়ে যাক ব্লগারদের হৃদয়ের একেবারে কাছে, এটাই কামনা।
সুস্থ ও সুন্দর থাকুন সবসময়। নিরন্তর শুভকামনা রইলো প্রিয় জানা আপু।
নিন এবার আর কথা নয়, কেক খাওয়ার পালা
৫৪| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০১
ডি মুন বলেছেন: @ কুনোব্যাঙ ভাই
বাহ, দারুণ কেক। আমি বৃশ্চিক, আমার কেকের উপরেও বৃশ্চিক।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় কুনোব্যাঙ ভাই।
ভালো থাকুন সবসময়। শুভেচ্ছা।
৫৫| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১:০৫
ডি মুন বলেছেন: @ মৃদুল শ্রাবণ ভাই
জিলাপী কালকে সকালে রোদে দিয়ে গরম করে নিয়েন। তাতে করে একস্ট্রা কিছু ভিটামিন ডিও যোগ হবে।
৫৬| ০৬ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৩৮
ঢাকাবাসী বলেছেন: দেরী হল মনে হচ্ছে, তবু আন্তরিক শুভেচ্ছা।
৫৭| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ৭:৫৯
জুন বলেছেন: শুভ জন্মদিন ডি মুন
বেটার লেট, দেন নেভার
৫৮| ০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫
সোহানী বলেছেন: আমি এখানে পক্ষপাত দুষ্ট কেক বিতরন দেখছি :-& :-& :-& :-& ... জানা আপুর জন্য স্পেশাল হোটেল শেরাটনের কেক আর বাকিদের জন্য করিম মিয়ার দোকানের কেক..... এ পক্ষপাতিত্ব কিছুতেই হজম করা যায় না... @ ডি মুন
০৬ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৪৭
খাটাস বলেছেন: .. এ পক্ষপাতিত্ব কিছুতেই হজম করা যায় না
৫৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:২০
ক্যপ্রিসিয়াস বলেছেন: @খাটাস ভাই , আপনারও নিমন্ত্রন রইল। আশার আগে খালি একটু আওয়াজ দিয়া আইসেন নাইলে আমার যেই ভুলা মন আর কাজের চাপ দেখা যাইব আপনি তুষারের নিচে চাপা পড়ে গেছেন আমার অপেক্ষায় থাকতে থাকতে আর আমি কম্বল মোড়া দিয়ে ঘুমাচ্ছি।
@ডি মুন ভাই , আপনি প্লেনের ছাদে চড়ে আসতে পারবেন কিন্তু যেই ঠান্ডা পড়তেছে দেখা যাবে আপনি জার্মানি পর্যন্ত পৌছানোর আগেই আকাশের মেঘের দেশে চলে যাবেন , এত তাড়াতাডি পরপারে না যাওয়াই ভাল। আসলেই ভাই ইউরোপের ভিসা নিয়ে যা কাহিনী করে এম্বেসিগুলো আর যেই পেইন দেয় পোলাপাইনরে তা ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ কামনা রইল , ভাল থাকবেন।
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩২
খাটাস বলেছেন: হাহাহা অনেক ধন্যবাদ ক্যপ্রিসিয়াস ভাই। ভাল থাকবেন সব সময়।
৬০| ০৭ ই নভেম্বর, ২০১৪ ভোর ৫:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন:
শুভজন্মদিন ডি মুন ।।
৬১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:০৩
ডি মুন বলেছেন: সবাইকে আবারো ধন্যবাদ
সুস্থ ও সুন্দর থাকুন সকলে।
০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩
খাটাস বলেছেন: আপনি ও ভাল থাকুন আর লিখতে থাকুন সব সময়।
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৪
খাটাস বলেছেন: @ইমতিয়াজ ভাই
৬২| ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪১
ইমতিয়াজ ১৩ বলেছেন: @ পরিবেশ বন্ধু এর গিফটা সুন্দর হয়েছে। আর দেরি করে হলেও শুভ জন্মদিন ডি মুন
১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৩
খাটাস বলেছেন: @ডি মুন ভাই কে গোলাপ নেয়ার জন্য আমন্ত্রন জানালাম ইমতিয়াজ ভাই।
কাল গোলাপ কি সত্যি হয়?
শুভেচ্ছা রইল ভাই।
৬৩| ১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০০
ইমতিয়াজ ১৩ বলেছেন: হুম হয়, আগে অনেক শুনেছি এবং কিছু দিন আগে শাহবাগের ফুলেরর আড়তে দেখেছি।
১১ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২
খাটাস বলেছেন: এটা জানা ছিল না। অনেক ধন্যবাদ ইমতিয়াজ ভাই তথ্য এর জন্য।
এবার কোমর বেঁধে খুঁজতে শুরু করব।
ভাল থাকবেন অনেক।
৬৪| ১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯
ডি মুন বলেছেন: ইমতিয়াজ ভাইয়ের কালো গোলাপ সাদরে গৃহীত হলো
ধন্যবাদ ইমতিয়াজ১৩ ভাই। কালোগোলাপ তো খুবই চমৎকার দেখতে।
আশাকরি আমার আগামী দিনগুলো কালো গোলাপের মতো সুন্দর হয়ে উঠবে
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
শুভ জন্মদিন মুন ভাই