![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম: কামরুল হাসান বাবু । এম কম, এম বি এ। এক লম্বা সময় সংবাদ কর্মী হিসাবে বিচরন করেছি, ভালো করতে পারিনি । অপ্রাপ্তি আর টাকার মায়া টেনে নিয়ে আসে ব্যবসা পেসায় । মনের কথা প্রকাশ করতেই ব্লগ এ লিখার চেষ্ঠা ।
নির্যাতন , নিপীড়ন বা ধর্ষনের কারন বেপর্দা , এমন মন্তব্য করা মানে পরোক্ষ ভাবে অপরাধ ও অপরাধীকে সমর্থন করা ।
অন্যায় কারী আর অন্যায় সমর্থন কারী সমান অপরাধী ( আল- কোরআন )
-----------------------------------------------------------------------------------
দুধের শিশু, এমনকি মৃত লাশ ধর্ষণের নজিরও মানব সমাজে আছে ।
শিশু কিংবা লাশকে পর্দা করার কথা নিশ্চয়ই কোথাও বলা হয়নি ?
তাহলে এদের অপরাধ কি ?
ধর্ষণ , নির্যাতন বা নিপীড়ন কারীরা কোন মসজিদের ইমাম বা কোথাকার ছাত্র সেটা কথা নয় , বিষয় হচ্ছে অপরাধ । কোন আযুহাতেই আপরাধীর পক্ষ নেয়া যায় না ।
আপরাধকে আরাল করতে আর অপরাধীকে বাচাতে আমরা পবিত্র ধর্ম ইসলাম এর অপব্যখ্যা করি ।
ইসলাম ধর্মের মুল ভিত্তি আল- কোরআন ও আল - হাদিসের কোথাও কি বলা হয়েছে যে কারো পেট বুক দেখা গেলেই তাকে ধরে ধর্ষণ কর ?নির্যাতন , নিপীড়ন কর ? অবশ্যই বলা নেই ।
যারা এইসব বলে আমার পবিত্র ধর্ম ইসলামকে কুলসিত করার চেষ্টা করছে আমি তাদের প্রতি ঘৃণা পোষন করছি । সাথে সাথে এদের বিচার দাবি করি ।
ইসলাম নারী পুরূষ উভয়কেই পর্দা করার কঠিন নির্দেশ দিয়েছে । আমরা মুসলমান তাই আমাদের আবশ্যই এই নির্দেশ মানা ফরজ ।মুসলিম নারী -পুরূষ উভয়কেই এই ব্যপারে শতভাগ সচেতন হতে হবে ও মানতেই হবে ।
না মানলে ইহকাল ও পরকালে কি কি সাজা হবে তার ও বিশদ বর্ণনা দেয়া আছে পবিত্র গ্রন্থ আল- কোরআন ও আল - হাদিসে ।
সেখানে কোথাও এমন নির্দেশনা নাই যে , বেপর্দা হলে নির্যাতন বা নিপীড়ন কর ( নাউযুবিল্লা ) ।
ইসলাম নারী তথা মা, মেয়ে ও বোনের সম্মান রক্ষা করার কঠিন নির্দেশনা দিয়েছেন ।
মাকে দিয়েছেন সবচেয়ে সম্মানিত স্থান । সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে ।
নির্যাতন , নিপীড়ন ও ধর্ষণ কারী ধর্মেরও শত্রু,সমাজেরও শত্রু-এদের কঠিন শাস্তি দেয়া উচিত।
বিভিন্ন সামাজিক,রাষ্ট্রীয়, ধর্মীয় মেলা বা হাজার হাজার নারী পুরূষের মিলনস্থলে নারীরা হয়রানির স্বীকার হয় বা হবার সম্ভাবনার কথা কারো অজানা নয়,তাই মা বোন/নারীদের উচিত এসব স্থানে যাবার আগে নিরাপত্তার বিষয়টা চিন্তা করা আর সরকারের ও উচিত এসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করা।
মানুষ যারা তাদের উচিৎ হবে সত্য ও ন্যায়ের পথে থেকে অন্যায়ের প্রতিবাদ করা ।
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৪
কমপু বলেছেন: জানার শেষ নাই ।
যতটুকু যেনেছি তাতে কি ভুল বলেছি ,ভাই?
( আসলে নারীর পর্দা করা যেমন জরূরি তেমনি পুরুষের চোখের পর্দা করা জরূরি....। )
আপনার কথার সাথে একমত । চলুন আমাদের কাজটা আজই শুরু করি , সেটাই কি উত্তম হবে না ?
২| ১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৪৩
সরওয়ার@০৩ বলেছেন: বেপর্দা মূল কারন না । মূল কারন মানসিকতা । বেপর্দা পরিবেশ মানসিকতা নষ্ট করার পিছনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে ।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:০৭
জহির উদদীন বলেছেন: কোরআন ও হাদিসের কোথাও বলা নেই যে কারো পেট বুক দেখা গেলেই তাকে ধরে ধর্ষণ কর ?নির্যাতন , নিপীড়ন কর ? অবশ্যই বলা নেই ।
কিন্তু যতটুকু নারীদের পর্দা করা করার কথা আছে তাতে আপনার কথা অনুযায়ী তো পেট আর বুক দেখা যাওয়া কথা নয়...
এবার একটি প্রতিকী উদাহরন দেই আপনি রাস্তায় একটি পেট বুক খোলা নারী দেখলেই আপনার চোখ সাময়িক আটকে যাবে...সাময়িক চোখের ক্ষুদা মিটাবেন। কিন্তু আপনি যদি সানি লিওনের এক্স টাইপ ছবি দেখেন তখন আপনার অন্তিম কিছু করতে মন চাইবে এবং এটা যদি অভ্যাসে পরিনত করেন তাহলে আপনার দ্বারা যেকোন একটি নারী ঘটিত অপরাধ ঘটে যেতে পারে।
আর আপনি যদি সেক্সি সানি লিনওকে বোরকা বা পর্দা করা দেখেন বা সমস্ত শরীর ঢাকা দেখেন তখন আপনি তার কোন অংগ দেখে পুলকিত হবেন বা শিহরিত হবেন।
আসলে নারীর পর্দা করা যেমন জরূরি তেমনি পুরুষের চোখের পর্দা করা জরূরি....।
কোরআন ও হাদিস ভাল ভাবে জানুন তবেই আপনি আরো জনতে পারবেন....
ধন্যবাদ