নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেনারেল চিতা

খেলতে ভালোবাসি ..... খেলাতেও

খেলারু

জীবনটা একটা খেলা, খালি জয় আর পরাজয়। আপনি জিততে পারেন নাই মানে আপনি পরাজিত হইছেন

খেলারু › বিস্তারিত পোস্টঃ

আল্লামা শফি এক্সক্লুসিভ !!!

০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:১৭

আল্লামা শফি হুজুর, হেফাজতে ইসলামের নেতা। তার একটি এক্সক্লুসিভ ভিডিও পাওয়া যাচ্ছে ইউটিউবে। আগ্রহীরা দেখতে পারেন।







অংশ বিশেষ (ফেসবুকে আমিনুল হক পলাশের স্ট্যাটাস হতে কপিকৃত)



“ আপনারা মহিলারা মার্কেট করতে যাবেন না। স্বামী আছে সন্তান আছেতাদের যাইতে বলবেন। আপনি কেন যাবেন? আপনি স্বামীর ঘরের মধ্যে থাইকা উনার আসবাব পত্র এগুলার হেফাজত করবেন। ছেলে সন্তান লালন পালন করবেন। এগুলা আপনার কাজ। আপনি বাইরে কেন যাবেন?



আপনার মেয়েকে কেন দিচ্ছেন গার্মেন্টসে কাজ করার জন্য? চাকরি তো অনেক করতেসেন। আপনি নিজে করতেসেন, আপনার বউ করতেসে,মেয়েরা করতেসে। কিন্তু কুলাইতে তো পারতেসেন না। খালি অভাব আর অভাব। আগের যুগে রোজগার করত একজন, স্বামী। সবাই মিইলা খাইত। এখন বরকত নাই। সবাই মিইলা এতো টাকা কামাইয়াও তো কুলাইতে পারতেসেন না। গার্মেন্টসে কেন দিচ্ছেন আপনার মেয়েকে? সকাল ৭/৮ টায় যায়, রাত ১০/১২ টায়ও আসেনা। কোন পুরুষের সাথে ঘোরাফেরা করে তুমি তো জান না। কতজনের সাথে মত্তলা হচ্ছে আপনার মেয়ে তা তো জানেন না। জেনা কইরা টাকা কামাই করতেসে, বরকত থাকবে কেমনে?



আপনারা মেয়েদের স্কুল, কলেজ, ভার্সিটিতে লেখাপড়া করাইতেসেন। কেন করাইতেসেন? তাদের ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়াইবেন যাতে বিবাহ শাদী দিলে স্বামীর টাকা পয়সার হিসাব রাখতে পারে। বেশি বেশি আপনার মেয়েকে স্কুল কলেজ ভার্সিটিতে পড়াইতেসেন,লক্ষ লক্ষ টাকা খরচ করতেসেন। কিছুদিন পর আপনার মেয়ে, স্বামী একটা নিজে নিজে জোগাড় কইরা লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ কইরা চইলা যাবে। আপনার কথা স্মরণ করবে না। মহিলাদের ক্লাসের সামনে বসানো হয়। পুরুষরা কি লেখাপড়া করবে? মেয়ে মানুষ হচ্ছে তেঁতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে, তা দেখলে আপনার মুখ দিয়া লালা ঝরবে। তেতুল গাছের নিচ দিয়া আপনি হাইটা যান তাইলেও আপনার লালা ঝরবে। দোকানে তেঁতুল বিক্রি হইতে দেখলেও আপনার লালা ঝরবে। ঠিক তেমনি মহিলাদের দেখলে দিলের মাঝে লালা ঝরে। বিবাহ করতে মন চায়। লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ করতে মন চায়। দিনরাত মেয়েদের সাথে পড়ালেখা করতেসেন, আপনারা দিল ঠিক রাখতে পারবেন না। রাস্তাঘাটে মেয়েদের সাথে চলাফেরা করতেসেন, আপনার দিল ঠিক রাখতে পারবেন না। যতই বুজুর্গ হন আপনার মনের মাঝে কু খেয়াল আইসা যাবে। এইটা মনের জেনা, দিলের জেনা। এইটা একসময় আসল জেনায় পরিণত হবে। কেউ যদি বলে মেয়ে মানুষ দেখলে আমার দিলের মাঝে লালা ঝরে না, তাহলে বলব তোমার ধ্বজভঙ্গ রোগ আছে। তোমার পুরুষত্ব নস্ট হয়া গেসে। তাই মহিলাদের দেখলে তোমার কু ভাব আসে না। "



