![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করপোরেট দুনিয়ার চক্করে ঘুরতে ঘুরতে মন, শরীর যখন একেবারে ক্লান্ত তখনই মন স্থির করলাম এবারের ছুটি সোজা গ্রামে। নির্জন, নিস্তব্ধ রাত. আকাশে চাঁদের আলো নেই, তারার টিকিটিও নেই। খেয়াঘাটে বসে আছি একা, শেষ নৌকা বুঝি আজ আর ফিরবেনা ঘাটে। নদীর মন উতাল করা স্নিগ্ধ বাতাসে কিন্তু বেশ ভালোই লাগছে।
হটাৎ করে দেখি মিটিমিটি আলো এগিয়ে আসছে দুলতে দুলতে ঘাটের দিকে।
নৌকা ঘাটে ভিড়লো। আমি সন্তর্পনে নৌকায় ওঠে বসলাম। দেখি মাঝি আর কেউ না, আমার বন্ধু শামসু। আহারে কতদিন পর দেখা। সেই ক্লাস তৃতীয় শ্রেণীতে একসাথে পড়েছিলাম। এতিম শামসু জীবনের হাল ধরলো খেয়া নৌকার মাঝি হয়ে। সেই জীবন তরি এখনো বেয়েই চলেছে। শামসু আমাকে জড়িয়ে ধরলো। সুখ দুখের কত কথা হলো।
আমরা নদী পার হলাম। শামসু আমাকে ছাড়তেই চায়না। বললো চলো তোমাকে কালো বটের জট পর্যন্ত এগিয়ে দেই। গভীর রাত .কী সুন্দর গ্রামীণ মেঠো পথ ধরে হেঁটে চলেছি। কালো বটের জট পর্যন্ত এসে শামসু বিদায় নিয়ে চলে গেলো।রাত শেষের দিকে আমি বাড়ি পৌঁছালাম।
এ কয়দিন গ্রামে দারুন কাটালাম। এবার আবার শহের ফিরার পালা। ভাবলাম শামসুর সাথে দেখা করে যাই। সবুজ ধানের মাঝখানে মেঠো পথের আইল ধরে ধরে শামসুর বাড়ি পৌছালাম। উঠোনে দাঁড়িয়ে ডাকলাম -শামসু, শামসু বাড়ি আছো। আমার ডাকে সাত কি আট বছরের একটি কিশোরি মেয়ে ঘর থেকে বের হয়ে এলো। বললো- আপনি কাকে ডাকছেন। আমি বললাম তুমি বুঝি শামসুর মেয়ে ।তোমার বাবা কি বাড়ি আছেন?
মেয়েটা এবার অবাক হয়ে আমার দিকে চেয়ে রইলো- বললো বাবা তো নেই।
আমি বললাম নেই মানে, কী বাইরে গেছে। তবে আমি অপেক্ষা করি।
মেয়েটি বললো- তুমি কি সত্যি বাবার সাথে দেখা করতে চাও। চলো তাহলে আমার সাথে । ও আমাকে নিয়ে কালো বটের জট পর্যন্ত আসলো। দেখলাম বট গাছের পাশে একটা বেশ পুরানো কবর। মেয়েটি এবার বললো- বাবাতো কত আগে মারা গেছে নৌকা ডুবে।বাবার কথাতো আমার মনেই নেই , শুধু মা বলে -বাবা এই কালো বটের জটের ছায়ায় ঘুমিয়ে আছে।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭
মনিরা সুলতানা বলেছেন: গল্প ভাল লেগেছে ...
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৬
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭
খেয়া ঘাট বলেছেন: ভয় লাগেনি,,,,,,,,,,,,তাইলেতো পুরাটাই মাটি।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৫
মনিরা সুলতানা বলেছেন: কি যে বলেন ,...
আমি কি কাউরে ডরাই ...
ভাঙ্গতে পারি লোহার কড়াই :>
তবে লেখা মাটি যাওয়ার সম্ভাবিলিটি নাই
যে কারেন্ট এর ঝটকা দিছেন গল্পে ...
পুরা ই কাইত
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৭
তন্ময় ফেরদৌস বলেছেন: মাঝে অনেক দিন বন্ধ ছিলো এক মিনিটের গল্প ?
আবার পড়ে ভালো লাগছে। নিয়মিত লেখেন।