![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের সন্ধান পেলাম। উনাকে পীর বলা যায়,দরবেশ বলা যায়, সুফী বলা যায়, সাধকও বলা যায়, সবচেয়ে বড় কথা উনি এই পৃথিবীর সুখি মানুষ।
আমি উনার শান্তির ঠিকানায় হাজির হয়ে উনার দর্শন চাইলাম। পলক দেখা মাত্রই আমার চিত্ত জুড়িয়ে গেলো। মন ভরে গেলো অপার আনন্দে। বললাম-আমি বহু দূর থেকে এসেছি আপনার সুখের নিবাসে শান্তির অন্বেষণ করতে।
উনি আমাকে বললেন- তুমি মুক্ত চিত্তে ঘুরে দেখো সব।আমার এ শান্তির নীড়ে সব কিছুই আছে। তুমি চারপাশ একবার ঘুরে আসো। এখানে পাখির কলতান আছে, পাহাড়ের নৈসর্গিক শোভা আছে, ঝরণার ফল্গুধারা আছে, সবুজের বিস্তৃত সমারোহ আছে, বৃক্করাজির শুশীতল ছায়া আছে। তুমি সব কিছু মন ভরে দেখো। আর হ্যাঁ, এই প্রদীপ শিখাটি তোমার হাতে রেখো, দেখো যেন নিভে না যায়। আমি অপরুপ শোভা মাধুর্য্য দেখতে বের হলাম।
ঘন্টা দুয়েক পর দরবেশ আমার পাশে এসে দাঁড়িয়ে জিগ্গাসা করলেন- কেমন দেখলে সব, তোমার মনে কি মন ভরলো।
আমি বললাম, সত্যি কথা বলতে কি..প্রদীপ শিখা নিভে যাওয়ার ভয়ে আমার কিছুই ভালো করে দেখা হয়নি। সব সময় ভয় ছিলো যদি নিভে যায়, যদি নিভে যায়।
এ কথা শুনে দরবেশ বললেন- এ আগুনের শিখা হাতে রেখেই তোমাকে পৃথিবীর সৌন্দর্য্য , সুখ উপভোগ করতে হবে। একচেটিয়া সুখ উপভোগ করার মতো সুযোগ পৃথিবীর কোথাও তুমি পাবানা, এবং বিধাতাও সেই সুযোগ তোমাকে দিবেননা। দুঃখ,বেদনা, জরা, গ্লানি, না পাওয়া, রোগ, শোক এসবের মাঝেই তোমাকে পৃথিবীর সুখ খুঁজে নিতে হবে।
( ইহা কোনো মৌলিক লেখা নয়, ভাব সংগৃহীত)
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২
মাক্স বলেছেন: আগেও শুনসিলাম, শুধু ভাবটা!
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
মনিরা সুলতানা বলেছেন: সর্ব সত্যি ...
৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৮
খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০
কালা মনের ধলা মানুষ বলেছেন: +++++++++++++++++++
অদ্ভুত লেখা।
৫| ২০ শে জুন, ২০১৩ ভোর ৬:৪৭
না পারভীন বলেছেন: শুধু ঘুম পায় । লেখাটা সুন্দর । দেখে গেলাম ।
৬| ২০ শে জুন, ২০১৩ সকাল ৭:১৬
বটের ফল বলেছেন: নতুন করে জানলাম। ধন্যবাদ খেয়া ঘাট বিষয়টি পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য।
৭| ২০ শে জুন, ২০১৩ সকাল ৮:০৪
তুষার আহাসান বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।