(এর পরের অংশ চাটগাইয়া ভাষায়। মূল অংশটি তুলে ধরা হল)



"জন্মনিয়ন্ত্রণ কেন করেন? বার্থ কন্ট্রোল কেন করেন? বার্থ কন্ট্রোল হল পুরুষদের মরদ থাইকা খাসী কইরা ফেলা। মহিলাদের জন্মদানী সেলাই কইরা দেয়া। এরই নাম বার্থ কন্ট্রোল। বার্থ কন্ট্রোল করলেও ডেথ তো কন্ট্রোল করতে পারবা না। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। খাওয়াইবো তো উনি। তুমি কেন বার্থ কন্ট্রোল করবা? বড় গুনাহের কাজ এইটা। পারলে চাইরটা পর্যন্ত বিবাহ করবা। খাওয়াইবো তো আল্লাহ। বার্থ কন্ট্রোল করবা না। এইটা বড় গুনাহের কাজ।”



চুম্বক অংশ [৬ নং মন্তব্য থেকে কপিকৃত]



১- আপনি স্বামীর ঘরে থেকে আসবাবপত্র হেফাজত করবেন। বাইরে কেন যাবেন?



২- আপনার কাজ ঘরে থাকিয়া ছেলেসন্তানের দেখাশোনা করা।



৩- মার্কেটিং করতে যাবেন না। স্বামী আর ছেলেকে মার্কেটিং করতে পাঠান।



৪- আপনার মেয়েকে কেন দেন, গার্মেন্টসে চাকরি করতে?



৫- আপনার বিবি ইস্কুলে চাকুরি করে, ডাক্তারি শিকছে, গার্মেন্টসে চাকুরি করে। আগের দিনে পুরুষ চাকুরি করত, শরাফতের সাথে পরিবার পরিজন নিয়ে খাইত। আজকে সবাই মিলে রোজগার করে। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। বরকত কি করিয়া হবে? ফজরে সাতটা-আটটা বাজে গার্মেন্টসে যায় আপনার মেয়ে, রাতের আটটা দশটা বারোটায়ও ফিরে না। কোন পুরুষের লগে ঘুরাফিরা করতেসে তুমি ত জান না। কতো জনের মধ্যে মুত্তালা হচ্ছে আপনার মেয়ে, আপনি ত জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করে, কি বরকত হবে?



৬- আপনার বিবি ইস্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করছে। আরে, কেলাস ফোর-ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ দিলে স্বামীর টাকাপয়সার হিসাব নিকাশ কইরতে পারে মত। অতটুকু দরকার।



৭- মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে আপনি দেখতেসেন। আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন ত? মার্কেটে যেদিকে তেতুউল বিক্রি করে, সেদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন ত? সত্য না মিথ্যা? মহিলা তার থিকাও বেশি খারাব। (বিরতি)

মহিলার দিকে দেইখলে, (বিরতি, হাতের মুঠি বুকে ঠুকতে ঠুকতে...) বুকের মধ্যে লালা বাইর হয়।



৮- যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হেনশেক করলে, আপনার দিলের মধ্যে, কু-খেয়াল আইসা যাবে, খারাপ খেয়াল।



৯- কেউ যদি বলে, বুড়া মানুষ, হুজুর, মহিলাকে দেখলে আমার বুকের ভিতর খারাব হয় না, কু-খেয়াল আসে না, তাহলে আমি বইলব ভাই, হে বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার ফুরুষত্ব নষ্ট হইয়া গেছে।...



