নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

রিকসা, রিকসা ড্রাইভার সম্পর্কে আমার মায়ের উপদেশ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮

যদি কোনো জোয়ান আর বয়স্ক রিকসাওয়ালা থাকে তবে সবসময় বয়স্ক রিকসাওয়ালাকেই ভাড়া করবে।হয়তো তোমাকে একটু ধীরে নিয়ে যাবে,কিন্তু বেচারা একটা ভাড়া পাবে। সবাই সহানুভূতি দেখাতে গিয়ে বুড়ো রিকসাওয়ালাকে নেয় না, আবার অনেকে মনে করে বুড়ো ঠিক মতো চালাতে পারবেনা। ফলে তার দৈনিক আয়টা ঠিকমতো হয়না।



যেকোনো রিকসাওয়ালাই হোক উঁচু জায়গা হলে রিকসা থেকে নেমে পড়বে, এতে ওদের কষ্ঠটা কিছুটা হলেও লাঘব হবে।



এই রিকসাওয়ালা চলো- বলেই হুট করে ভাড়া ঠিক না করে ওঠে পড়বে না।সবসময় ভাড়া ঠিক করে ওঠবে। এর পর ভাড়া দেয়ার পর যদি মন চায় দুয়েক টাকা বেশি দিও। কিন্তু একবারেই যদি বেশি টাকা দিয়ে দাও -তবে রিকসাওয়ালা মনে করবে ওটাই ভাড়া। তাই অন্যের কাছেও সে বেশী ভাড়া প্রত্যাশা করবে,যা অন্য যাত্রীর জন্য সমস্যা হবে।



রিকসাওয়ালাকে এই মামু যাবা বা ঐ যাবি বলে সম্বোধন করোনা।

যদি সমবয়সী হয় তবে বলো - ভাই যাবা, আর বয়স্ক হলো বলো- চাচা যাবেন।



রিকসায় বসে ড্রাইভারের সাথে দুনিয়ার গল্প জুড়ে দিওনা। এতে বেচারার কনসেনট্রেশান নষ্ট হয়।



দুজনের বেশী রিকসায় ওঠোনা ।



যদি রিকসা ধীরে ধীরে চালায় তবে জোরে চালাবার জন্য কখনো তাড়া দিওনা, তবে যদি জোরে চালায় তবে বিনয়ের সাথে ধীরে চালাতে বলো।



এটা বলেছিলেন আমার বোনদের- রিকসায় ওড়না, শাড়ীর আঁচল ভালো করে ঘুটিয়ে বসতে। তা না হলে যেকোনো সময় রিকসার টায়ারে পেচিয়ে বিপদ ঘটতে পারে।



জোর করে অথবা ধমক দিয়ে কখনো যেতে বলো না। মানুষ হিসাবেই যথাযথ সম্মান দিবা।শত মানুষের ধমকের মাঝে যদি বেচারা এতটুকু সম্মান পায় তবে সে অনেক খুশী হবে।



আরেকটি কথা বলেছিলেন-

অল্প দূরত্বের পথ পারলে বেশীর ভাগ হেঁটেই যেও। রিকসা নিওনা। এ তে তোমার শারীরিক ফিটনেস বাড়বে, মনে প্রশান্তি আসবে।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৫

বিষন্ন পথিক বলেছেন: মানবিক বোধসম্পন্ন উপদেশ। মানবতার জয় হোক

১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৭

খেয়া ঘাট বলেছেন: জ্বি বিশ্বমানবতার জয় হোক। অনেক ধন্যবাদ।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১১

ডুয়েল বায়োস বলেছেন: হুম, ভালো পরামর্শ ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৪

ভিটামিন সি বলেছেন: ভালো লাগল।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

তোমোদাচি বলেছেন: আপনার আম্যের উপদেশ সবাই গ্রহন করুক!

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১০

খেয়া ঘাট বলেছেন: জ্বি সবাই গ্রহণ করুক।
আপনাকে ধন্যবাদ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০৫

জনতার সেবক বলেছেন: অত্যন্ত কাজের উপদেশ

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

আহমেদ রশীদ বলেছেন: সবাই যদি এরকম আন্তরিকতার সাথে জীবনটা অতিবাহিত করত তাহলে কোন ফ্যাৎনা, ফ্যাসাদ থাকতো না। আমরা মুসলমান কিন্তু আমাদের যে চরিত্র থাকা উচিত তাহা আজ বেধর্মীদের মধ্যে বেশি দেখা যায়। মাঝে মধ্যে দেখিতো অনেক রিকশাওয়ালাকে সামান্য অপরাধের কারণে গায়ে হাত তুলতে। আর বেচাডা তখন নিরুপায় হয়ে শুধু এর ওর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। আর সেটা দেখে এত খারাপ লাগে যে কল্পনার বাহিরে। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: অনেক সুন্দর মন্তব্য করার জন্য অনেক বেশী ধন্যবাদ।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

সরকার মামুন বলেছেন: অনেক ভাল লাগলো....মেনে চলার চেষ্টা করব।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.