![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম: কামরুল হাসান বাবু । এম কম, এম বি এ। এক লম্বা সময় সংবাদ কর্মী হিসাবে বিচরন করেছি, ভালো করতে পারিনি । অপ্রাপ্তি আর টাকার মায়া টেনে নিয়ে আসে ব্যবসা পেসায় । মনের কথা প্রকাশ করতেই ব্লগ এ লিখার চেষ্ঠা ।
অনেক দিন হয়ে যায় মিছিল,আন্দোলনে যায়নি ।আসলে আন্দোলনে যাব কার জন্য ? কিন্তু এই আন্দোলনে প্রশ্নটি নেই। দেশের জন্য আন্দোলন । মায়ের জন্য আন্দোলন । তাই আমিও ছিলাম সবার সাথে শাহাবাগে । আমার কয়েক জন ছোট ভাই কে সাথে নিয়ে গিয়ে ছিলাম । ওদের সব সময় মানা করেছি -আন্দোলনে যাবেনা, মিছিল দরকার নাই । ওদের সাথেই ছিলাম শাহাবাগে । স্লোগানে মুখরিত শাহাবাগ। স্লোগানের সাথে গলা মিলিয়েছি , দিয়েছি হাত তালি । দেখা হলো কয়েক জন সাবেক সহ কর্মীর সাথে ( সংবাদ কর্মী) ।
সবার ভাবনা একটাই আন্দোলন । আজও যাব । সন্ধার আলোতে মিছিল আমাকে খুব টানে , তাই সন্ধায় ই যাব । দেখা হবে রাজপথে ।
আকাশের বুকে যখন আলো মিলিয়ে যাবে তখনো আমরা আলো হয়ে জেগে রবো দেশের জন্য ।
কিন্তু আজকের স্লোগান কি হবে ? গতকালের মত , নাকি এক ধফা নিয়ে আন্দোলন হবে ,
বানানো হবে নতুন স্লোগান ? না হলে কি আন্দোলনের সুফল আসবে ? কারন
ট্রাইবুনালের ২১(২) নং ধারায় বলা হচ্ছে , কোন আসামী বেকেসুর খালাস (Accrual ) হলেই সরকার পক্ষ আফেলিয়েট ডিভিসনে আপীল করতে পারবে / সাজা প্রাপ্তদের সাজা বৃদ্ধির জন্য আপীল করার সুযোগ নেই । ধারা না পালটালে কি কাদের মুল্লা সহ বাকী রাজাকার দের সাজা নিশ্চিত কারা যাবে ?
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯
নিষ্কর্মা বলেছেন: মনে রাখবেন, জনতাই ৯৯% ।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
চেয়ারম্যান০০৭ বলেছেন: রাজাকারদের ফাসি চাই।আন্দোলন চলছে.।চলবে