১০- ইস্কুলে কলেজত উলঙ্গ উলঙ্গ পড়ি পড়ি, এডল্যা প্রত্যকদিন মাইয়াফুয়া মরদফুয়া আঁরাত্তে আইয়েদ্দে (আমাদের এখানে আসছে), হুজুর ছেলে হয় না একটা তাবিজ দাও... ছেলে কেন হচ্ছে না? ছেলে হবার জিনিস বীর্য, কারণ তোরা মাইয়া-পোলা ইস্কুল কলেজে পড়ার সময় সব বীর্য নষ্ট করেছিস......





মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩১

মোমেরমানুষ৭১ বলেছেন: হুম দেখলাম। কি সমস্যা পেলেন এতে? চুলকানির পরিমানটা খুব বাইরা গেছে মনে হয়

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৪

খেলারু বলেছেন: চুলকানির কি দেখলেন জনাব, বিনোদন পাইবার মত ভিডিও দেইখা শেয়ার করিলাম আপনাদের সহিত। এতে যদি আপনার চুলকায় চুলকাইবেন, কোন বিধি-নিষেধ তো নাই।

২| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৮

এস এইচ খান বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন: হুম দেখলাম। কি সমস্যা পেলেন এতে? চুলকানির পরিমানটা খুব বাইরা গেছে মনে হয়!


==সহমত।

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

খেলারু বলেছেন: লেখক বলেছেন: চুলকানির কি দেখলেন জনাব, বিনোদন পাইবার মত ভিডিও দেইখা শেয়ার করিলাম আপনাদের সহিত। এতে যদি আপনার চুলকায় চুলকাইবেন, কোন বিধি-নিষেধ তো নাই।

৩| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

আদরসারািদন বলেছেন: কিরে ভাই,,,,,,,,! তোরে তো খুব ভালা পাইতাম. এমুন হইয়া যাছ ক্যা X( নাকি সুখে থাকতে ভুতে কিলায়

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৫

খেলারু বলেছেন: অসুখে যাতে না পড়তে হয় সেই জন্যেই তো এই ভিডিও শেয়ার দিলাম ;)

৪| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

এক মুসাফির বলেছেন: হাহাহাহাহা ব্যাপক মজার বিষয়।
ইসলাম সম্পর্কে তারতো কোন ধারনায় নাই দেখি!!!!!!
ছিঃ কি জগন্য।
এইসব মানুষের কাছে কোন ইসলাম শিখতে যায় মানুষগুলা।
শফিকে আমি আল্লামা বলতে রাজি নয়।
ও ঈমান কাকে বলে সেটাও জানেনা।
আপনাকে ধন্যবাদ তার ব্যাপারে ধারনা পেলাম।

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৬

খেলারু বলেছেন: কি আর বলব ভাই ! ভিডিও দেখার পর আমার আর কিছু বলার নাই :(

৫| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আদরসারািদন বলেছেন: কিরে ভাই,,,,,,,,! তোরে তো খুব ভালা পাইতাম. এমুন হইয়া যাছ ক্যা X( নাকি সুখে থাকতে ভুতে কিলায় =p~ =p~ =p~ =p~ =p~

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৭

খেলারু বলেছেন: আহাহা !

৬| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

লিঙ্কনহুসাইন বলেছেন: হালায় একটা বেক্কল ।
১- আপনি স্বামীর ঘরে থেকে আসবাবপত্র হেফাজত করবেন। বাইরে কেন যাবেন?

২- আপনার কাজ ঘরে থাকিয়া ছেলেসন্তানের দেখাশোনা করা।

৩- মার্কেটিং করতে যাবেন না। স্বামী আর ছেলেকে মার্কেটিং করতে পাঠান।

৪- আপনার মেয়েকে কেন দেন, গার্মেন্টসে চাকরি করতে?

