নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

kamrul hasan

kamrul hasan

কমপু

নাম: কামরুল হাসান বাবু । এম কম, এম বি এ। এক লম্বা সময় সংবাদ কর্মী হিসাবে বিচরন করেছি, ভালো করতে পারিনি । অপ্রাপ্তি আর টাকার মায়া টেনে নিয়ে আসে ব্যবসা পেসায় । মনের কথা প্রকাশ করতেই ব্লগ এ লিখার চেষ্ঠা ।

কমপু › বিস্তারিত পোস্টঃ

কিশোরগঞ্জ ঢাকা বিভাগে আছে ঢাকা বিভাগেই থাকবে

১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৩২

ময়মনসিংহ বিভাগ ঘোষনার দাবী অনেক দিনের ।

আমি এই দাবির সাথে একমত , কারন দাবিটি যুক্তিক ।
কিন্তু কিশোরগঞ্জ কে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগ এর সাথে নেবার বা দেবার দাবিটি মুটেও যুক্তিক নয় বলে মনে করছি ।
কিশোরগঞ্জ এর মানুষ ঢাকা বিভাগ এর সাথে মিলে মিশে একাকার হয়ে আছে ।

যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, রাজনীতি ও মানবিক সকল দিক বিবেচনা করলে ঢাকা বিভাগ কিশোরগঞ্জ এর জন্য সর্বোত্তম ।

কিশোরগঞ্জ এর মানুষ কোন ভাবেই কিশোরগঞ্জ কে প্রস্তাবিত ময়মনসিংহ বিভাগ এর সাথে নেবার প্রস্তাব মানে বলে মনে হয় না ।

প্রাচীন সম্পরক নূতন করে জোড়া লাগানোর আবেগ ছাড়া আর কোন বিষয় এ প্রস্তাবের পক্ষে যায় না ।

এই সিদ্ধান্তের প্রতিবাদে কিশোরগঞ্জ এর সর্বসাধারন বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে চলেছে ।

তাই সংশ্লিস্ট সকলকে কিশোরগঞ্জ কে প্রস্তাবনা থেকে বাদ দিয়ে ময়মনসিংহ বিভাগ বাস্তবায়নে এগিয়ে যাবার আহ্বান করছি ।

অন্যথাই বিষটি জটিল হয়ে উঠতে পারে এবং কিশোরগঞ্জ এর মানুষ রাজপথে নামতে পারে

আমাদের প্রানের জেলা কিশোরগঞ্জ ঢাকা বিভাগে আছে ঢাকা বিভাগেই থাকবে এই হবে আমাদের শেষ অবস্থান ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

কাহাফ বলেছেন: অতীত কে যারা ভূলে যায় তারা অবশ্যই পস্তায় সময়ে!

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪২

টি. এইচ. নিপু বলেছেন: আমি আপনার সাথে একমত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.