![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফররুখ আহমদের কবিতা ছোটবেলা থেকেই পড়ছি । পছন্দের কবি ।
জানতে আগ্রহী ৭১ সালে কবি সাহেবের ভূমিকা কি ছিলো? তিনি কি বাংলাদেশকে সমর্থন করেছিলেন নাকি পেয়ারা পাকিস্তানের? কারো কাছে তথ্য থাকলে জানাইয়েন তো ।
আমার এক দুষ্ট বন্ধু কয় তিনি নাকি সেই সময়ে ও 'পাকিস্তান জিন্দাবাদ' মারতেন । আর ৬৭ সালে যখন আইয়ুর খান সাহেব পাকভূমি পাকিস্তানে নাপাক রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করিয়াছিলেন, সেই সময় কতিপয় সরকার পালিত কবি-সাহিত্যিক একে সমর্থন জানাইছিলো?
কথা কি সত্য নাকি মিথ্যা?
জ্ঞানীগুনীরা একটু জানাইয়েন তো
২| ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
ক্ষ্যাপা বলেছেন: আপনি তো আপামনি বাংলাপিডিয়া থেকে কপি মারলেন ।
যাইহোক, রবীন্দ্রসংগীত নিষিদ্ধ করনের সময় তিনি কি করছিলেন সেইটা কি আছে ঐখানে?
৩| ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫১
সুমি বলেছেন: আমি তো বললাম সংক্ষপে তার জীবনি----
আমি কি বলেছি যে আমি লিখেছি---
এ লেখাটা থেকে কি বুঝা যায়না---
তার পরেও আমি দেখে পরে আপনাকে বলবো--
ভাল থাকুন--
৪| ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫২
ক্ষ্যাপা বলেছেন: আচ্ছা, আপুমনি
৫| ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫৫
সুমি বলেছেন: হ্যা তিনি ---
"রবীন্দ্র-সঙ্গীত পাকিস্তানের আদর্শের পরিপন্থী এই বক্তব্য উপস্থাপন করে 1967-র 22 জুন পাকিস্তান কেন্দ্রীয় সরকারের তথ্য ও বেতার মন্ত্রী খাজা শাহাবুদ্দীন জাতীয় পরিষদে এক বিবৃতিতে রেডিও ও টেলিভিশন থেকে রবীন্দ্র-সঙ্গীত প্রচার বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করলে মন্ত্রীর সেই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন" করছিলেন তিনি।
লিংটা দেখুন
Click This Link
৬| ১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৫৬
ক্ষ্যাপা বলেছেন: হক মাওলা । দুষ্ট বন্ধু তাইলে মিথ্যা বলে নাই ।
৭| ১০ ই জুন, ২০০৭ রাত ৮:৫৯
ত্রিভুজ বলেছেন: শেষ পর্যন্ত প্রমাণীত হইলো ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সমর্থক হওয়ার পরেও "কবি ফররুখ আহমদ" একজন রাজাকার! কারন তিনি ব্রিটিশদের 'চামচ' রবি সাহেবের বিরুদ্ধে কিছু কইছিলেন...!
আজকে থেকে নতুন আইন জারি হউক, 'যে রবি সাহেবের বিরোধীতা করবো, সেই রাজাকার'!
কি বলেন ক্ষ্যাপা?
৮| ১০ ই জুন, ২০০৭ রাত ৯:০০
ত্রিভুজ বলেছেন: ৫ দিলাম! সেই সাথে প্রিয় পোষ্টে যুক্ত করলাম..
৯| ১০ ই জুন, ২০০৭ রাত ১০:০৭
কেমিকেল আলী বলেছেন: ফররুখ আহমদ ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে (মধুমতি-গড়াই নদীর তীরে) জন্মগ্রহণ করেন,
১০| ১০ ই জুন, ২০০৭ রাত ১০:৪৪
রবিনহুড বলেছেন: ত্রিভূজ তুমি হইতেছ "ঠাকুর রাজাকার"।
ভাল একটা আইডিয়া আইছে। এখন থেকে রাজাকারের বিভিন্ন প্রকার ভেদ পোষ্টের বিষয় বস্তুর সাথে মিলাইয়া করা হবে।
যেমন 'ত্রিভূজ' রবি ঠাকুর রে লইয়া একটা রাজাকারী পোষ্ট দিছে তাই হে হইল "ঠাকুর রাজাকার" সুমি হইতেছে "ফররুখ রাজাকার"
১১| ১০ ই জুন, ২০০৭ রাত ১১:০৪
রবিনহুড বলেছেন: কোন একটা ইংলিশ পোষ্ট এ দেখলাম মামু কইছে, ওরা হইতেছে "ইংলিশ রাজাকার"
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০০৭ সন্ধ্যা ৭:৪২
সুমি বলেছেন: সংক্ষপে তার জীবনি----
ফররুখ আহমদ ১৯১৮ সালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খুলনা জিলা স্কুল থেকে ১৯৩৭ সালে ম্যাট্রিক এবং কলকাতার রিপন কলেজ থেকে ১৯৩৯ সালে আই.এ. পাস করেন। এরপর স্কটিশ চার্চ কলেজে দর্শন এবং ইংরেজী সাহিত্য নিয়ে পড়াশোনা শুরু করেন। ছাত্রাবস্থায় তিনি বামপন্থী রাজনীতিতে ঝুঁকে পড়েন। তবে চল্লিশ-এর দশকে তাঁর রাজনৈতিক বিশ্বাসে পরিবর্তন আসে। তিনি পাকিস্তান আন্দোলন সমর্থকন করেন। তাঁর রচনায় ধর্মীয় ভাবধারার প্রভাব দেখা যায়। এছাড়া আরবী ও ফারসি শব্দের প্রাচুর্য তাঁর লেখার অন্যতম বৈশিষ্ঠ্য। তবে ডানপন্থার প্রতি সমর্থন থাকলেও তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন। ফররুখ আহমদ মৃত্যুবরণ করেন ১৯৭৪ সালে।