৫- আপনার বিবি ইস্কুলে চাকুরি করে, ডাক্তারি শিকছে, গার্মেন্টসে চাকুরি করে। আগের দিনে পুরুষ চাকুরি করত, শরাফতের সাথে পরিবার পরিজন নিয়ে খাইত। আজকে সবাই মিলে রোজগার করে। বরকত নাই, বরকত নাই, বরকত নাই। বরকত কি করিয়া হবে? ফজরে সাতটা-আটটা বাজে গার্মেন্টসে যায় আপনার মেয়ে, রাতের আটটা দশটা বারোটায়ও ফিরে না। কোন পুরুষের লগে ঘুরাফিরা করতেসে তুমি ত জান না। কতো জনের মধ্যে মুত্তালা হচ্ছে আপনার মেয়ে, আপনি ত জানেন না। জেনা কইরা কইরা টাকা রোজগার করে, কি বরকত হবে?

৬- আপনার বিবি ইস্কুল কলেজ ভার্সিটি পর্যন্ত লেখাপড়া করছে। আরে, কেলাস ফোর-ফাইভ পর্যন্ত লেখাপড়া করান। বিবাহ দিলে স্বামীর টাকাপয়সার হিসাব নিকাশ কইরতে পারে মত। অতটুকু দরকার।

৭- মহিলা তেতুলের মত তেতুলের মত তেতুলের মত। ছোট্ট একটা ছেলে তেতুল খাইতেসে আপনি দেখতেসেন। আপনার মুখ দিয়া লালা বাইর হবে। সত্য না মিথ্যা বলেন ত? মার্কেটে যেদিকে তেতুউল বিক্রি করে, সেদিকে যদি আপনি যান, আপনার মুখ থেকে লালা বাইর হয়। সত্য না মিথ্যা বলেন ত? সত্য না মিথ্যা? মহিলা তার থিকাও বেশি খারাব। (বিরতি)
মহিলার দিকে দেইখলে, (বিরতি, হাতের মুঠি বুকে ঠুকতে ঠুকতে...) বুকের মধ্যে লালা বাইর হয়।

৮- যতই বুজুর্গ হোক না কেন, এই মহিলাকে দেখলে, মহিলার সাথে হেনশেক করলে, আপনার দিলের মধ্যে, কু-খেয়াল আইসা যাবে, খারাপ খেয়াল।

৯- কেউ যদি বলে, বুড়া মানুষ, হুজুর, মহিলাকে দেখলে আমার বুকের ভিতর খারাব হয় না, কু-খেয়াল আসে না, তাহলে আমি বইলব ভাই, হে বুড়া, তোমার ধ্বজভঙ্গ বিমার আছে, তোমার ফুরুষত্ব নষ্ট হইয়া গেছে।...

১০- ইস্কুলে কলেজত উলঙ্গ উলঙ্গ পড়ি পড়ি, এডল্যা প্রত্যকদিন মাইয়াফুয়া মরদফুয়া আঁরাত্তে আইয়েদ্দে (আমাদের এখানে আসছে), হুজুর ছেলে হয় না একটা তাবিজ দাও... ছেলে কেন হচ্ছে না? ছেলে হবার জিনিস বীর্য, কারণ তোরা মাইয়া-পোলা ইস্কুল কলেজে পড়ার সময় সব বীর্য নষ্ট করেছিস......

আল্লামা শফির একটা ওয়াজ শুনছিলাম। অনেকদূর শুনেছি। আর পারলাম না। লিঙ্ক প্রথম কমেন্টে।

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৮

খেলারু বলেছেন: কে বলে আফগানিস্থান দূরে কে বলে পাকিস্তান দূরে

এগুলা তো সব আমাদেরই মাঝে !

৭| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১

দুরন্ত সাহসী বলেছেন: আমার জীবনে দেখা সবচেয়ে বেশি পড়ালেখা করা অশিক্ষিত মানুষ।

০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০৯

খেলারু বলেছেন: হেলিকপ্টারে চড়লেই শিক্ষিত হওয়া যায় না ;)

৮| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

নতুন বলেছেন: হুম বিনেদুন...

