![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম: কামরুল হাসান বাবু । এম কম, এম বি এ। এক লম্বা সময় সংবাদ কর্মী হিসাবে বিচরন করেছি, ভালো করতে পারিনি । অপ্রাপ্তি আর টাকার মায়া টেনে নিয়ে আসে ব্যবসা পেসায় । মনের কথা প্রকাশ করতেই ব্লগ এ লিখার চেষ্ঠা ।
গত রাতের অনেকটা সময় আমি টেলিভিশনে'র সামনে ছিলাম ।
যথারিতি টকশো । বিষয়ঃ প্রজন্ম চত্তর ।
আলোচনায় প্রজন্ম চত্তরের কয়েকজন প্রতিনিধি অংশ গ্রহন করেন । উনাদের নেতৃত্বে / সমন্বয়েই প্রজন্ম চত্তর জেগে আছে ।
সময় টিভি , channel 24 এ আমাদের প্রতিনিধিদের কথা স্রবন করলাম ।
উনারা কি বলছেন তা নিয়ে আমার কোন প্রস্ন নেই । ভাল বলেছেন ।
প্রস্ন হচ্ছে টকশোতে এখন ই যাবার সময় হয়েছে ?
একজন প্রতিনিধিও যদি ভুল করে একটি ভুল বার্তা বলে ফেলেন তাহলে কি হতে পারে ?
অথবা আমাদের প্রতিনিধি নয় এমন কেও যদি প্রতিনিধি সেজে ভুল বার্তা দেন ?
একবার ভাবুন , প্রজন্ম চত্তরে কেন বক্তৃতা দিতে দেয়া হচ্ছে না ?
কারন কিন্তু আমরা সবাই জানি ।
আমাদের দাবীতো একটাই , রাজাকার দের ফাসি চাই ।
চরমপত্র পাঠ ও শপথ করেছি লক্ষ মানুষ শাহাবাগে , টিভি এর সামনে শপথ করেছে
কোটি জনতা । সবাই জানি আমাদের দাবী কি ।
সকল টিভি - মিডিয়া আমাদের দাবী জানিয়ে দিচ্ছে দেশকে ।
প্রজন্ম চত্তরের স্লোগান ই আমাদের মুল দাবী । ওখানকার মানুষ জনতাই আমাদের নেতা ।
ঐ স্লোগান ই আমাদের নেসা । এর বাহিরে কোন হিসাব নাই -দাবী নাই ।
গত কাল লিখেছিলাম- ঘুমাবে না প্রজন্ম চত্তর ,একটা সময়ের পড়ে আমাদের ঘুম আসবে। কিন্ত মাথায় থাকতে হবে আমাদের বিবেক যেন ঘুমিয়ে না যায় ।
আজ কেন যেন মনে হচ্ছে আমাদের বিবেক ক্লান্ত হয়ে যাচ্ছে । তার পর কি বিবেক ঘুমাতে চাইবেনা ?
ঘুমন্ত বিবেক সহজেই ভুল করে , এটা সবাই জানেন ।
সবার কাছে সবিনয় অনুরোধ আমাদের স্লোগানকে প্রজন্ম চত্তরের মাইকে ধরে রাখি ।
আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত প্রচারের পাদ প্রদীপে না এলেই ভাল হবে বলে আমি মনে
করছি ।
আমরা ভুল করলে জাতি ভীষন কষ্ট পাবে । আমরা যেন ভুন না করে বসি ।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
কমপু বলেছেন: হা , ভাবতে তো হবেই ।
৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
পুংটা বলেছেন: হে ইবলিশ তুমি আমাকে আরো শক্তি দেও যেন এই দেশের সকল জামাত-শিবিরকে আমি একাই চুে দিতে পারি।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
গোধূলির রঙ বলেছেন: মনে হচ্ছে নাটক আর সিনেমার অভিনয় চলতাছে। সামু সহ সবখানে খালি ছবি আর ছবি। সবাই খালি ছবি তুলতাছে। এরই নাম আন্দোলন?
এরা ভুল প্রজন্ম ! এরা আন্দোলনের মানে জানে? দেখি পুলিশ ফায়ার করুক, কাল পর্যন্ত কয়জন থাকে দেখি? ল্যাঞ্জা গুটাইয়া সবাই নিমিশেই হাওয়াতে মিলাইয়া যাইবো। শেয়ার বাজার, সার-রুনীর হত্যা, পদ্মা সেতু, হলমার্ক, কালো বিড়াল কলংক, দুনীতি, ঘুম, খুন, দ্রব্যমূল্য উর্ধগতি, তেলের দাম বৃদ্ধি সহ আরো যাবতীয় প্রতিবাদে এরা নামে নাই কেন? মামুরা নামলে দেখতা সরকার তোমাগো চুমা দিতো নাকি বাঁশ দিতো।
চার দিকে কত আলো, কিন্তু শাহবাগের কীটগুলারে ঝাপটে ধরেছে অন্ধকার। ওখানে গতকয় দিন আলো যাচ্ছেনা। জংগীরা কয় কি, বিচার বুঝিনা ফাঁসি চাই! মামার বাড়ীর আবদার। ওরে জংগীর দল একাত্তর দেখসনি ভালো কথা, কিন্তু পড়া শুনা কর। বিচার কি আগে জাইনা লও। তোরাও পুরা দেশটারে আফগানিস্তান বানাইয়ালাবি। তালেবান আল কায়েদা যেমন অন্ধ তোরাও দেখি অন্ধ। আয় আলোর দিকে আয়। দেখবি জীবন মানে অন্ধকার না, জীবন মানে সতেজতা।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
কমপু বলেছেন: গোধূলির রঙ রাজাকারের ফাসি চাই । আর কোন দাবী নাই ।
এটাই স্লোগান
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বাঙলি বলেছেন: ভাববার মতো বিষয়