| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খেলারু
জীবনটা একটা খেলা, খালি জয় আর পরাজয়। আপনি জিততে পারেন নাই মানে আপনি পরাজিত হইছেন
প্রায়ই লাল্টু-গুল্টু পিচ্চি পিচ্চি বাবুদের দেখা যায় আমার নিউজ ফিডে। সম বয়সী কেউ কেউ বিয়েও করে ফেলেছেন, বাচ্চা কাচ্চাও আছে। এত স্যুইট স্যুইট পোলাপান দেখলে মন চায় ভুল (বিয়ে) টা আমিও করে ফেলি। বাচ্চা-কাচ্চা ছাড়া জীবন একেবারে পানসে। তবে এই ধরনের ছবিগুলো যখন চোখের সামনে দেখি তখন আবার সাহস পাই। মনে মনে ঠিক করি বাচ্চা-কাচ্চা তো দূরের বিষয় বিবাহই করব না ![]()
পোলা যদি কমোডে ঢুইকা বইসা থাকে তাইলে সেই পোলা নিয়া আপনে কই যাইবেন !!! বিটলামির তো একটা লিমিট থাকা উচিৎ নাকি !!!!!![]()
![]()
![]()
দেখছেন অবস্থাটা !!! কেলেংকারী পুরা !!!
তয় সত্য কথা বলতে কি এই অকাম আমার শৈশবেও আমি বহুৎ করছি। সবচেয়ে বেশি যেটা হইছে আমার সাথে সেইটা হইল সিড়ির রেলিং এর ফাঁকা দিয়া মাথা ঢুকায়া আর বাইর করতে না পারা ! ![]()
[হিশু করতে গিয়া চেইন আটকানোর কথাটা আর পাবলিক প্লেসে বললাম না
]
বাসায় যদি পিসি আর পিচ্চি এক সাথে থাকে তাহলে এই দৃশ্য আপনি অলরেডি দেইখা ফেলছেন। যাদের বাসায় শুধু পিসি আছে তারা এইটা থেইকা শিক্ষা নেন ![]()
![]()
![]()
এইটা ঘটনা ঘটার পরে শান্ত রান্না ঘরের ছবি। সব কিছু চুপচাপ মনে হলেও এখান দিয়ে যে কিছুক্ষন আগে ঝড় বয়ে গেছে তা আলামত দেখে যে কেউ বলে দিতে পারবে ![]()
এটা ঝড়ের সময়কার ছবি ![]()
![]()
![]()
কি চমৎকার শিল্প কর্ম দেখছেন !!! এরকম শিল্প কর্ম শুধু মাত্র বিচ্ছ্যু বিচ্ছ্যু পোলাপানগুলারে দিয়াই সম্ভব ![]()
![]()
![]()
এইটা অবশ্য আমার বাসাতেও ছিল ![]()
![]()
![]()
আমিও খাতা বা কাগজে লেখার চাইতে এসব জায়গায় লেখাটা প্রেফার করতাম। ![]()
![]()
![]()
**************************************************************
বাচ্চা কাচ্চা নিয়া ভয়ংকর থেকে শুরু করে মধুর মধুর অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন বা ব্লগ পোস্ট থাকলে দিয়া যাইতে পারেন। মন মেজাজ খুব একটা ভালো না।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
খেলারু বলেছেন: আমিও উপভোগ করি ![]()
২|
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৭
দৈববানী বলেছেন: আমারটা............।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯
খেলারু বলেছেন: গরম মনে হয় বেশি লাগতেছিল ভাইস্তার তাই কৃত্রিম বাথটাবের এই সুব্যবস্থা !
৩|
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৪৯
খেলারু বলেছেন:
৪|
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৮
মহামহোপাধ্যায় বলেছেন: আমাদের প্রাচ্যের বাচ্চাকাচ্চা আরো বেশি সৃজনশীল, আরো প্রতিভাবান আর মানতে না চাইলেও সত্য যে তারা আরো ভয়ংকর ভাবে ভয়ংকর
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫০
খেলারু বলেছেন: আমাদের পিচ্চিগুলার পিক নেটে পাওয়া কঠিন আর আমার কাছে এরকম পিক তেমন নাই ![]()
আপনারা শেয়ার করেন ![]()
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮
সাদা রং- বলেছেন: ওদের এই দুষ্টমিগুলো আমি খুবই উপভোগ করি।