সময় যে পাল্টেছে তা ভুলে গেছেন.... দুনিয়া এখন ২০১৩সাল চলে...

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

খেলারু বলেছেন: যে দেশের মানুষদের এখনও জ্বীনে ভূতে আঁছর কাটে সে দেশ কতখানি এগিয়েছে সেই বিষয়ে আমার যথেষ্ঠ সন্দেহ আছে।

৯| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

আমিনুর রহমান বলেছেন:


ব্যফুক বিনুদুন পাইলাম যতখানি শুনলাম ;)
আজাইরা কথা শোনার সময় নাই রে ভাই :P

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

খেলারু বলেছেন: যে ব্যক্তি এই আজাইরা কথা বলতে পারে সে কি সেটা নিয়া চিন্তা করার আগ্রহও বোধ হয় আপনার নাই, থাকার কথা না। কিন্তু যে সকল তথাকথিত উচ্চ শিক্ষিত গাধাগণ এদের কথায় নাচে তাদের কি বলবেন ?

১০| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮

িনদাল বলেছেন: মোমেরমানুষ৭১, এস এইচ খান: আপনাদের এবং আপনাদের আত্মীয়স্বজনদের মেয়েরা যেন ক্লাস ফাইভ এর বেশি না পড়ে। এবং কোন মহিলা ডাক্তারের কাছে আপনাদের স্ত্রীকে ডেলিভারি করাবেন না। লোকাল দাই দিয়ে করাবেন। হাসপাতালে নিলে কিন্তু সবাই দেখে ফেলবে

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

খেলারু বলেছেন: ভালো বলছেন।

এরা জ্ঞানী মানুষজন তাই ব্লগ দিয়া ইন্টারনেট চালাইন্যাদের কিছু বললে তেরেফুরে আসেন ;)

১১| ০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

মো: আজিজ মোর্শেদ বলেছেন: http://www.alkawsar.com/article/442

০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

খেলারু বলেছেন: শুকরিয়া !

লিঙ্ক তো পাইলাম এইবার হুজুরের বক্তব্যের ব্যপারে কিছু বইলা যান।

১২| ০৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ছািব্বর বলেছেন: ওর মুখের ভাষা নিন্মস্রেনীর ।
কোন নামধারী আলেমের মুখে এসব অশ্লীল কথা মানায়না । যে অশ্লীল কথা বলে সে ফাসিক । কিয়ামতের দিন তারে কুকুরের ছেহারায় উঠানো হইবে ।
'মুলত এর যে ধর্মব্যবসায়ী তা এদের কথায় প্রমানিত ।

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

খেলারু বলেছেন: হুজুরের হেদায়াত হোক

১৩| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

অস্হির বলেছেন: এই ধরনের জঘন্য , কুরুচি পূর্ণ , নোংরা , লালসা পূর্ণ , বিকৃত রুচির অশিক্ষিত লোক যে দেশে রাজনীতি করার অধিকার পায়, সে দেশ রসাতলে যেতে বাধ্য। দুর্ভাগ্য আমাদের।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ২:৩৭

খেলারু বলেছেন: ভাগ্যকে দোষ না দিয়ে কার্যকারণ অনুসন্ধান করুন তাতে ফল ভালো দেবে। আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে তাকান সামাজিক কাঠামোর দিকে তাকান। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীর প্রতি এই ধরনের মনোভাব অনেক স্যুটেড-বুটেড তথাকথিত আধুনিক শিক্ষিতরাও পোষন করে এর কারণটা কিন্তু তার ভাগ্য না শিক্ষা ব্যবস্থার গলদ।

১৪| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:২৭

জেনারেল আলাদিন বলেছেন: এর চেয়েও বড় বিনোদন ডজন ডজন সম্মান জনক ডক্টোরেট শিকারানি দেখাইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.