নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প- সবচেয়ে বড়।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

সে কত আগের ঘটনা, যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। সেদিনও স্কুল থেকে বাড়ি ফিরেছি।যথারীতি সন্ধ্যার পর বাবা আমাকে নিয়ে পড়ার টেবিলে বসলেন। জানতে চাইলেন আজ স্কুলে কি শিখলাম।

বললাম ,আজ মেডাম পড়ালেন সবচেয়ে বড় মহাদেশ কোনটি, সবচেয়ে বড় গ্রহ কোনটি, সবচেয়ে প্রশস্ত আর দীর্ঘতম নদী কোনটি ইত্যাদি। আর বললেন- বড় হতে হলে অনেক পড়তে হবে। পড়লে ভালো রেজাল্ট হবে, বড় চাকুরি পাবো, ধনে আর মানে অনেক বড় হবো।

বাবা বললেন আজতো তাহলে দারুন পড়েছো। এগুলো জানা খুবই ভালো।

কিন্তু সবচেয়ে বড় আরেকটি জিনিস আছে। সেটা সম্পর্কেও জানা খুব জরুরি।

এই যে তোমার পড়ার টেবিল, তার চেয়ে বড় হলো এই ঘর, এই ঘরের চেয়ে বড় আমাদের গ্রাম, তার চেয়ে বড় হলো শহর, শহরের চেয়ে বড় দেশ, দেশের চেয়ে বড় মহাদেশ ,এর চেয়ে বড় আমাদের এ পৃথিবী, এরকম বড় বড় আছে কত গ্রহ, কত নক্ষত্র। এই মহাবিশ্ব কত বড় তা আজও অজানা। এই মহাবিশ্বের অধিপতি শ্রষ্টা ,বিধাতা। এবার চিন্তা করো উনি কত বড়। তোমার মাঝেও এমন একটি জিনিস আছে যা অনেক অনেক বড় যেখানে বিধাতা বসে থাকেন। সেটা হলো তোমার মন, তোমার হৃদয়।

তোমার মনটাকে যে তুমি কত বড় করতে পারো- তার কোনো সীমা পরিসীমা নেই।এই যে, আকলিমার ছেলে- শীতে কাঁপছিলো।তাকে তুমি তোমার সোয়েটারটা দিলে, বুকে জড়িয়ে ধরে বাসায় নিয়ে এসে তোমার সাথে খাবার টেবিলে বসালে তাতে তোমার মনটা অনেক অনেক বড় হয়ে গেলো।গতকাল যে বৃদ্ধা মহিলা- নিজের অসুস্থ ছেলের জন্য কাঁদছিলো। তাকে তোমার বুকের পরম ভালোবাসায় তার চোখটা যে তুমি মুছে দিলে এতে তোমার হৃদয় অনেক বড় মহাসাগেরর চেয়েও বড় হয়ে গেলো।মনটাকে বড় করা যায় অপার ভালোবাসা দিয়ে। আবার এই মন ছোট কালো তিলের চেয়ে ছোট হয়ে যায় যখন মানুষের মনে ঘৃনা বাস করে। মানুষ হয়ে যায় লোভী ,অসত আর স্বার্থপর যখন সে শুধু নিজেরটাই চিন্তা করে।

বাবা বলেছিলেন,

খোকা ধনে নও,মনে বড় হও,

মানুষকে ভালোবাসা দিয়ে পূন্য করো সন্চয়।





মন্তব্য ১৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

রীতিমত লিয়া বলেছেন: আপনার বাবা যথাযথই বলেছেন

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

মাক্স বলেছেন: ৩য় প্লাস।
ভালো লিখেছেন।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

মনে নাই বলেছেন: পোষ্টে ভালো লাগা দিয়ে গেলাম।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০২

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

রিওমারে বলেছেন: মন যে বড় এইটা প্রমান করতেও টাকা লাগে।। এই কারনে মনঃটা ইচ্চা থাকলেও বড় করতে পারি না।।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

খেয়া ঘাট বলেছেন: মনের ঘ্বণা দূর করতেও কি টাকা লাগে?
মন থেকে ঘ্বণা মুছে গেলে মনটা আপনা আপনিই বড় হয়ে যাবে।

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:০৮

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

হাসান মাহবুব বলেছেন: +++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

বেবিফেস বলেছেন: চমৎকার পোস্ট। অনেক ধন্যবাদ আপনাকে।

২৮ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৪১

খেয়া ঘাট বলেছেন: আপনাকে বিনীত ধন্যবাদ, মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫২

মনিরা সুলতানা বলেছেন: ভাললাগ্ল ...

৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:১৭

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.